উদ্বোধনী ম্যাচে মুখ থুবড়ে পড়ল আয়োজকরা, আফগানিস্তানের কাছে লজ্জার হার শ্রীলঙ্কার


সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা ১০৫/১০ (রাজাপক্ষে ৩৮, ফারুকি ৩-১১)
আফগানিস্তান ১০৬/২ (গুরবাজ ৪০)
আফগানিস্তান ৮ উইকেটে জয়ী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপের (Asia Cup) প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা (Sri Lanka) ও আফগানিস্তান (Afghanistan)। আর প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ল দ্বীপরাষ্ট্র। শনিবার আফগানিস্তান খুব সহজেই ৮ উইকেটে ম্যাচ জিতে নিল। রবিবার ভারত ও পাকিস্তানের লড়াই। সেই ম্যাচের পারদ চড়তে শুরু করে দিয়েছে। তার আগে অনেকেই মনে করেছিলেন আফগানিস্তান ও শ্রীলঙ্কার খেলাও উত্তেজক হবে। কিন্তু ম্যাচ হল একপেশে। আফগানিস্তান দাপট দেখাল। টি-টোয়েন্টি ফরম্যাটে আফগানিস্তান যথেষ্ট শক্তিশালী দল। সেটাই আরও একবার প্রমাণিত হল। ৫৯ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় আফগানিস্তান। 

এদিন টস জিতে শ্রীলঙ্কাকে প্রথমে ব্যাট করতে পাঠায় আফগানিস্তান। বাঁ হাতি আফগান পেসার ফারুকির পেসে বিভ্রান্ত হয়ে যান দ্বীপরাষ্ট্রের ব্যাটাররা। শুরুতেই কুশল মেন্ডিস (২) ও আশলাঙ্কা (০) ফিরে যান ফারুকির বলে। অন্যদিকে নিসাঙ্কা (৩) আউট হন নবীনের বলে। শ্রীলঙ্কার তিন উইকেট চলে যায় মাত্র ৫ রানে। গুণতিলক (১৭) যখন ফেরেন, তখন শ্রীলঙ্কার রান চার উইকেটের বিনাময়ে ৪৯ রান। শ্রীলঙ্কার ইনিংসে  সর্বোচ্চ রান করেন রাজাপক্ষে (৩৮)।

[আরও পড়ুন: ‘বলিউডে শুধু স্টার রয়েছে, দক্ষিণেই আসল সিনেমা তৈরি হয়’, বিস্ফোরক অনুপম খের]

করুণারত্নে খেলেন ৩১ রানের ইনিংস। ধারাবাহিক ভাবে শ্রীলঙ্কার উইকেট যাওয়ায় বড় রানের স্বপ্ন শেষ হয়ে যায় অনেক আগেই। মাত্র ১০৫ রানে শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। পুরো ২০ ভার খেলতে পারেনি তারা। ১৯.৪ ওভারে শেষ হয়ে যায় দ্বীপরাষ্ট্র। আফগান বোলারদের মধ্যে ফারুকি নেন তিনটি উইকেট। মুজিব ও নবি দুটি করে উইকেট নেন। 

শ্রীলঙ্কার রান তাড়়া করতে নেমে দুই আফগান ওপেনার জাজাই ও গুরবাজ শুরুটা ভাল করেন। শ্রীলঙ্কার বোলারদের শাসন করতে থাকেন দুই আফগান ওপেনার। গুরবাজ আউট হন ব্যক্তিগত ৪০ রানে। তখন আফগানিস্তানের রান ৮৩। ম্যাচ জেতার গন্ধ যখন ম ম করছে আফগান শিবিরে, ঠিক তখনই রান আউট হন জারদান (১৫)। তাতে অবশ্য ম্যাচ জিততে সমস্যা হয়নি আফগানদের। ১০.১ ওভারে ম্যাচ জিতে নেয় তারা। শ্রীলঙ্কা দল দুর্বল। ব্যাটিং ও বোলিং বিভাগে রক্তাল্পতা রয়েছে। সেটা বোঝা গিয়েছে এশিয়া কাপের প্রথম ম্যাচেই।   

[আরও পড়ুন: গাড়ির মধ্যেই পুলিশ অফিসারের কোলে উঠে সঙ্গমের আবদার তরুণীর! তারপর…]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে



Leave a Reply