করোনা টিকা না নেওয়ার কারণে যুক্তরাষ্ট্রে জকোভিচকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যা নিয়ে প্রশ্ন তুলেছেন কিংবদন্তি টেনিস তারকা জন ম্যাকেনরো।
Image Credit source: Twitter
নিউ ইয়র্ক: ২৯ অগস্ট থেকে শুরু হতে চলেছে বছরের শেষ গ্র্যান্ড স্লাম, ইউএস ওপেন (US Open)। সেখানে কি দেখা যাবে সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচকে (Novak Djokovic)? কোটি টাকার প্রশ্ন এটি। এবং উত্তর সম্ভবত না। আসলে তেমনই ইঙ্গিত দিচ্ছে জকোভিচের ওয়েবসাইট। ফ্লাশিং মিডোয় জোকারকে দেখা যাবে কিনা, তা নিয়ে রীতিমতো সন্দেহের দানা পাকাচ্ছে। আর ৪ দিন পর ইউএস ওপেন শুরু হবে। এরই মধ্যে তাঁর অফিশিয়াল ওয়েবসাইটে লেখা রয়েছে, “এই মুহূর্তে তাঁর কোনও কার্যসূচি (শিডিউল) নেই।”
যার ফলে স্বাভাবিকভাবেই এই প্রশ্ন আরও জোরদার হচ্ছে, তা হলে কি চলতি বছরের শেষ গ্র্যান্ড স্লামে দেখা যাবে না জকোভিচকে। এর আগে তিনি এই টুর্নামেন্টে খেলার ইচ্ছে প্রকাশ করেছিলেন। কিন্তু, তিনি যেহেতু করোনা টিকা নেননি, তাই শুরু থেকেই ইউএস ওপেনে তিনি নামতে পারবেন কিনা তা নিশ্চিত ছিল না। জকোভিচ যে করোনা টিকা নেবেন না, তা তিনি দফায় দফায় জানিয়েছেন। নিজের সিদ্ধান্ত থেকে কোনও কিছু টলাতে পারেনি তাঁকে। বছরের শুরু থেকে যে কারণে, একাধিক টুর্নামেন্টে নামতে পারেননি তিনি। শুরুটা হয়েছিল করোনা ভ্যাকসিন জটের কারণে অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে না পারা থেকে। অস্ট্রেলিয়া থেকে তাঁকে ফিরে আসতে হয়েছিল। এরপর ভ্যাকসিন না নেওয়ার কারণে, কানাডায় হওয়া মন্ট্রিল মাস্টার্স ও যুক্তরাষ্ট্রের সিনসিনাটি ওপেনেও নামা হয়নি জোকারের। এ বার ইউএস ওপেনেও তাঁকে দেখতে না পাওয়ার সম্ভবনাই বেশি।
করোনা টিকা না নেওয়ার কারণে যুক্তরাষ্ট্রে জকোভিচকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যা নিয়ে প্রশ্ন তুলেছেন কিংবদন্তি টেনিস তারকা জন ম্যাকেনরো। ইউএস ওপেনে চারবারের চ্যাম্পিয়ন এই ব্যপারে বলেন, “এটা ঠিক নয়। আমার মতে এটা একরকম তামাশা। আমি হয়তো টিকা নিয়ে খেলতে যেতাম, কিন্তু ওর যে বিশ্বাস রয়েছে সেটারও সম্মান করতেই হবে। মহামারির এই মুহূর্তে, আমরা আড়াই বছর পেরিয়ে এসেছি। পৃথিবীর সকল প্রান্তের মানুষ করোনা নিয়ে জানে। আর তাই ও এখানে খেলতে আসতে পারবে না, এই বিষয়টা আমার কাছে তামাশা বলে মনে হচ্ছে।”
জকোভিচকে আসন্ন ইউএস ওপেনে দেখার অপেক্ষায় ছিল টেনিসবিশ্ব। কিন্তু করোনা ভ্যাকসিন নেওয়ার বিধিনিষেধ শিথিল না হলে তাঁকে বছরের শেষ গ্র্যান্ড স্লামে দেখতে না পাওয়ার সম্ভবনাই বেশি।