আফ্রিদি না খেলায় ভারতের সুবিধা! পাক ক্রিকেটারের কটাক্ষের মোক্ষম জবাব ইরফান-জাফরের


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোট পেয়ে আসন্ন এশিয়া কাপ (Asia Cup) থেকে ছিটকে গিয়েছেন তারকা পাক পেসার শাহিন আফ্রিদি। এদিকে আগামী রবিবারই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের (India) বিরুদ্ধে মাঠে নামতে চলেছে পাকিস্তান (Pakistan)। এহেন টানটান দ্বৈরথের আগেই টুইটে যুদ্ধ শুরু হয়ে গেল দুই দেশের প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে। শাহিন আফ্রিদির অনুপস্থিতিতে সুবিধা পাবে ভারত, মন্তব্য করেছিলেন পাক পেসার ওয়াকার ইউনিস। তার পালটা দিয়েছেন ভারতের ইরফান পাঠান এবং ওয়াসিম জাফর। সব মিলিয়ে বেশ উত্তপ্ত দুই দেশের ক্রিকেটমহল।

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট ম্যাচ চলাকালীন ফিল্ডিং করতে গিয়ে চোট পান পাক পেসার শাহিন (Shaheen Afridi)। তারপরেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, এশিয়া কাপে নামতে পারবেন না তিনি। প্রসঙ্গত, ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। সেই ম্যাচে শাহিনের দাপটে ভেঙে পড়েছিল ভারতের ব্যাটিং অর্ডার। সেই প্রসঙ্গ টেনে এনে পাক পেসার ওয়াকার ইউনিস (Waqar Younis) বলেছেন, “শাহিন না খেলায় বেশ স্বস্তিতে থাকবে ভারতীয় দলের প্রথম দিকের ব্যাটাররা। আমাদের দুর্ভাগ্য যে শাহিনের বোলিং দেখতে পাব না। দ্রুত সুস্থ হয়ে ওঠো।”

[আরও পড়ুন: বিচ্ছেদের গুঞ্জনে বিরক্ত ধনশ্রী, একহাত নিলেন নেটিজেনদের, সমর্থন চাহালেরও]

ওয়াঘার দিক থেকে উড়ে আসা কটাক্ষের জবাব দিতে দেরি করেননি ভারতীয় ক্রিকেটাররা। ভারতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান (Irfan Pathan) টুইট করে বলেন, “জশপ্রীত বুমরাহ এবং হর্ষল প্যাটেল এশিয়া কাপে খেলছে না। ওরা না থাকায় অন্য দলগুলোর বেশ সুবিধা হয়ে গেল।”

সেই টুইটকে মেনশন করে ওয়াসিম জাফর একটি মজার টুইট করেছেন। জনপ্রিয় হিন্দি ছবি যো জিতা ওহি সিকন্দরের একটি গানের লাইন লিখেছেন তিনি। পেহলা নশা গানের লাইন “চাহে তুম কুছ না কহো, ম্যায়নে সুন লিয়া” টুইট করেছেন তিনি। অর্থাৎ ইরফান কাউকে উল্লেখ না করলেও তাঁর টুইটের ইঙ্গিত কোনদিকে, সেই প্রসঙ্গটিই জাফর বোঝাতে চেয়েছেন।

চোটের কারণে এশিয়া কাপের দল থেকে বাদ পড়তে হয়েছে ভারতীয় বোলিংয়ের অন্যতম দুই ভরসাকে। পিঠের চোট পেয়ে জশপ্রীত বুমরাহ এশিয়া কাপের দল থেকে ছিটকে গিয়েছেন। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে তিনি ফিরে আসবেন বলেই অনুমান করা যাচ্ছে। অন্যদিকে শাহিন আফ্রিদির পরিবর্ত হিসাবেও কারওর নাম ঘোষণা করা হয়নি। সব মিলিয়ে এশিয়া কাপের অভিযান শুরু হওয়ার আগেই উত্তেজনায় ফুটতে শুরু করেছেন ক্রিকেটপ্রেমীরা।

[আরও পড়ুন: মুম্বইয়ের রাস্তায় মুখ ঢেকে স্কুটিতে ঘুরছেন বিরাট, সঙ্গে অনুষ্কা, ভাইরাল ছবি]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে



Leave a Reply