Premier League: ফের জয় আর্সেনালের, লিগ টেবলের মগডালেই জেসুসরা


আরও একটা ম্যাচে জয় আর্সেনালের। ৩-০ ব্যবধানে বোর্নমাউথকে হারালেন গ্যাব্রিয়েল জেসুসরা। স্কোরশিটে নাম না থাকলেও ওডেগার্ডকে অ্যাসিস্ট করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। জোড়া গোল করেন মার্টিন ওডেগার্ড। তৃতীয় গোলটি উইলিয়াম সালিবার।


Aug 21, 2022 | 3:20 PM

| Edited By: Sanghamitra Chakraborty

Aug 21, 2022 | 3:20 PM




আরও একটা ম্যাচে জয় আর্সেনালের। ৩-০ ব্যবধানে বোর্নমাউথকে হারালেন গ্যাব্রিয়েল জেসুসরা। স্কোরশিটে নাম না থাকলেও ওডেগার্ডকে অ্যাসিস্ট করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। জোড়া গোল করেন মার্টিন ওডেগার্ড। তৃতীয় গোলটি উইলিয়াম সালিবার। (ছবি-আর্সেনাল টুইটার)

আরও একটা ম্যাচে জয় আর্সেনালের। ৩-০ ব্যবধানে বোর্নমাউথকে হারালেন গ্যাব্রিয়েল জেসুসরা। স্কোরশিটে নাম না থাকলেও ওডেগার্ডকে অ্যাসিস্ট করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। জোড়া গোল করেন মার্টিন ওডেগার্ড। তৃতীয় গোলটি উইলিয়াম সালিবার। (ছবি-আর্সেনাল টুইটার)

প্রিমিয়ার লিগের ম্যাচে ডিন কোর্টে ৩ গোলে বোর্নমাউথকে হারিয়ে পয়েন্ট টেবলের শীর্ষস্থান ধরে রাখল আর্সেনাল। (ছবি-আর্সেনাল টুইটার)

প্রিমিয়ার লিগের ম্যাচে ডিন কোর্টে ৩ গোলে বোর্নমাউথকে হারিয়ে পয়েন্ট টেবলের শীর্ষস্থান ধরে রাখল আর্সেনাল। (ছবি-আর্সেনাল টুইটার)

ম্যাচের ৫ মিনিটের মাথায় আর্সেনালকে এগিয়ে দেন মার্টিন ওডেগার্ড (Martin Odegaard)। (ছবি-আর্সেনাল টুইটার)

ম্যাচের ৫ মিনিটের মাথায় আর্সেনালকে এগিয়ে দেন মার্টিন ওডেগার্ড (Martin Odegaard)। (ছবি-আর্সেনাল টুইটার)

১১ মিনিটের মাথায় গ্যাব্রিয়েল জেসুসের (Gabriel Jesus) পাস থেকে দ্বিতীয় গোল ওডেগার্ডের। (ছবি-আর্সেনাল টুইটার)

১১ মিনিটের মাথায় গ্যাব্রিয়েল জেসুসের (Gabriel Jesus) পাস থেকে দ্বিতীয় গোল ওডেগার্ডের। (ছবি-আর্সেনাল টুইটার)

প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে ছিল আর্সেনাল। দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটের মাথায় জাকার পাস থেকে আর্সেনালের হয়ে তৃতীয় গোলটি করেন উইলিয়াম সালিবা। (ছবি-আর্সেনাল টুইটার)

প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে ছিল আর্সেনাল। দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটের মাথায় জাকার পাস থেকে আর্সেনালের হয়ে তৃতীয় গোলটি করেন উইলিয়াম সালিবা। (ছবি-আর্সেনাল টুইটার)






Most Read Stories


Leave a Reply