এ বার রুপোলি পর্দায় দ্যুতি ছড়াতে দেখা যাবে ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠানকে (Irfan Pathan)। আর অজয় জ্ঞানমুথু পরিচালিত ‘কোবরা’ নামের তামিল সিনেমায় অভিনয় করেছেন প্রাক্তন ভারতীয় পেসার। ওই সিনেরা মূখ্য চরিত্রে রয়েছেন তামিল সুপারস্টার বিক্রম (Chiyaan Vikram)। এ বার প্রকাশ্যে কোবরার ট্রেলার। ইন্টারপোল অফিসারের চরিত্রে ইরফানের গ্ল্যামারাস লুক চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো। ৩১ অগস্ট রিলিজ করবে ইরফানের ডেবিউ সিনেমাটি।
Aug 26, 2022 | 2:01 PM
Most Read Stories