Neeraj Chopra: কঠিন ওয়ার্কআউটে চমকে দিচ্ছেন, ডায়মন্ড লিগে জ্যাভলিন ছুড়বেন নীরজ?


টোকিয়ো অলিম্পিকের পর নীরজ যে কটি প্রতিযোগিতায় অংশ নিয়েছেন সবগুলিতেই সাফল্য ধরা দিয়েছে। কমনওয়েলথ গেমসে তাঁর চোটের জন্য জ্যাভলিনের পদক হাতছাড়া হয়েছে ভারতের। যাই হোক, চোট আতঙ্ক সরিয়ে বর্শা ছুঁড়তে প্রস্তুত তারকা জ্যাভলিন থ্রোয়ার।


Aug 21, 2022 | 3:29 PM

| Edited By: Tithimala Maji

Aug 21, 2022 | 3:29 PM




যাকে বলে ইনটেন্স ওয়ার্কআউট। চটজলদি ফিট হতে কঠোর ওয়ার্কআউট দেশের তারকা জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়ার। ভিডিও দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। ভিডিওতে দেখা যাচ্ছে, অসাধারণ দক্ষতায় একটি পাইপ বেয়ে উপরে উঠে যাচ্ছেন নীরজ। (ছবি:টুইটার)

যাকে বলে ইনটেন্স ওয়ার্কআউট। চটজলদি ফিট হতে কঠোর ওয়ার্কআউট দেশের তারকা জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়ার। ভিডিও দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। ভিডিওতে দেখা যাচ্ছে, অসাধারণ দক্ষতায় একটি পাইপ বেয়ে উপরে উঠে যাচ্ছেন নীরজ। (ছবি:টুইটার)

কুঁচকির চোটের কারণে কমনওয়েলথ গেমসে অংশ নিতে পারেননি। চোট সারিয়ে হয়তো চলতি মাসের শেষে লুসানে ডায়মন্ড লিগে ফিরতে পারেন নীরজ। এই গুঞ্জনের মাঝে নীরজের পাইপ বেয়ে ওঠানামা দেখে মুগ্ধ অনুরাগীরা।(ছবি:টুইটার)

কুঁচকির চোটের কারণে কমনওয়েলথ গেমসে অংশ নিতে পারেননি। চোট সারিয়ে হয়তো চলতি মাসের শেষে লুসানে ডায়মন্ড লিগে ফিরতে পারেন নীরজ। এই গুঞ্জনের মাঝে নীরজের পাইপ বেয়ে ওঠানামা দেখে মুগ্ধ অনুরাগীরা।(ছবি:টুইটার)

তাহলে কি ডায়মন্ড লিগে নীরজের ফেরা পাকা? অ্যাথলেটিক ফেডারেশনের প্রধান আদিল সুমারিওয়ালা এই নিয়ে মুখ খুলেছেন। তাঁর দাবি, নীরজকে মেডিক্যালি ফিট ঘোষণা করলেই ফের জ্যাভলিন নিয়ে নেমে পড়বেন সোনার ছেলে।(ছবি:টুইটার)

তাহলে কি ডায়মন্ড লিগে নীরজের ফেরা পাকা? অ্যাথলেটিক ফেডারেশনের প্রধান আদিল সুমারিওয়ালা এই নিয়ে মুখ খুলেছেন। তাঁর দাবি, নীরজকে মেডিক্যালি ফিট ঘোষণা করলেই ফের জ্যাভলিন নিয়ে নেমে পড়বেন সোনার ছেলে।(ছবি:টুইটার)

২৪ বছরের নীরজের নাম প্রতিযোগীদের তালিকায় রয়েছে। ২৬ অগাস্ট থেকে শুরু হচ্ছে লুসানে ডায়মন্ড লিগ। নীরজ প্রতিযোগিতায় অংশ নেবেন কি না তা এখনও স্পষ্ট জানা যায়নি।(ছবি:টুইটার)

২৪ বছরের নীরজের নাম প্রতিযোগীদের তালিকায় রয়েছে। ২৬ অগাস্ট থেকে শুরু হচ্ছে লুসানে ডায়মন্ড লিগ। নীরজ প্রতিযোগিতায় অংশ নেবেন কি না তা এখনও স্পষ্ট জানা যায়নি।(ছবি:টুইটার)

টোকিও অলিম্পিকের পর নীরজ যে কটি প্রতিযোগিতায় অংশ নিয়েছেন সবগুলিতেই সাফল্য ধরা দিয়েছে। কমনওয়েলথ গেমসে তাঁর চোটের জন্য জ্যাভলিনের পদক হাতছাড়া হয়েছে ভারতের। যাই হোক, চোট আতঙ্ক সরিয়ে বর্শা ছুঁড়তে প্রস্তুত তারকা জ্যাভলিন থ্রোয়ার।(ছবি:টুইটার)

টোকিও অলিম্পিকের পর নীরজ যে কটি প্রতিযোগিতায় অংশ নিয়েছেন সবগুলিতেই সাফল্য ধরা দিয়েছে। কমনওয়েলথ গেমসে তাঁর চোটের জন্য জ্যাভলিনের পদক হাতছাড়া হয়েছে ভারতের। যাই হোক, চোট আতঙ্ক সরিয়ে বর্শা ছুঁড়তে প্রস্তুত তারকা জ্যাভলিন থ্রোয়ার।(ছবি:টুইটার)






Most Read Stories


Leave a Reply