বিরাটকে নিয়ে অজানা তথ্য দিলেন আফগান স্পিনার…


বিরাটের ফর্ম নিয়ে এত আলোচনা দেখে অবাক রশিদ। নেটে অন্তত বিরাটকে দেখে মনে হয় না ফর্মে নেই। এমনটাই মত রশিদের।

Image Credit source: TWITTER

দুবাই : বিরাট কোহলি (Virat Kohli) ফর্মে নেই! আমি, আপনি, গোটা ক্রিকেট বিশ্ব এমন বলতেই পারে। তিন বছর শতরান নেই। উল্লেখযোগ্য কোনও ইনিংস দেখা যায়নি। ইংল্যান্ড সফরে নেটে অনবদ্য ব্যাটিং করেন বিরাট। ম্যাচে তাঁর ঝলকও দেখা যায়নি। বিরাট নিজেও স্বীকার করে নিয়েছেন, ইংল্যান্ডে তাঁরও মনে হয়নি ভালো ব্যাট করছেন। রান না করলেও অনেক সময় ব্যাটিং ফর্ম নিয়ে সন্তুষ্ট থাকেন। ইংল্যান্ড সফরে আসেনি সেটা। বিরাট ফর্মে নেই, আফগান স্পিনার রশিদ খান (Rashid Khan) অবশ্য মানছেন না। এর পিছনে তাঁর যুক্তিও রয়েছে। বিরাটের সম্পর্কে এমন মজার তথ্যই সামনে আনলেন রশিদ। বিরাট কোহলির মানসিক কাঠিন্য নিয়ে অনেক গল্পই শোনালেন। শনিবার শুরু হচ্ছে এশিয়া কাপ। রবিবার ভারত-পাকিস্তান ম্যাচ। এশিয়া কাপ (Asia Cup) খেলতে আরব আমিরশাহিতে আফগান ক্রিকেট দলও। দেখা হয়েছে বিরাটের সঙ্গেও।

বিরাট কোহলিকে নেটে প্রায় আড়াই ঘণ্টা ব্যাট করতে দেখেছিলেন রশিদ খান। অবাক করেছিল তাঁকে। এতক্ষণ কেউ ব্যাটিং অনুশীলন করেন! গত আইপিএলে গুজরাত টাইটান্সে খেলেছেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। চ্যাম্পিয়নও হয়েছে তাঁর দল। আইপিএলের প্রসঙ্গ টেনেই রশিদ বলেন, ‘পর দিন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচ ছিল আমাদের। নেটে বিরাট ব্যাট করছিল। আমি সময় দেখছিলাম। গুণছিলাম বলা ভালো। বিরাট আড়াই ঘণ্টার মতো ব্যাট করল। আমি এতটাই অবাক হয়েছিলাম, বলে বোঝাতে পারব না। আমাদের নেট সেশন অনেক আগেই শেষ হয়েছে। বিরাট তখনও ব্যাটিং করে যাচ্ছে। পরদিন আমাদের বিরুদ্ধে ৭০ রানের ইনিংস খেলেছিল। মানসিকভাবে খুবই শক্তিশালী বিরাট।’

বিরাটের ফর্ম নিয়ে এত আলোচনা দেখে অবাক রশিদ। নেটে অন্তত বিরাটকে দেখে মনে হয় না ফর্মে নেই। এমনটাই মত রশিদের। বলছেন, ‘ও যখন খেলে, এতটাই সুন্দর শট খেলে, এটা বলা যাবে না ও ফর্মে নেই। আমি কখনও বলবো না বিরাট ফর্মে নেই। আসলে ওর উপর প্রত্যাশাটা বেশি। সবাই চায়, এক ম্যাচ পর পরই শতরান করুক। ওর টেস্ট ম্যাচ ইনিংস গুলো দেখলেই বোঝা যায়। অনেক ম্যাচেই ভালো ব্যাটিং করেছে। কিন্তু বড় রান আসেনি। অনেক ক্ষেত্রেই ৫০, ৬০ অথবা ৭০ রানে আউট হয়েছে। আর দশটা ব্যাটসম্যান এমন ইনিংস খেললে তার ক্ষেত্রে হয়তো বলা হত দারুম ফর্মে রয়েছে। বিরাটের ক্ষেত্রে এমনটা নয়। ওর প্রতি প্রত্যাশা এতটাই বেশি, শতরান ছাড়া ও ফর্মে নেই, এমনটাই মনে হবে।’

Leave a Reply