বাইরের চাপ নিয়ে বেশি ভাবার দরকার নেই, এশিয়া কাপের আগে রোহিতদের পরামর্শ সৌরভের


আলাপন সাহা: আগামী রবিবারে ভারত-পাকিস্তান নিয়ে রীতিমতো উত্তেজনা বাড়ছে। ওয়াঘার ওপার-এপার থেকে ইতিমধ্যেই গোলাগুলি বর্ষণ শুরু হয়ে গিয়েছে। ওয়াকার ইউনিস যেমন টুইট করেছেন, তেমনই এখান থেকে পাল্টা দিয়েছেন ইরফান পাঠান, ওয়াসিম জাফররা। ভারত-পাক লড়াই যত কাছে আসবে, উত্তাপের পারদটা তত চড়বে। তাঁর এরকম বহু ভারত-পাক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। শুধু খেলেছেনই নয়, টিমকে নেতৃত্বও দিয়েছেন। তিনি বর্তমানে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। এশিয়ার কাপের ব্লকবাস্টার ম্যাচটা দেখতে দুবাই উড়ে যাবেন সৌরভ। মাঠে বসে ভারত-পাক লড়াই দেখবেন।

দিন কয়েক আগে বেহালার বাড়িতে সংবাদ প্রতিদিন-এর সঙ্গে কথা বলার সময় নিজের অভিজ্ঞতা থেকে ভারত-পাকিস্তান ম্যাচের কথা বলছিলেন। সৌরভের কথায়, ভারত-পাক লড়াই নিয়ে আলাদা করে উত্তেজনা থাকে ঠিকই। তবে সে সব বাইরে থেকে। সৌরভ বলছিলেন, ‘‘এই ম্যাচটা নিয়ে আলাদা রকমের উত্তেজনা থাকে। তবে সে’সব বাইরে। আমাদের সময়কার কথা বলতে পারি, ড্রেসিংরুমে আমরা কেউই খুব বেশি চাপে থাকতাম না। কারণ আপনি যত বেশি এই ম্যাাচটা নিয়ে আলোচনা করবেন, তত বেশি চাপ বাড়বে। আমার মনে হয় না অতিরিক্ত চাপের কিছু আছে। তবে ব্যাপারটা যে যেভাবে দেখে। আপনি যদি মনে করেন চাপ, তাহলেই চাপ মনে হবে। না হলে নয়। আমি বলব, আলাদা করে ভাবার কিছু নেই। খোলা মনে ক্রিকেট খেলতে হবে।’’

গত বছর এই দুবাইতেই পাকিস্তানের কাছে হেরে বিশ্বকাপ অভিযানে রোহিত শর্মারা এমনই ধাক্কা খেয়েছিলেন যে, টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল। আবার সেই দুবাই। সেই পাকিস্তান। প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি। তাহলে কি সেটা কোনও প্রভাব ফেলতে পারে? ভারতের প্রাক্তন অধিনায়কের কথায়, আগে কী হয়েছে সেসব কোনও ফ্যাক্টরই হবে না।

বলছিলেন, ‘‘এক-আধটা ম্যাচে খারাপ হতেই পারে। সেটা নিয়ে ভেবে লাভ নেই। সেদিন আমরা ভাল খেলতে পারিনি বলে এই ম্যাচে তার প্রভাব পড়বে, সেটা একদমই নয়। এটা নতুন টুর্নামেন্ট, নতুন ম্যাচ। আমাদের টিম খুব ভাল। চিন্তার কিছু নেই। আর আপনি প্রথম ম্যাচের কথা বলছেন? ইদানিং তো এটাই হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই প্রথম ম্যাচেই তো ভারত-পাকিস্তান পড়ছে। টিমের প্রত্যেকটা ক্রিকেটার জানে কী করতে হবে।’’

Leave a Reply