Asia Cup 2022: মহারণের আগে পাকিস্তানের মোক্ষম চাল, সমস্যায় ফেলবে রোহিতদের?


সমর্থককূল ২৮ অগাস্টের মহারণের দিকে তাকিয়ে। ঠিক তার আগে পাকিস্তান টিমের পাল্টা চাল।

পাকিস্তান ক্রিকেট টিম

Image Credit source: Twitter

লাহোর: উপহমহাদেশীয় ক্রিকেট টুর্নামেন্ট এশিয়া কাপ ঘিরে হইচইয়ের অন্ত নেই। কারণ বহুদিন পর এই টুর্নামেন্টে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান (India vs Pakistan)। বাবরদের হারিয়ে টি-২০ বিশ্বকাপের বদলা নিতে মুখিয়ে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি। তার আগে পাকিস্তানের মোক্ষম চাল। ২৮ অগাস্টের মেগা ম্যাচে নামার আগে পাকিস্তান থেকে সংযুক্ত আমিরশাহিতে বোলিং কোচ পাঠিয়ে দিল পিসিবি (PCB)। মুখ্য বোলিং কোচ শন টেটকে অ্যাসিস্ট করবেন তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ড লাহোরের রাষ্ট্রীয় হাই পারফরম্যান্স সেন্টার উমর রশিদ নামে এক বোলিং কোচকে, শন টেটের সাহায্যের জন্য পাঠিয়েছে। হেড কোচ সাকলায়েন মুস্তাকের অনুরোধে উমর রশিদ বুধবারই পাকিস্তান থেকে আমিরশাহির উদ্দেশে রওনা দেন। বৃহস্পতিবার পাক টিমে (Pakistan Cricket Team) যোগ দেবেন তিনি।

এই বিষয়ে পিসিবি এক সূত্র জানিয়েছে, মহম্মদ হাসনেইনকে শাহিন শাহ আফ্রিদির পরিবর্তে দলে নেওয়া হয়েছে। হাসনেইন এর আগে বোলিং অ্যাকশন নিয়ে সমস্যার মুখে পড়েছেন। চলতি বছরের শুরুর দিকে তাঁর বোল করার পদ্ধতিকে অবৈধ বলে রিপোর্ট করা হয়েছিল। এশিয়া কাপে তেমন কিছু যেন না ঘটে তাই আগাম সতর্ক পিসিবি। এই উমর রশিদই হাসনেইনের বোলিং অ্যাকশন শুধরেছেন। এশিয়া কাপে তাঁর কাজই হবে পাক বোলারের অ্যাকশনের দিকে নজর রাখা। টেট ও দলের খেলোয়াড়দের মধ্যে আলোচনায় উমরের ভূমিকা থাকবে।

দলের মুখ্য বোলার শাহিন শাহ আফ্রিদি ছিটকে যাওয়ায় সামান্য হলেও চাপে পাকিস্তান ক্রিকেট দল। নতুন বলে উইকেট নেওয়ার ক্ষমতা রাখেন শাহিন। চোটের কারণে না খেললেও দলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন শাহিন। তাঁর চোট নিয়ে প্রাক্তন পাক ক্রিকেটাররা উদ্বেগ প্রকাশ করেছেন। পাশাপাশি, হাঁটুর চোট পুরোপুরি না সারলে মাঠে না নামার পরামর্শও দিয়েছেন। সামনেই টি-২০ বিশ্বকাপ। সে কথা মাথায় রেখে এশিয়া কাপে শাহিনকে খেলানোর ঝুঁকি নিতে চায়নি রামিজ রাজার বোর্ড। তাঁর পরিবর্তে মহম্মদ হাসনেইন ভারতীয় দলকে কতটা চাপে রাখতে পারে সেটাই দেখার।

Leave a Reply