স্টকহোম পর্বে দ্বিতীয় স্থানে শেষ করেছিলেন নীরজ। ৭ পয়েন্ট নিয়ে তালিকায় চতুর্থ স্থানে তিনি।
Image Credit source: TWITTER
নয়াদিল্লি : বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে নামেননি নীরজ চোপড়া (Neeraj Chopra)। চোটের জন্য শেষ মুহূর্তে নাম তুলে নেন। লসেন (সুইৎজারল্যান্ড) ডায়মন্ড লিগে ফিরছেন নীরজ অলিম্পিক চ্যাম্পিয়ন। ভারতের এই জ্যাভলিন থ্রোয়ার গত মাসে কুঁচকিতে চোট পেয়েছিলেন। স্টকহোম ডায়মন্ড লিগে দ্বিতীয় স্থানে শেষ করেছিলেন নীরজ। ২৬ অগস্ট শুক্রবার লসেন ডায়মন্ড লিগে ( Diamond League) অংশ নেবেন। লসনে (Lausanne) ভালো পারফর্ম করতে পারলে জুরিখে ডায়মন্ড লিগের ফাইনালে যোগ্যতা অর্জনের সম্ভাবনা থাকবে অলিম্পিক চ্যাম্পিয়ন নীরজ চোপড়ার। ৭ ও ৮ সেপ্টেম্বর জুরিখে ডায়মন্ড লিগের ফাইনাল। নীরজ এখন চতুর্থ স্থানে রয়েছেন। সেরা ছ’জন ফাইনালের যোগ্যতা অর্জন করবে।
মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্ব চ্যাম্পিয়নশিপে চোট পেয়েছিলেন নীরজ। পদক হাতছাড়া করেননি। বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো পান নীরজ। ঝুঁকি এড়াতেই বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। জার্মানতে রিহ্যাব করছিলেন। তাঁকে এক মাসের বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিল মেডিক্যাল টিম। মাইক্রো ব্লগিং সাইটে নীরজ লিখেছেন, ‘এখন অনেক স্ট্রং মনে হচ্ছে. শুক্রবারের জন্য প্রস্তুত। পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ।’ লসেন ডায়মন্ড লিগের আয়োজকরা ক’দিন আগেই অ্যাথলিটদের তালিকা প্রকাশ করে। সেখানে নীরজের নাম ছিল। তারপরও নীরজের অংশগ্রহণ নিয়ে সন্দেহ ছিল। তাঁর টুইট এবং ভারতীয় অ্যাথলেটিক্স সংস্থার সভাপতি আদিলে সুমারিওয়ালা নিশ্চিত করেন।
স্টকহোম পর্বে দ্বিতীয় স্থানে শেষ করেছিলেন নীরজ। ৭ পয়েন্ট নিয়ে তালিকায় চতুর্থ স্থানে তিনি। টোকিও অলিম্পিকে রুপো পাওয়া জাকুব ভাদলেচ ২০ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে রয়েছেন। পরের দুটি স্থানে জার্মানির জুলিয়ান ওয়েবার (১৯), বিশ্ব চ্যাম্পিয়ন অ্যান্ডারসন পিটার্স (১৬)। মরসুমের শুরুতেই নিজের লক্ষ্য প্রসঙ্গে নীরজ জানিয়েছিলেন, ডায়মন্ড লিগের ফাইনালে ভালো পারফর্ম করাকেই প্রাধান্য দিচ্ছেন। কুঁচকির চোট তাঁর প্রস্তুতিতে সমস্যা তৈরি করেছে। এখনও ফাইনালে যোগ্যতা অর্জনের যথেষ্ট সম্ভাবনা রয়েছে নীরজের। স্টকহোম লিগের মতো লসেনে তাঁকে অনেক বেশি চ্যালেঞ্জের সামনে পড়তে হবে না বলেই মনে করা হচ্ছে। এই মরসুমে নীরজের সেরা থ্রো ৮৯.৯৪ মিটার। এবারের ডায়মন্ড লিগে এটিই নীরজের দ্বিতীয় অংশগ্রহণ। ডায়মন্ড লিগ ফাইনালে চ্যাম্পিয়ন হলে ডায়মন্ড ট্রফি এবং আর্থিক পুরস্কারও থাকছে।