Sara-Shubman BreakUp: ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো, সারা-শুভমনের সম্পর্কে ইতি?


এ যাত্রায় বোধহয় সচিন তেন্ডুলকরের জামাই হওয়া হল না ভারতীয় দলের তারকা ব্যাটার শুভমন গিলের। উড়ো খবর, সারা তেন্ডুলকর ও শুভমনের ব্রেকআপ হয়ে গিয়েছে। একে অপরকে ইনস্টাগ্রাম থেকে আনফলো করে দিয়েছেন তাঁরা। সম্পর্কে কথা কোনওদিন প্রকাশ না করলেও দু’জনকে নিয়ে গুঞ্জন বহুদিন ধরে। আনফলো করায় সেই জল্পনায় ঘি পড়েছে। আসলে যা রটে তা কিছু তো বটে।


Aug 25, 2022 | 8:45 AM

| Edited By: Tithimala Maji

Aug 25, 2022 | 8:45 AM




এ যাত্রায় বোধহয় সচিন তেন্ডুলকরের জামাই হওয়া হল না ভারতীয় দলের তারকা ব্যাটার শুভমন গিলের। উড়ো খবর, সারা তেন্ডুলকর ও শুভমনের ব্রেকআপ হয়ে গিয়েছে। একে অপরকে ইনস্টাগ্রাম থেকে আনফলো করে দিয়েছেন তাঁরা। সম্পর্কে কথা কোনওদিন প্রকাশ না করলেও দু'জনকে নিয়ে গুঞ্জন বহুদিন ধরে। আনফলো করায় সেই জল্পনায় ঘি পড়েছে। আসলে যা রটে তা কিছু তো বটে। (ছবি:ইনস্টাগ্রাম)

এ যাত্রায় বোধহয় সচিন তেন্ডুলকরের জামাই হওয়া হল না ভারতীয় দলের তারকা ব্যাটার শুভমন গিলের। উড়ো খবর, সারা তেন্ডুলকর ও শুভমনের ব্রেকআপ হয়ে গিয়েছে। একে অপরকে ইনস্টাগ্রাম থেকে আনফলো করে দিয়েছেন তাঁরা। সম্পর্কে কথা কোনওদিন প্রকাশ না করলেও দু’জনকে নিয়ে গুঞ্জন বহুদিন ধরে। আনফলো করায় সেই জল্পনায় ঘি পড়েছে। আসলে যা রটে তা কিছু তো বটে। (ছবি:ইনস্টাগ্রাম)

সম্প্রতি জিম্বাবোয়ের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতীয় দলের ওপেনার। গিল ম্যাজিকে দর্শকরা মুগ্ধ। তারই মাঝে পঞ্জাব কা পুত্তর শিরোনামে ব্যক্তিগত জীবনের জন্য। সারার সঙ্গে নাকি তাঁর ব্রেকআপ হয়ে গিয়েছে।(ছবি:ইনস্টাগ্রাম)

সম্প্রতি জিম্বাবোয়ের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতীয় দলের ওপেনার। গিল ম্যাজিকে দর্শকরা মুগ্ধ। তারই মাঝে পঞ্জাব কা পুত্তর শিরোনামে ব্যক্তিগত জীবনের জন্য। সারার সঙ্গে নাকি তাঁর ব্রেকআপ হয়ে গিয়েছে।(ছবি:ইনস্টাগ্রাম)

জিম্বাবোয়ের মাটিতে সেঞ্চুরি করে সচিন তেন্ডুলকরের ২৪ বছরের অক্ষত রেকর্ডকে ভেঙে দিয়ে এসেছেন শুভমন। ১৯৯৮ সালে সচিন ওদেশে ১২৭ রানের ইনিংস খেলেছিলেন। ১৩০ রানের ইনিংস খেলে তাঁকে ছাপিয়ে গিয়েছেন শুভমন। (ছবি:ইনস্টাগ্রাম)

জিম্বাবোয়ের মাটিতে সেঞ্চুরি করে সচিন তেন্ডুলকরের ২৪ বছরের অক্ষত রেকর্ডকে ভেঙে দিয়ে এসেছেন শুভমন। ১৯৯৮ সালে সচিন ওদেশে ১২৭ রানের ইনিংস খেলেছিলেন। ১৩০ রানের ইনিংস খেলে তাঁকে ছাপিয়ে গিয়েছেন শুভমন। (ছবি:ইনস্টাগ্রাম)

শুভমনের সেঞ্চুরিতে ক্রিকেট জগত আলোড়িত হলেও সারা'র তরফে কোনও সাড়া পাওয়া যায়নি। ইনস্টা স্টোরিতে বা অন্য কোথাও শুভমনকে শুভেচ্ছা জানাননি। তারপরই শোনা গেল, ইনস্টাতে একে অপরকে আনফলো করতে শুরু করেছেন দু'জনে।(ছবি:ইনস্টাগ্রাম)

শুভমনের সেঞ্চুরিতে ক্রিকেট জগত আলোড়িত হলেও সারা’র তরফে কোনও সাড়া পাওয়া যায়নি। ইনস্টা স্টোরিতে বা অন্য কোথাও শুভমনকে শুভেচ্ছা জানাননি। তারপরই শোনা গেল, ইনস্টাতে একে অপরকে আনফলো করতে শুরু করেছেন দু’জনে।(ছবি:ইনস্টাগ্রাম)

সারা-শুভমনের ঘনিষ্ঠতা সর্বপ্রথম প্রকাশ্যে আসে ২০১৯ সালের আইপিএলের সময়। তাঁদের সম্পর্ক নিয়ে হাজারো পাতা খরচ হলেও কেউ টুঁ শব্দটি করেননি। (ছবি:ইনস্টাগ্রাম)

সারা-শুভমনের ঘনিষ্ঠতা সর্বপ্রথম প্রকাশ্যে আসে ২০১৯ সালের আইপিএলের সময়। তাঁদের সম্পর্ক নিয়ে হাজারো পাতা খরচ হলেও কেউ টুঁ শব্দটি করেননি। (ছবি:ইনস্টাগ্রাম)

একে অপরের ছবিতে লাইক, কমেন্ট করতেন। মন্তব্য করলে যত্ন করে দিতেন রিপ্লাই। সেসব এখন কিছুই দেখা যায় না। শুভমন রানের ঝুলি ভর্তি করতে ব্যস্ত। সারা মন দিয়েছেন মডেলিংয়ে।(ছবি:ইনস্টাগ্রাম)

একে অপরের ছবিতে লাইক, কমেন্ট করতেন। মন্তব্য করলে যত্ন করে দিতেন রিপ্লাই। সেসব এখন কিছুই দেখা যায় না। শুভমন রানের ঝুলি ভর্তি করতে ব্যস্ত। সারা মন দিয়েছেন মডেলিংয়ে।(ছবি:ইনস্টাগ্রাম)

দু'জনকে একসঙ্গে কোনওদিন দেখা যায়নি। সমস্যাটা কোথায় হল বুঝতে পারছেন না সারা-শুভমনের ফলোয়ার্সরা। বিশ্ব বন্দিত ক্রিকেটারের মেয়ের সঙ্গে শুভমনের সম্পর্ক নিয়ে উচ্ছ্বসিত ছিলেন তাঁরা। তবে সারা-শুভমন বোধহয় আলাদা পথে চলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। (ছবি:ইনস্টাগ্রাম)

দু’জনকে একসঙ্গে কোনওদিন দেখা যায়নি। সমস্যাটা কোথায় হল বুঝতে পারছেন না সারা-শুভমনের ফলোয়ার্সরা। বিশ্ব বন্দিত ক্রিকেটারের মেয়ের সঙ্গে শুভমনের সম্পর্ক নিয়ে উচ্ছ্বসিত ছিলেন তাঁরা। তবে সারা-শুভমন বোধহয় আলাদা পথে চলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। (ছবি:ইনস্টাগ্রাম)






Most Read Stories


Leave a Reply