পরপর দুই ম্যাচে জিতল রিয়াল মাদ্রিদ


রিয়াল মাদ্রিদে শুরু ক্যাসেমিরো পরবর্তী যুগ। শনিবার রাতে লা লিগার ম্যাচে সেল্টা ভিগোর বিরুদ্ধে ৪-১ গোলে জিতল রিয়াল। গোল করল রিয়ালের ফ্যান্টাস্টিক ফোর করিম বেঞ্জেমা, লুকা মদ্রিচ, ভিনিসিয়াস জুনিয়র ও ফ্রেডরিকো ভালভার্দে। সেল্টা ভিগোর হয়ে পেনাল্টি থেকে একমাত্র গোল ইয়াগো অ্যাসপাসের।


Aug 21, 2022 | 3:46 PM

| Edited By: Sanghamitra Chakraborty

Aug 21, 2022 | 3:46 PM




রিয়াল মাদ্রিদে শুরু ক্যাসেমিরো পরবর্তী যুগ। শনিবার রাতে লা লিগার ম্যাচে সেল্টা ভিগোর বিরুদ্ধে ৪-১ গোলে জিতল রিয়াল। গোল করল রিয়ালের ফ্যান্টাস্টিক ফোর করিম বেঞ্জেমা, লুকা মদ্রিচ, ভিনিসিয়াস জুনিয়র ও ফ্রেডরিকো ভালভার্দে। সেল্টা ভিগোর হয়ে পেনাল্টি থেকে একমাত্র গোল ইয়াগো অ্যাসপাসের। (ছবি-রিয়াল মাদ্রিদ টুইটার)

রিয়াল মাদ্রিদে শুরু ক্যাসেমিরো পরবর্তী যুগ। শনিবার রাতে লা লিগার ম্যাচে সেল্টা ভিগোর বিরুদ্ধে ৪-১ গোলে জিতল রিয়াল। গোল করল রিয়ালের ফ্যান্টাস্টিক ফোর করিম বেঞ্জেমা, লুকা মদ্রিচ, ভিনিসিয়াস জুনিয়র ও ফ্রেডরিকো ভালভার্দে। সেল্টা ভিগোর হয়ে পেনাল্টি থেকে একমাত্র গোল ইয়াগো অ্যাসপাসের। (ছবি-রিয়াল মাদ্রিদ টুইটার)

ম্যাচের ১৪ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন গোলমেশিন করিম বেঞ্জেমা (Karim Benzema)। (ছবি-রিয়াল মাদ্রিদ টুইটার)

ম্যাচের ১৪ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন গোলমেশিন করিম বেঞ্জেমা (Karim Benzema)। (ছবি-রিয়াল মাদ্রিদ টুইটার)

সমতায় ফেরাতে খুব বেশি দেরি করেনি সেল্টা ভিগো। ২৩ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে সেল্টা ভিগোকে সমতায় ফেরান ইয়াগো অ্যাসপাস (Iago Aspas)। (ছবি-টুইটার)

সমতায় ফেরাতে খুব বেশি দেরি করেনি সেল্টা ভিগো। ২৩ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে সেল্টা ভিগোকে সমতায় ফেরান ইয়াগো অ্যাসপাস (Iago Aspas)। (ছবি-টুইটার)

স্কোরলাইন ১-১ হয়ে যাওয়ার পর ৪১ মিনিটের মাথায় ডেভিড আলাবার পাস থেকে রিয়াল মাদ্রিদের হয়ে দ্বিতীয় গোল করেন লুকা মদ্রিচ (Luka Modric)।  (ছবি-রিয়াল মাদ্রিদ টুইটার)

স্কোরলাইন ১-১ হয়ে যাওয়ার পর ৪১ মিনিটের মাথায় ডেভিড আলাবার পাস থেকে রিয়াল মাদ্রিদের হয়ে দ্বিতীয় গোল করেন লুকা মদ্রিচ (Luka Modric)। (ছবি-রিয়াল মাদ্রিদ টুইটার)

দ্বিতীয়ার্ধে ৫৬ মিনিটের মাথায় লুকা মদ্রিচ পাস দেন ভিনিসিয়াস জুনিয়রকে (Vinicius Jr)। যা জালে জড়াতে কোনও ভুল করেননি ভিনিসিয়াস। (ছবি-রিয়াল মাদ্রিদ টুইটার)

দ্বিতীয়ার্ধে ৫৬ মিনিটের মাথায় লুকা মদ্রিচ পাস দেন ভিনিসিয়াস জুনিয়রকে (Vinicius Jr)। যা জালে জড়াতে কোনও ভুল করেননি ভিনিসিয়াস। (ছবি-রিয়াল মাদ্রিদ টুইটার)

রিয়ালের প্লেয়ারদের মধ্যে বোঝাপড়া খুব ভালো ছিল। ৩-১ এগিয়ে থাকার পর, ৬৬ মিনিটের মাথায় ভিনিসিয়াস জুনিয়র বল বাড়িয়ে দেন ফ্রেডরিকো ভালভার্দের (Federico Valverde) দিকে। তিনি কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন। (ছবি-টুইটার)

রিয়ালের প্লেয়ারদের মধ্যে বোঝাপড়া খুব ভালো ছিল। ৩-১ এগিয়ে থাকার পর, ৬৬ মিনিটের মাথায় ভিনিসিয়াস জুনিয়র বল বাড়িয়ে দেন ফ্রেডরিকো ভালভার্দের (Federico Valverde) দিকে। তিনি কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন। (ছবি-টুইটার)






Most Read Stories


Leave a Reply