গ্ল্যামারগনে কাউন্টি খেলার পথে শুভমন, অপেক্ষা ভিসার


এ মরসুমে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে কাউন্টিতে সবচেয়ে বেশি নজর কেড়েছেন চেতেশ্বর পূজারা। মাল্টি ডে ফরম্যাটে দারুণ ছন্দে ছিলেন। রয়্যাল লন্ডন ওয়ান ডে কাপেও দুর্ধর্ষ খেলছেন টেস্ট স্পেশালিস্ট পূজারা।

Image Credit source: TWITTER

লন্ডন : কাউন্টি ক্রিকেটে এবার দেখা যেতে পারে ভারতের তরুণ ব্যাটসম্যান শুভমন গিলকেও (Shubman Gill)। ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবোয়ের বিরুদ্ধে পরপর দুটি ওয়ান ডে সিরিজে মুগ্ধকর ব্যাটিং করেছেন শুভমন। সিরিজ সেরার পুরস্কার জিতেছেন দুই সফরেই। এ মরসুমে কাউন্টি ক্রিকেটে ছয় ভারতীয় খেলেছেন। শুভমন সপ্তম ভারতীয় ক্রিকেটার হিসেবে এবারের কাউন্টিতে খেলতে চলেছেন। শুভমন খেলবেন গ্ল্যামারগনে (Glamorgan)। ভিসার অপেক্ষায় শুভমন। কাউন্টি চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় ডিভিশনে খেলে গ্ল্যামারগন। দুই কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) এবং রবি শাস্ত্রী গ্ল্যামারগনে খেলেছেন। তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে এই ক্লাবে খেলতে দেখা যেতে পারে শুভমনকে।

ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ২০৫ রান করেন শুভমন। ব্যাটিং গড় একশোর বেশি। অল্পের জন্য প্রথম আন্তর্জাতিক শতরান মিস হয়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক ম্যাচে ৯৮ রানে অপরাজিত ছিলেন শুভমন। বৃষ্টির কারণে ভারতীয় ইনিংস শেষ ঘোষণা করেন আম্পায়াররা। ৯৮ রানেই অপরাজিত থাকতে হয় শুভমনকে। প্রথম আন্তর্জাতিক শতরান এল সদ্য জিম্বাবোয়ে সফরে। তৃতীয় তথা শেষ ওয়ান ডে শতরান শুভমনের। ১২২-র উপর গড়ে ২৪৫ রান করেন জিম্বাবোয়েতে। ১১টি টেস্ট খেলেছেন শুভমন। কাউন্টি চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবলে দ্বিতীয় স্থানে রয়েছে গ্ল্যামারগন। ১০ ম্যাচে পাঁচটি জিতেছে তারা। আরও চারটি ম্যাচ বাকি রয়েছে। ৫ সেপ্টেম্বর থেকে ওরচেষ্টারশায়ারের বিরুদ্ধে ম্যাচ গ্ল্যামারগনের। সবকিছু ঠিক থাকলে এই ম্যাচে খেলতে দেখা যেতে পারে শুভমনকে।

এ মরসুমে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে কাউন্টিতে সবচেয়ে বেশি নজর কেড়েছেন চেতেশ্বর পূজারা। মাল্টি ডে ফরম্যাটে দারুণ ছন্দে ছিলেন। রয়্যাল লন্ডন ওয়ান ডে কাপেও দুর্ধর্ষ খেলছেন টেস্ট স্পেশালিস্ট পূজারা। ইতিমধ্যেই তিনটি শতরান করেছেন। পূজারার নেতৃত্বে সেমিফাইনালও নিশ্চিত করেছে সাসেক্স। সব ম্যাচেই স্বভাব বিরুদ্ধ বিধ্বংসী ব্যাটিং করেছেন পূজারা। ওয়াশিংটন সুন্দর ল্যাঙ্কাশায়ারে খেলছিলেন। কয়েক ম্যাচ পর চোটে ছিটকে যান সুন্দর। জিম্বাবোয়ে সফরেও যাওয়া হয়নি ভারতের এই অলরাউন্ডারের। এছাড়াও ভারতীয়দের মধ্যে এ মরসুমে কাউন্টিতে সই করেছেন ক্রুনাল পান্ডিয়া, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, নবদীপ সাইনি।

Leave a Reply