ডানকুনির কালীপুরের পূর্বাশা এলাকায় দোতলা বাড়িটা দেখে পথচলতি মানুষদের চোখ আটকে যাচ্ছে। আর সেটাই স্বাভাবিক। পুরো বাড়ি জুড়ে লাল-হলুদ রং। ভেতরটাও তাই। জানলা-দরজা, জলের ট্যাংক, এমনকি বাড়ির পর্দাও লাল-হলুদ। বাড়ির দেওয়ালে শোভা পাচ্ছে ইস্টবেঙ্গলের লোগো। আর বাড়ির বাইরে সামনে লেখা— ‘হৃদয় জুড়ে শুধুই ইস্টবেঙ্গল’। বাইচুং ভুটিয়া, ইলিশ মাছ, গর্বের আশিয়ান কাপ সবকিছুর ছাপও রয়েছে বাড়ির সাজসজ্জায়। মশালব্রিগেডের প্রতি ভালোবাসা থেকেই তপন ভৌমিক ও তার ছেলে তন্ময় ভৌমিক লাল-হলুদে বাড়ি রাঙিয়ে ফেলেছেন।
Aug 25, 2022 | 6:03 PM
Most Read Stories