হাঁটুর চোট তাঁকে গত ১৪ মাস ধরে টেনিস কোর্ট থেকে দূরে রেখেছে। গতবছর উইম্বলডনের পর আর কোর্টে নামেননি সুইস তারকা রজার ফেডেরার। তবু বর্তমান টেনিস বিশ্বের সর্বাধিক আয় করা খেলোয়াড় তিনি। ফোর্বসের তালিকা অনুযায়ী গত ১২ মাসে ট্যাক্স এবং এজেন্টদের বেতন বাদ দিয়ে ৯০ মিলিয়ন ডলার অর্থ উপার্জন করেছেন ব্র্যান্ড, বিজ্ঞাপন এবং অন্যান্য ব্যাবসায়িক দিক থেকে।
Aug 27, 2022 | 7:00 AM
Most Read Stories