EPL Wags: সুপার মডেল-ডাক্তার, ম্যান ইউ বনাম লিভারপুল… এগিয়ে ইপিএলের কোন ওয়াগসরা?


এ বারের ইংলিশ প্রিমিয়ার লিগে খেলছে মোট ২০ টি দল। মরসুমের শুরুটা ভালো হয়নি ম্যান ইউয় ও লিভাপুলের। কিন্তু ডাগআউটে আগুন ঝরাতে হাজির থাকছেন ইপিএলের সুন্দরী ওয়াগসরা। প্রিমিয়ার লিগের হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগিয়ে কোন দলের ওয়াগসরা?


Aug 23, 2022 | 7:45 AM

| Edited By: Sanghamitra Chakraborty

Aug 23, 2022 | 7:45 AM




এ বারের ইংলিশ প্রিমিয়ার লিগে খেলছে মোট ২০ টি দল। মরসুমের শুরুটা ভালো হয়নি ম্যান ইউয় ও লিভাপুলের। কিন্তু ডাগআউটে আগুন ঝরাতে হাজির থাকছেন ইপিএলের সুন্দরী ওয়াগসরা। প্রিমিয়ার লিগের হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগিয়ে কোন দলের ওয়াগসরা? শুরুতেই বলতে হবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। সিআর সেভেনের সুপার মডেল বান্ধবী জর্জিনা রদ্রিগেজ ইপিএলের সুন্দরী ওয়াগদের মধ্যে শীর্ষে থাকবেন। (ছবি-জর্জিনা রদ্রিগেজ ইন্সটাগ্রাম)

এ বারের ইংলিশ প্রিমিয়ার লিগে খেলছে মোট ২০ টি দল। মরসুমের শুরুটা ভালো হয়নি ম্যান ইউয় ও লিভাপুলের। কিন্তু ডাগআউটে আগুন ঝরাতে হাজির থাকছেন ইপিএলের সুন্দরী ওয়াগসরা। প্রিমিয়ার লিগের হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগিয়ে কোন দলের ওয়াগসরা? শুরুতেই বলতে হবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। সিআর সেভেনের সুপার মডেল বান্ধবী জর্জিনা রদ্রিগেজ ইপিএলের সুন্দরী ওয়াগদের মধ্যে শীর্ষে থাকবেন। (ছবি-জর্জিনা রদ্রিগেজ ইন্সটাগ্রাম)

ব্রাজিলিয়ান সুন্দরী নাতালিয়া বেকারের (Natalia Becker) সঙ্গে রেডস সুপারস্টার অ্যালিসন বেকারের প্রথম সাক্ষাৎ ২০১২ সালে। ২০১৫ সালে তাঁদের বিয়ে হয়। হেলেনা, মাত্তেও এবং রাফায়েল নামে তাঁদের তিন সন্তান রয়েছে। নাতালিয়া একজন চিকিৎসক। (ছবি-নাতালিয়া বেকার)

ব্রাজিলিয়ান সুন্দরী নাতালিয়া বেকারের (Natalia Becker) সঙ্গে রেডস সুপারস্টার অ্যালিসন বেকারের প্রথম সাক্ষাৎ ২০১২ সালে। ২০১৫ সালে তাঁদের বিয়ে হয়। হেলেনা, মাত্তেও এবং রাফায়েল নামে তাঁদের তিন সন্তান রয়েছে। নাতালিয়া একজন চিকিৎসক। (ছবি-নাতালিয়া বেকার)

শেফিল্ড বংশোদ্ভূত ফ্রেন হকিন্সের (Fern Hawkins) সঙ্গে ২০১১ সাল থেকে ডেট করতেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হ্যারি ম্যাগুয়ের। ২০১৮ সালে এনগেজমেন্ট সারেন হ্যারি ও ফ্রেন। ম্যাগুয়েরের স্ত্রী ফ্রেনের বিজ্ঞান ও ফিজিয়োথেরাপিতে স্নাতক ডিগ্রি রয়েছে। হ্যারি ও ফ্রেনার দুই কন্যসন্তান রয়েছে। যাদের নাম লিলি সেইন্ট ও পিপার রোজ। (ছবি-ফ্রেন হকিন্স ইন্সটাগ্রাম)

শেফিল্ড বংশোদ্ভূত ফ্রেন হকিন্সের (Fern Hawkins) সঙ্গে ২০১১ সাল থেকে ডেট করতেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হ্যারি ম্যাগুয়ের। ২০১৮ সালে এনগেজমেন্ট সারেন হ্যারি ও ফ্রেন। ম্যাগুয়েরের স্ত্রী ফ্রেনের বিজ্ঞান ও ফিজিয়োথেরাপিতে স্নাতক ডিগ্রি রয়েছে। হ্যারি ও ফ্রেনার দুই কন্যসন্তান রয়েছে। যাদের নাম লিলি সেইন্ট ও পিপার রোজ। (ছবি-ফ্রেন হকিন্স ইন্সটাগ্রাম)

ম্যান ইউয়ের ডিফেন্ডার লুক শ'র বান্ধবী সুন্দরী আনুস্কা স্যান্টোস (Anouska Santos)। আনুস্কার সঙ্গে লুকের সাক্ষাৎ ২০১৭ সালে এক মিউজিক ফেস্টিভ্যালে। ২০১৭ সাল থেকে তাঁরা একে অপরের সঙ্গে ডেট করছেন। উল্লেখ্য, তাঁদের এক পুত্রসন্তান রয়েছে। (ছবি-আনুস্কা স্যান্টোস ইন্সটাগ্রাম)

ম্যান ইউয়ের ডিফেন্ডার লুক শ’র বান্ধবী সুন্দরী আনুস্কা স্যান্টোস (Anouska Santos)। আনুস্কার সঙ্গে লুকের সাক্ষাৎ ২০১৭ সালে এক মিউজিক ফেস্টিভ্যালে। ২০১৭ সাল থেকে তাঁরা একে অপরের সঙ্গে ডেট করছেন। উল্লেখ্য, তাঁদের এক পুত্রসন্তান রয়েছে। (ছবি-আনুস্কা স্যান্টোস ইন্সটাগ্রাম)

লিভারপুলের মিডফিল্ডার ফ্যাবিনহোর (Fabinho) স্ত্রী সুন্দরী রেবেকা তাভারেস (Rebeca Tavares)। ২০১৩ সাল থেকে একে অপরের সঙ্গে ডেট করার পর, ২০১৫ সালে ফ্যাবিনহো এবং রেবেকার বিয়ে হয়।  (ছবি-রেবেকা তাভারেস ইন্সটাগ্রাম)

লিভারপুলের মিডফিল্ডার ফ্যাবিনহোর (Fabinho) স্ত্রী সুন্দরী রেবেকা তাভারেস (Rebeca Tavares)। ২০১৩ সাল থেকে একে অপরের সঙ্গে ডেট করার পর, ২০১৫ সালে ফ্যাবিনহো এবং রেবেকার বিয়ে হয়। (ছবি-রেবেকা তাভারেস ইন্সটাগ্রাম)

মুরি লোপেজ বেনিৎজ (Muri Lopez-Benitez) হলেন আর্জেন্টিনার ফুটবলার লিয়াসান্দ্রো মার্তিনেজ (Lisandro Martinez) এর বান্ধবী। মার্তিনেজ বর্তমানে ম্যান ইউতে রয়েছেন। ১৪ বছর বয়স থেকে মুরি ও মার্তিনেজ একসঙ্গে রয়েছেন। (ছবি-মুরি লোপেজ বেনিৎজ ইন্সটাগ্রাম)

মুরি লোপেজ বেনিৎজ (Muri Lopez-Benitez) হলেন আর্জেন্টিনার ফুটবলার লিয়াসান্দ্রো মার্তিনেজ (Lisandro Martinez) এর বান্ধবী। মার্তিনেজ বর্তমানে ম্যান ইউতে রয়েছেন। ১৪ বছর বয়স থেকে মুরি ও মার্তিনেজ একসঙ্গে রয়েছেন। (ছবি-মুরি লোপেজ বেনিৎজ ইন্সটাগ্রাম)

লিভারপুলের তারকা রবার্তো ফিরমিনোর স্ত্রী হলেন লারিসা ফিরমিনো (Larissa Firmino)। ২০১৭ সালে তাঁদের বিয়ে হয়। লারিসা পেশায় মডেল। ইন্সটাগ্রামেও তাঁর ফলোয়ার সংখ্যা ৫ লক্ষ ৪০ হাজারেরও বেশি। (ছবি-লারিসা ফিরমিনো ইন্সটাগ্রাম)

লিভারপুলের তারকা রবার্তো ফিরমিনোর স্ত্রী হলেন লারিসা ফিরমিনো (Larissa Firmino)। ২০১৭ সালে তাঁদের বিয়ে হয়। লারিসা পেশায় মডেল। ইন্সটাগ্রামেও তাঁর ফলোয়ার সংখ্যা ৫ লক্ষ ৪০ হাজারেরও বেশি। (ছবি-লারিসা ফিরমিনো ইন্সটাগ্রাম)






Most Read Stories


Leave a Reply