T20 World Cup: বিশ্বকাপে দাঁড়িয়ে ভারত-পাক ম্যাচ দেখার ব্যবস্থা! তাও লাগবে টিকিট


India vs Pakistan match Tickets: ক্রিকেট ভক্তরা স্টেডিয়ামে গিয়ে ভারত-পাকিস্তান ম্যাচের সাক্ষী থাকতে চান। কিন্তু টিকিটের ভয়ানক চাহিদা। যা দেখে বিশেষ ব্যবস্থা নিল আইসিসি। অসংক্ষরিত টিকিট ছাড়ল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

দাঁড়িয়ে ম্যাচ দেখার টিকিট

Image Credit source: Twitter

দুবাই: আইকনিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারত-পাকিস্তান ম্যাচের সাক্ষী থাকতে চান প্রতিটি ক্রিকেটপ্রেমী। কিন্তু চাইলেও তো আর হবে না। টিকিট বহুদিন আগেই বিকিয়ে গিয়েছে। আইসিসি ‘সোল্ড আউট’ বোর্ড ঝুলিয়ে দিয়েছে বহুদিন। তাতে কি আর ক্রিকেটপ্রেমীদের বাঁধ মানে। টিকিটের ভুরি ভুরি অনুরোধ মেল আসে রোজই। একটাও কী টিকিট পাওয়া যাবে না? চাহিদার বহর দেখে টি-২০ বিশ্বকাপে ভারত-পাক মহারণের জন্য বিশেষ ব্যবস্থা নিল আইসিসি। এমসিসি-র সিটিং ক্যাপাসিটি এক লাখেরও বেশি। ম্যাচের দিন যা কানায় কানায় পূর্ণ থাকবে। এছাড়াও আরও চার হাজার ক্রিকেটপ্রেমী স্টেডিয়ামে উপস্থিত থেকে ভারত-পাক লড়াই চাক্ষুস করতে পারবেন। তবে আয়েস করে সিটে বসে নয়। কষ্ট করে দাঁড়িয়ে থেকে দেখতে হবে ম্যাচ। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে ম্যাচ দেখতে চাইলে এখনই কাটতে পারেন টিকিট। আইসিসি ২৩ অক্টোবরের মেলবোর্নের মহারণের জন্য অসংরক্ষিত টিকিট বা স্ট্যান্ডিং টিকিট প্রকাশ করেছে।

জেনারেল টিকিট গত ফেব্রুয়ারি মাসে ছাড়া হয়েছিল। পাঁচ মিনিটে মধ্যে লাখো টিকিট হাওয়ার মতো উবে গিয়েছে। যে চার হাজার টিকিট পড়ে রয়েছে তা মেলবোর্নের স্ট্যান্ডিং রুমের জন্য। এই টিকিট পাওয়া যাবে ফার্স্ট কাম ফার্স্ট বেসিসে। মূল্য ৩০ অস্ট্রেলিয়ান ডলার। ভারতীয় মুদ্রায় ১ হাজার ৬৭২ টাকা। অর্থাৎ প্রায় ১৭০০ টাকা খরচ করে দাঁড়িয় দাঁড়িয়ে ক্রিকেটের মহারণ উপভোগ করার সুযোগ করে দিয়েছে আইসিসি। এই বিষয়ে আইসিসি-র এক কর্তা বলেন, “২৩ অক্টোবরের ম্যাচের জন্য যত বেশি দর্শক মাঠে আনা যায় তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইসিসি হসপিটালিটি ও ট্রাভেল ট্যুর প্যাকেজে কিছু টিকিট বাকি রয়েছে। যাঁরা এতদিন টিকিট কাটতে পারেননি এবার তাঁদের কাছে একটা সুযোগ রয়েছে বিশ্বের সেরা ক্রিকেটারদের সামনে থেকে খেলা দেখার।” বাচ্চা কাচ্চা নিয়ে গেলেও টিকিট লাগবে। বাচ্চাদের মাথাপিছু খরচ পড়বে ৫ ডলার।

ভারত পাকিস্তান ম্যাচের টিকিট বিকিয়ে গেলেও ১৩ নভেম্বরের ফাইনালের টিকিট এখনও অবশিষ্ট রয়েছে। সেই ম্যাচও মেলবোর্নে খেলা হবে। তবে আপাতত ভারত-পাক ম্যাচ নিয়ে যত হইহুল্লোড়।

Leave a Reply