Legends League Cricket: প্রথম তিনটি ম্যাচ ইডেন গার্ডেন্সে, রইল লেজেন্ডস লিগ ক্রিকেটের সূচি


১৬ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ইডেন গার্ডেন্সে খেলা হবে তিনটে ম্যাচ। দেশ ও বিদেশের কিংবদন্তি ক্রিকেটারদের মধ্যে একটি বিশেষ ম্যাচ খেলা হবে। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে এই ম্যাচ খেলা হবে।

লেজেন্ডস লিগ ক্রিকেট

Image Credit source: Twitter

কলকাতা: লেজেন্ডস লিগ ক্রিকেটের আসন্ন মরসুমের পূর্ণ সূচি ও ফিক্সচার ঘোষিত হয়েছে। এবার মোট ছয়টি শহরে লেজেন্ডস ক্রিকেট লিগ (Legends League Cricket) খেলা হবে। কলকাতা, দিল্লি, কটক, লখনউ এবং যোধপুরে। প্লে অফের ম্যাচগুলির জন্য ভেনু পরে ঘোষণা করা হবে। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত খেলা হবে তিনটে ম্যাচ। দেশ ও বিদেশের কিংবদন্তি ক্রিকেটারদের মধ্যে একটি বিশেষ ম্যাচ খেলা হবে। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে এই ম্যাচ খেলা হবে। যোধপুর এবং লখনউ দুটি করে ম্যাচ পাচ্ছে। বাকি ভেনুগুলিতে তিনটে করে ম্যাচ খেলা হবে। দেরাদুনে প্লে অফের ম্যাচগুলি খেলার পরিকল্পনা রয়েছে।

লেজেন্ডস ক্রিকেট লিগের সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও রমন রাহেজা বলেন, “আমাদের অনুরাগী ও দর্শকদের অপেক্ষার পালা শেষ। ফিক্সচার ঘোষণার সঙ্গে তাঁরা ম্যাচ দেখার পরিকল্পনা করতে পারবেন। আমরা শীঘ্রই অনলাইনে টিকিট বিক্রির তারিখ সহ আমাদের টিকিট পার্টনার ঘোষণা করছি। একটি নতুন ফর্ম্যাটে ১০টি দেশের আইকনিক খেলোয়াড়দের নিয়ে এই লিগ হবে। আমি নিশ্চিত যে ক্রিকেট অনুরাগীরা এ বছর একটি দুর্দান্ত মরসুম উপভোগ করবেন।” তিনি আরও বলেন, “আমরা আসন্ন মরসুমের জন্য পাকিস্তান থেকে কোনও খেলোয়াড় পাচ্ছি না। আমরা শীঘ্রই ড্রাফটে আরও কিছু আন্তর্জাতিক খেলোয়াড় যোগ করব। এবং সমস্ত লেজেন্ড ক্রিকেটাররা আমাদের সঙ্গে পুরো মরসুম খেলবেন। অন্য কোনও লিগ বা কমিটমেন্টের জন্য টুর্নামেন্টের কোনও ম্যাচ মিস করবেন না। ফাইনাল ম্যাচ দেরাদুনে করার চেষ্টা করছি।”

লেজেন্ডস ক্রিকেট লিগের কমিশনার রবি শাস্ত্রী বলেছেন, “ক্রিকেটের এই স্টেডিয়ামগুলিতে ক্রিকেটভক্তদের চমকে দেওয়ার আয়োজন করেছি। এই উৎসবের মরসুমে ক্রিকেটের কার্নিভ্যাল পেশ করতে যাচ্ছি। যেখানে টপ লেজেন্ডস ক্রিকেটাররা খেতাব জয়ের আশায় লড়বেন।”

সূচি

  • কলকাতা: ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর ২০২২
  • লখনউ: ২১ থেকে ২২ সেপ্টেম্বর ২০২২
  • নয়াদিল্লি: ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর ২০২২
  • কটক: ২৭ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২২
  • যোধপুর: ১ এবং ৩ অক্টোবর ২০২২
  • প্লে অফ: ৫, ৭ অক্টোবর ২০২২- ভেনু পরে ঘোষণা করা হবে
  • ফাইনাল ম্যাচ: ৮ অক্টোবর ২০২২-ভেনু পরে ঘোষণা করা হবে

Leave a Reply