বার্সেলোনা, বায়ার্ন ও ইন্টার- তিনটি টিমের ঝুলিতে রয়েছে মোট ১৪টি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। তার মধ্যে বেশিবার জয়ী বায়ার্ন। মোট ৬ বার। বার্সার ঝুলিতে ৫টি চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি এবং ইন্টার মিলান জিতেছে তিনবার।
Image Credit source: Twitter
ইস্তানবুল: রাত জেগে ফুটবলের উত্তেজনা উপভোগ করার দিন চলে এল ফের। শুরু হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নয়া মরসুম। তার আগে ২০২২-২৩ মরসুমের জন্য অনুষ্ঠিত হল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ড্র। ইস্তানবুলে ড্রয়ের শেষে দেখা গেল কঠিন গ্রুপে পড়েছে বার্সেলোনা। তুলনায় অনেক সহজ গ্রুপে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। লিভারপুল, টটেনহ্যামও সহজ গ্রুপে। গ্রুপ সি-কে বলা হচ্ছে ‘গ্রুপ অব ডেথ’। যেখানে বার্সেলোনা ছাড়াও রয়েছে ইউরোপের সবচেয়ে বৃহৎ ক্লাব চ্যাম্পিয়নশিপের ট্রফিজয়ী দুই দল বায়ার্ন মিউনিখ ও ইন্টার মিলান। বার্সেলোনা, বায়ার্ন ও ইন্টার- তিনটি টিমের ঝুলিতে রয়েছে মোট ১৪টি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। তার মধ্যে বেশিবার জয়ী বায়ার্ন। মোট ৬ বার। বার্সার ঝুলিতে ৫টি চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি এবং ইন্টার মিলান জিতেছে তিনবার।
কোন দল কোন গ্রুপে পড়ল দেখে নিন
- গ্রুপ এ : আয়াক্স, আমস্টরডাম, লিভারপুল, নাপোলি ও রেঞ্জার্স
- গ্রুপ বি : পোর্তো, অ্যাটলেটিকো মাদ্রিদ, লেভরকুসেন, ব্রুগা
- গ্রুপ সি : বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, ইন্টার মিলান, প্লজেন
- গ্রুপ ডি: আইনট্র্যাখ্ট ফ্র্যাঙ্কফুর্ট, টটেনহ্যাম, স্পোর্টিং লিসবন এবং মার্শেই
- গ্রুপ ই : এসি মিলান, চেলসি, সালজবুর্গ, দিনামো জাগরেব
- গ্রুপ এফ : রিয়াল মাদ্রিদ, লিপজিগ, শাখতার ডোনেৎস্ক, সেল্টিক
- গ্রুপ জি : ম্য়াঞ্চেস্টার সিটি, সেভিয়া, বরুশিয়া ডর্টমুন্ড, কোপেনহেগেন
- গ্রুপ এইচ : পিএসজি, জুভেন্টাস, বেনফিকা, ম্য়াকাবি হাইফা