ভারতীয় ফুটবলের সঙ্কট মেটাতে ফিফার দাবিকে মান্যতা দিয়েছে আদালত। আশা করা যায়, এবার নির্বাসন উঠবে এবং সুষ্ঠভাবে আয়োজিত হবে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ।
Image Credit source: Twitter
নয়াদিল্লি: ফিফার নিয়মকেই মান্যতা দিল দেশের সর্বোচ্চ আদালত। যে তৃতীয়পক্ষের হস্তক্ষেপে নির্বাসনের মুখে পড়তে হয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশনকে, তিন সদস্যের সেই সিওএ আর থাকছে না। প্রশাসক কমিটির ক্ষমতা কেড়ে সর্বোচ্চ আদালতের আশা, এবার হয়তো বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা নির্বাসন তুলে নেবে। এদিকে এআইএফএফ-এর নির্বাচন হওয়ার কথা ছিল চলতি মাসের শেষদিকে। নির্বাচন সপ্তাহখানেকের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে নির্বাচন।
ফিফার নির্বাসনের কারণে অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপের আয়োজন বিশ বাঁও জলে। নির্বাসনের জেরে বিশ্বকাপ আয়োজনের অধিকার হারাতে নারাজ ক্রীড়ামন্ত্রক। তাই ফিফার কাছে কাতর অনুরোধ, অক্টোবরে মেয়েদের বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব যেন কেড়ে না নেওয়া হয়। রবিবার কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে একটি আবেদন নিয়ে যায়। তাতে বলা ছিল, সরকার ফিফার সমস্ত দাবি মেনে নিয়েছে এবং তাদের দাবি অনুসারে প্রশাসক কমিটির (সিওএ) শেষ চাইছে। সর্বোচ্চ আদালতের কাছে কেন্দ্রের আবেদন, সরিয়ে দেওয়া হোক সিওএ-কে। এর পাশাপাশি প্রাক্তন ফুটবলারদের ভোটাধিকার না দেওয়ার দাবিও জানায় কেন্দ্র। ক্ষমতাচ্যুত প্রফুল পটেল ও তার দলবলকে ভারতীয় ফুটবল ফেডারেশন থেকে বাদ দেওয়ার আবেদনও জানানো হয়। দেশের সর্বোচ্চ আদালত ফিফার নিয়মকে মান্যতা দেয় কি না সেদিকেই নজর ছিল সবার। ভারতীয় ফুটবলের সঙ্কট মেটাতে ফিফার দাবিকে মান্যতা দিয়েছে কোর্ট। আশা করা যায়, এবার নির্বাসন উঠবে এবং সুষ্ঠভাবে আয়োজিত হবে অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপ।
এদিকে সিওএ-কে সরিয়ে দিলে মনোনয়ন বাতিল হতে পারে এই আশঙ্কায় রবিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া। এআইএফএফ-এর নতুন সংবিধানকে সমর্থন করে ৩৬ জন সদস্য যুক্ত খেলোয়াড়দের কমিটি গড়ার দাবি করেছেন। দেশের বিশিষ্ট ৩৬ জন ফুটবলার ওই ইলেক্টোরাল কলেজের অংশ হবেন। বাইচুং-সহ সাতজন এআইএফএফ সভাপতির পদে মনোনয়ন জমা করেছেন। সুপ্রিম কোর্ট নিয়োজিত কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্স ভারতীয় ফুটবল ফেডারেশনের জন্য নতুন খসড়া সংবিধান তৈরি করেছে। এই সংবিধানকে আলো দেখানোর প্রয়াস চালাচ্ছেন প্রাক্তন ফুটবলাররা। সেই দলে সামিল বাইচুং ভুটিয়াও। বাইচুংয়ের আবেদন, সিওএ-র তৈরি খসড়া সংবিধানকে এআইএফএফ-এর নতুন আইন হিসেবে মান্যতা দেওয়া হোক। এই নতুন সংবিধান প্রাক্তন ও বর্তমান ফুটবলারদের স্বার্থে তৈরি। তবে শেষ পর্যন্ত কেন্দ্রের দাবি মেনে সিওএ-কে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট।