Shadab Khan on Babar Azam: বাবর আজম ক্রিকেটের ‘ক্রিশ্চিয়ানো মেসি’, অদ্ভুত পরিচয় দিলেন সতীর্থ শাদাব


পাক ক্রিকেটারদের সঙ্গে আয়াক্সের প্লেয়ার ও কর্তাদের সাক্ষাতের ভিডিও পিসিবির টুইটারে পোস্ট করা হয়েছে।

বাবর আজম ক্রিকেটের ‘ক্রিশ্চিয়ানো মেসি’, অদ্ভুত পরিচয় দিলেন সতীর্থ শাদাব

Image Credit source: PCB Twitter

নয়াদিল্লি: বর্তমানে নেদারল্যান্ডসে সফরে গিয়েছে বাবর আজমের (Babar Azam) পাকিস্তান (Pakistan)। তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের দুটি ম্যাচ জিতে নিয়ে, ইতিমধ্যেই সিরিজ জিতে গিয়েছেন বাবররা। সেই সফরেই তৃতীয় ম্যাচের আগে নেদারল্যান্ডসের ঐতিহ্যশালী ক্লাব আয়াক্স আমস্টারডামে ঘুরতে গিয়েছিলেন বাবর আজমরা। সেখানে পাক দলের ক্রিকেটাররা আয়াক্সের প্লেয়ারদের সঙ্গে কথা বলার পাশাপাশি ক্লাবের কর্তাদের সঙ্গেও কথা বলেন। আয়াক্স অধিনায়ক দুসান তাদিক ও পাক ক্যাপ্টেন বাবর আজমকে একে অপরের জার্সি বিনিময় করতেও দেখা যায়। এরই মধ্যে, নেদারল্যান্ডস ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কিংবদন্তি গোলকিপার এবং বর্তমানে আয়াক্সের প্রধান এডুইন ফন ডার সারের সঙ্গে কথা বলেন পাক ক্রিকেটাররা। সেখানেই বাবরের সতীর্থ শাদাব খান (Shadab Khan) ক্যাপ্টেনের অদ্ভুত পরিচয়ের কথা বলেন এডুইনকে।

পিসিবির পক্ষ থেকে এক ভিডিও শেয়ার করা হয়েছে টুইটারে। যেখানে দেখা যায়, এডুইন ফন ডারের সঙ্গে আলাপচারিতার সময় বাবর আজমের ডেপুটি শাদাব খান বলেন, “ও (বাবর) হল ক্রিকেটের ক্রিশ্চিয়ানো মেসি, দু’জনের (ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি)। সংমিশ্রণ।” আসলে শাদাব বোঝাতে চেয়েছিলেন, সিআর সেভেন ও এলএম টেন দু’জনের যে গুণ রয়েছে, তা রয়েছে বাবরের মধ্যে।

পাক ক্রিকেটারদের সঙ্গে আয়াক্সের প্লেয়ার ও কর্তাদের সাক্ষাতের ভিডিও পিসিবির টুইটারে পোস্ট করা হয়েছে। যার ক্যাপশনে লেখা হয়েছে, “খেলাধূলার বন্ধন। পাকিস্তাব দলের আয়াক্স ভ্রমণের হাইলাইটস উপভোগ করুণ।” সেই ভিডিওতে দেখা যায়, বাবর আজম ছোট্ট ব্যাটিং টিউটোরিয়াল দেন আয়াক্স ক্যাপ্টেনকে। এরপর সেই ভিডিওতে দেখা যায় বাবর আজম, হ্যারিস রউফ, শাদাব খানরা আয়াক্সের ড্রেসিংরুম ঘুরে দেখেন। শুধু তাই নয়। পাক ক্রিকেটাররা আয়াক্সের প্লেয়ারদের অনুশীলনও সামনে থেকে দেখেন। পিসিবির টুইটারে সেই ছবিও তুলে ধরা হয়েছে।

দেখুন পাক ক্রিকেটারদের সঙ্গে আয়াক্সের প্লেয়ার ও কর্তাদের সাক্ষাৎের ঝলক…

উল্লেখ্য, নেদারল্যান্ডস সফরের পর এশিয়া কাপে ২৮ অগস্ট ভারতের মুখে নামতে চলেছে পাকিস্তান।



Leave a Reply