Tim Paine: ক্ষমা করে দিয়েছেন স্ত্রী, কর্মীকে যৌনগন্ধী বার্তা পাঠানো ক্রিকেটার ফিরছেন বাইশ গজে


স্ত্রীকে অন্ধকারে রেখে ঘরোয়া ক্রিকেট দলের এক কর্মীর সঙ্গে নিয়মিত চালাচালি হচ্ছিল যৌন উস্কানিমূলক মেসেজ। “তোমার ওই ঠোঁট দিয়ে আমাকে শেষ করে দাও”- এই কয়েকটা কথা লিখেই পাঠিয়ে দিয়েছিলেন পুরুষাঙ্গের ছবি। অস্ট্রেলিয়ার তৎকালীন অধিনায়ক টিম পেইনের এই কীর্তি চাপা থাকেনি।


Aug 22, 2022 | 6:20 PM

| Edited By: Tithimala Maji

Aug 22, 2022 | 6:20 PM




স্ত্রীকে অন্ধকারে রেখে ঘরোয়া ক্রিকেট দলের এক কর্মীর সঙ্গে নিয়মিত চালাচালি হচ্ছিল যৌন উস্কানিমূলক মেসেজ। "তোমার ওই ঠোঁট দিয়ে আমাকে শেষ করে দাও"- এই কয়েকটা কথা লিখেই পাঠিয়ে দিয়েছিলেন পুরুষাঙ্গের ছবি। অস্ট্রেলিয়ার তৎকালীন অধিনায়ক টিম পেইনের এই কীর্তি চাপা থাকেনি। (ছবি:টুইটার)

স্ত্রীকে অন্ধকারে রেখে ঘরোয়া ক্রিকেট দলের এক কর্মীর সঙ্গে নিয়মিত চালাচালি হচ্ছিল যৌন উস্কানিমূলক মেসেজ। “তোমার ওই ঠোঁট দিয়ে আমাকে শেষ করে দাও”- এই কয়েকটা কথা লিখেই পাঠিয়ে দিয়েছিলেন পুরুষাঙ্গের ছবি। অস্ট্রেলিয়ার তৎকালীন অধিনায়ক টিম পেইনের এই কীর্তি চাপা থাকেনি। (ছবি:টুইটার)

পেশায় নার্স বনিকে বিয়ে করার পর দুই সন্তানের বাবা পেইনের কীর্তিতে হতবাক হয়ে যায় ক্রিকেট বিশ্ব। অনুতপ্ত পেইন দোষ স্বীকার করে স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নেন। সন্তানদের কথা ভেবে ক্ষমা করে দেন স্ত্রী।(ছবি:টুইটার)

পেশায় নার্স বনিকে বিয়ে করার পর দুই সন্তানের বাবা পেইনের কীর্তিতে হতবাক হয়ে যায় ক্রিকেট বিশ্ব। অনুতপ্ত পেইন দোষ স্বীকার করে স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নেন। সন্তানদের কথা ভেবে ক্ষমা করে দেন স্ত্রী।(ছবি:টুইটার)

গত নভেম্বরের ওই ঘটনার পর অস্ট্রেলিয়ার টেস্ট দলের নেতৃত্ব ছেড়ে দেন টিম পেইন। কোনও পর্যায়ে আর ক্রিকেট খেলতে দেখা যায়নি তাঁকে। ২০১৮ সালে স্যান্ডপেপারগেট কান্ডের পর অস্ট্রেলিয়ার রক্ষাকর্তা ছিলেন ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার।(ছবি:টুইটার)

গত নভেম্বরের ওই ঘটনার পর অস্ট্রেলিয়ার টেস্ট দলের নেতৃত্ব ছেড়ে দেন টিম পেইন। কোনও পর্যায়ে আর ক্রিকেট খেলতে দেখা যায়নি তাঁকে। ২০১৮ সালে স্যান্ডপেপারগেট কান্ডের পর অস্ট্রেলিয়ার রক্ষাকর্তা ছিলেন ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার।(ছবি:টুইটার)

যাই হোক, বিতর্ক শেষে বাইশ গজে প্রত্যাবর্তন করছেন। শেফিল্ড শিল্ডে নিজের দল তাসমানিয়ার হয়ে মাঠে নামবেন তিনি। ইতিমধ্যেই অনুশীলন শুরু করেছেন উইকেটকিপার-ব্যাটার। (ছবি:টুইটার)

যাই হোক, বিতর্ক শেষে বাইশ গজে প্রত্যাবর্তন করছেন। শেফিল্ড শিল্ডে নিজের দল তাসমানিয়ার হয়ে মাঠে নামবেন তিনি। ইতিমধ্যেই অনুশীলন শুরু করেছেন উইকেটকিপার-ব্যাটার। (ছবি:টুইটার)

যদিও চুক্তিহীন খেলোয়াড় হিসেবে তাসমানিয়া দলের সঙ্গে অনুশীলন করছেন। নিজেকে প্রমাণ করতে পারলে রাজ্য দলের হয়ে খেলতে দেখা যাবে তাঁকে। আগামী ৬ অক্টোবর কুইন্সল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারেন টিম পেইন। (ছবি:টুইটার)

যদিও চুক্তিহীন খেলোয়াড় হিসেবে তাসমানিয়া দলের সঙ্গে অনুশীলন করছেন। নিজেকে প্রমাণ করতে পারলে রাজ্য দলের হয়ে খেলতে দেখা যাবে তাঁকে। আগামী ৬ অক্টোবর কুইন্সল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারেন টিম পেইন। (ছবি:টুইটার)






Most Read Stories


Leave a Reply