দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের পর বিগ ব্যাশে সিডনি থান্ডারে খেলবেন ওয়ার্নার। হয়তো পাঁচ ম্যাচের জন্য পাওয়া যাবে তাঁকে।
Image Credit source: TWITTER
সিডনি : দীর্ঘ ন’বছর পর। অবশেষে বিগ ব্যাশে (Big Bash) খেলতে চলেছেন ডেভিড ওয়ার্নার (David Warner)। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) সহ বিশ্বের নানা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছিলেন। অথচ নিজের দেশের টি২০ লিগেই অনুপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। এর পেছনে কারণ কী? অনেক আগের কথা বলা কঠিন। বল বিকৃতি কান্ডে নির্বাসিত হওয়ার পর অভিমানেই খেলছিলেন না ওয়ার্নার। অন্তত তাঁর স্ত্রী-র সোশ্যাল মিডিয়া কমেন্ট থেকে সেটাই আন্দাজ করা হয়েছিল। নতুন বছরের শুরুতে আরও দুটি ফ্র্যাঞ্চাইজি লিগ আসতে চলেছে। দক্ষিণ আফ্রিকা এবং আরব আমিরশাহি টি২০ লিগ। বিগ ব্যাশের সময়ই চলবে এই দুটো লিগ। আরব আমিরশাহির টুর্নামেন্টে খেলার বিষয়ে আলোচনা চলছিল। সেখানেই খেলার বিষয়ে এগিয়ে ছিলেন। হঠাৎ কেন সিদ্ধান্ত বদল তা নিয়েও জোর আলোচনা।
দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজে বল বিকৃতি কান্ডে জড়িয়েছিলেন অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটার। তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং ওপেনার ক্যামেরন ব্যানক্রফ্ট। তিন জনকেই নির্বাসিত করেছিল অজি ক্রিকেট বোর্ড। এমনকি জাতীয় দলের নেতৃত্বের ক্ষেত্রেও নির্বাসিত করা হয়। স্মিথের এই নির্বাসন উঠলেও ওয়ার্নারের ক্ষেত্রে সিদ্ধান্ত বদলায়নি। অভিমানেই এতদিন বাইরের লিগে খেললেও ঘরোয়া বিগ ব্যাশে দেখা যেত না ওয়ার্নারকে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের পর বিগ ব্যাশে সিডনি থান্ডারে খেলবেন ওয়ার্নার। হয়তো পাঁচ ম্যাচের জন্য পাওয়া যাবে তাঁকে। সিডনি থান্ডারের তরফে প্রেস বিবৃতিতে ওয়ার্নার বলেছেন, ‘পুনরায় বিগ ব্যাশে ফিরতে পেরে ভালো লাগছে। যেখানে এই টুর্নামেন্ট খেলা শুরু করেছিলাম, আবারও সেই দলেই। ক্রিকেটের প্রতি ভালোবাসা একই রয়েছে। পেশাদার ক্রিকেটারের মতোই খেলাটাকে উপভোগ করি। বিগ ব্যাশ থেকে অস্ট্রেলিয়ার পরবর্তী প্রজন্ম লাভবান হবে এমনটাই মনে করি।’ সিডনি থান্ডারে অধিনায়ক ছিলেন উসমান খোয়াজা। এবার তিনি নেই। নতুন অধিনায়ক এখনও নির্বাচন করেনি। ওয়ার্নারকে নেতা করতে পারবে না সিডনি থান্ডার। বিগ ব্যাশের দ্বাদশ সংস্করণ হবে ১৩ ডিসেম্বর থেকে ৪ ফেব্রুয়ারি।