Asia Cup 2022: ‘ধ্বংস করে দেবে পাকিস্তান’, ভারত-পাক মহারণের আগে বাবর’দের কোচের হুঙ্কার


মহারণের দিন দুয়েক আগে বড় বয়ান পাকিস্তানের হেড কোচ সাকলিন মুস্তাকের

পাক কোচের হুঙ্কার

Image Credit source: Twitter

দুবাই: শুধু ভারত নয়, সামনে আসা যে কোনও প্রতিপক্ষকে উড়িয়ে দিতে পারে বাবর আজমের পাকিস্তান। এশিয়া কাপে (Asia Cup 2022) ভারত-পাকিস্তান (India vs Pakistan) মহারণের দিন দুয়েক আগে বড় বয়ান পাকিস্তানের হেড কোচ সাকলিন মুস্তাকের (Saqlain Mushtaq)। রবিবাসরীয় মেগা ম্যাচ নিয়ে দুই দেশের সমর্থকরা উত্তেজনায় ফুটছে। তাতে যেন ঘি সংযোগ করল পাক কোচের ‘বড়’ মন্তব্য। সাকলিনের মতে, শাহিন শাহ আফ্রিদির অনুপস্থিতিতে সবুজ ব্রিগেডের ত্রয়ী নাসিম শাহ, মহম্মদ হাসনেইন এবং হরিশ রউফ ভারতকে চাপে রাখার জন্য যথেষ্ট। পাকিস্তানের এই পেস অ্যাটাক নাকি ভারতীয় ব্যাটিং লাইন আপকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট।

গত টি-২০ বিশ্বকাপে ভারতকে হারানোর পর প্রথমবার মুখোমুখি রোহিত শর্মাদের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। সেই ম্যাচে ভারতের টপ অর্ডারকে ফিরিয়ে জয়ের রাস্তা গড়ে দিয়েছিলেন শাহিন শাহ আফ্রিদি। হাঁটুর চোটের কারণে এশিয়া কাপে নেই আফ্রিদি। পাকিস্তানের কাছে বড় ধাক্কা হলেও হেড কোচ টাল খেতে নারাজ। সাকলিন মুস্তাকের কথায়, “গত কয়েকবছর ধরে, পাকিস্তান টিমের পরিকল্পনা ও চাহিদামতো কাজ করে আসছে এই তিনজন। অধিনায়ক এবং হেড কোচ হিসেবে আমি ও গোটা কোচিং স্টাফের এদের দক্ষতার উপর ভরসা রয়েছে। শাহিন আক্রমণের মুখ্যভাগে থাকে। এদের মধ্যেও পরিস্থিতি অনুযায়ী ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা রয়েছে।” তিনি আরও বলেন, “নাসিম শাহ, মহম্মদ হাসনেইন এবং হরিশ রউফ যেকোনও টিমের ব্যাটিং অর্ডারকে ধ্বংস করে দিতে পারে। ভালো আবহাওয়া খেলায় আমাদের আরও সাহায্য করবে।”

দুবাইয়ে বিরাট-বাবরের মোলাকাত নেটিজেনদের মন জয় করেছে। বিসিসিআইয়ের শেয়ার করা ওই ভাইরাল ছবি, ভিডিও নিয়ে পাক কোচের মন্তব্য, “ক্রিকেটের ওই ছবি ভালোবাসার ছবি। দুবাই ক্রিকেট স্টেডিয়াম কর্তৃপক্ষের তরফে ভারত-পাকিস্তান ম্যাচের টেনশন কমানোর ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। এটা ক্রিকেটের স্পিরিটকে বজায় রেখেছে।”



Leave a Reply