Sourav Ganguly: ভারত-পাক ম্যাচ থেকে বাইচুংয়ের মনোনয়ন জমা, কী বললেন সৌরভ?


বিরাটের ফর্ম, আসন্ন এশিয়া কাপ, ফেডারেশনের নির্বাচনের মতো একাধিক বিষয় নিয়ে কথা বললেন সৌরভ।

সৌরভ গঙ্গোপাধ্যায়

TV9 Bangla Digital

| Edited By: Sanghamitra Chakraborty

Aug 26, 2022 | 8:36 PM




কৌস্তভ গঙ্গোপাধ্যায়

শহরের এক স্বর্ণ প্রস্তুতকারক সংস্থার বিশেষ উদ্যোগ। এ বার অনলাইনে সোনা লেনদেন এর প্ল্যাটফর্ম নিয়ে এল সেই অলঙ্কার তৈরির সংস্থা। আর তারই প্রচারে বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সৌরভের ৫০ তম জন্মদিনে বিশেষ কয়েন উপহার দিল। সোনালী মুহূর্ত। দাদার কয়েন। ২৪ ক্যারেটের সোনার কয়েন উপহার সংস্থার তরফে।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে বেশ কিছু প্রশ্নের উত্তর দেন সৌরভ —

  1. এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ: ভারত পাকিস্তান ম্যাচ আর একটা অন্য ম্যাচ। আলাদা চাপ থাকে। রোহিত, রাহুল, বিরাটরা জানে কী ভাবে চাপ সামলাতে হয়। এগিয়ে পিছিয়ে কেউ নেই। টি ২০ ক্রিকেটে যে কেউ বাজিমাত করতে পারে। কাউকে এগিয়ে রাখা যায় না।
  2. শাহিন আফ্রিদি নেই পাকিস্তান দলে: আমাদেরও তো বুমরা নেই। একজন না থাকলে তার জন্য বিশাল কোনও প্রভাব পড়ে না।
  3. শেষ বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানের কাছে হার ভারতের: ৩০ বছরে বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানের কাছে প্রথমবার হেরেছে। একটা-দুটো ম্যাচ তো হারতেই পারে।
  4. এক্স ফ্যাক্টর: রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাডেজা, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া আছে। পাকিস্তানের বাবর আজম, মহম্মদ রিজওয়ান আছে। প্রত্যেকেই এক্স ফ্যাক্টর হতে পারেন।
  5. বিরাটের অফফর্ম: বিরাট কোহলি অনেক বড় ক্রিকেটার। অনেকদিন ধরে খেলছে। ওর নিজের একটা ফর্মুলা আছে রান করার। বড় প্লেয়ার এতদিন রান করবে না, এমনটা হয় না। ভারতের জন্য ,নিজের জন্য রান করার দরকার।
  6. এশিয়া কাপে কে ফেভারিট? : টি ২০ তে কেউ ফেভারিট নয়। যা খুশি হতে পারে। কেউ ভেবেছিল গুজরাট আইপিএল জিতবে। হার্দিক পান্ডিয়া দলে ফেরা খুব শক্তিশালী হয়েছে দল।
  7. লেজেন্ডস লিগ ক্রিকেট : চ্যারিটি ম্যাচ। সময় পেলেই প্র্যাকটিস করব।
  8. রবিবাসরীয় ডার্বি দুটো ক্লাবকেই শুভেচ্ছা ডার্বির। কোভিডের পর দর্শকদের সামনে বড় ম্যাচ হচ্ছে। আমি ওই দিন দুবাইতে থাকব। ডার্বি দেখতে যাওয়া হবে না।
  9. ফেডারেশন নির্বাচনে বাইচুং, কল্যাণের মনোনয়ন : গেমসকে অনেক সাহায্য করবে। খেলার জন্যে খুব ভালো। কল্যাণ চৌবে , বাইচুং ভুটিয়া এআইএফএফ টপ পোস্টের জন্য লড়াই করবে। যেই আসুক ফুটবলের খুবই ভালো হবে।

Leave a Reply