নীরজের সোনা জয়ের জ্যাভলিন কোথায়?


নীরজ চোপড়ার বর্শায় অলিম্পিকে অন্ধকার দূর হয়েছিল। ট্র্যার অ্যান্ড ফিল্ডে দেশকে প্রথম সোনার পদক এনে দিয়েছেন জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। টোকিও অলিম্পিকে যে বর্শায় সোনা জিতেছেন, সেটি দর্শনীয়। লসেনে অলিম্পিক মিউজিয়ামে সেটি উপহার দিলেন ভারতের সোনার ছেলে নীরজ।


Aug 28, 2022 | 10:00 AM

| Edited By: Dipankar Ghoshal

Aug 28, 2022 | 10:00 AM




টোকিও অলিম্পিকে ইতিহাস গড়েছিলেন নীরজ চোপড়া। জ্যাভলিনে সোনার পদক জিতেছেন তিনি। (ছবি : টুইটার)

টোকিও অলিম্পিকে ইতিহাস গড়েছিলেন নীরজ চোপড়া। জ্যাভলিনে সোনার পদক জিতেছেন তিনি। (ছবি : টুইটার)

অলিম্পিকের মঞ্চে যে জ্যাভলিন থ্রো করে সোনার পদক জিতেছেন নীরজ, সেটি সোনার পদকের চেয়েও কম নয়। জ্যাভলিনটি লসেনের অলিম্পিক মিউজিয়ামে উপহার দিলেন নীরজ। (ছবি : টুইটার)

অলিম্পিকের মঞ্চে যে জ্যাভলিন থ্রো করে সোনার পদক জিতেছেন নীরজ, সেটি সোনার পদকের চেয়েও কম নয়। জ্যাভলিনটি লসেনের অলিম্পিক মিউজিয়ামে উপহার দিলেন নীরজ। (ছবি : টুইটার)

লসেন ডায়মন্ড লিগে প্রথম স্থানে শেষ করেছেন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার। দেশের হয়ে ইতিহাস গড়েছেন। ডায়মন্ড লিগের ফাইনালেও যোগ্যতা অর্জন করেছেন নীরজ। (ছবি : টুইটার)

লসেন ডায়মন্ড লিগে প্রথম স্থানে শেষ করেছেন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার। দেশের হয়ে ইতিহাস গড়েছেন। ডায়মন্ড লিগের ফাইনালেও যোগ্যতা অর্জন করেছেন নীরজ। (ছবি : টুইটার)

জুরিখে অনুষ্ঠিত হবে ডায়মন্ড লিগের ফাইনাল। এ বছর নীরজের যা পারফরম্যান্স, ফাইনালে হয়তো পদক নিয়েই ফিরবেন। প্রত্যাশা সোনার পদকেরই। (ছবি : টুইটার)

জুরিখে অনুষ্ঠিত হবে ডায়মন্ড লিগের ফাইনাল। এ বছর নীরজের যা পারফরম্যান্স, ফাইনালে হয়তো পদক নিয়েই ফিরবেন। প্রত্যাশা সোনার পদকেরই। (ছবি : টুইটার)

অলিম্পিকের মঞ্চে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে এটিই ভারতের প্রথম সোনা। ব্যক্তিগত ইভেন্টে দেশের হয়ে প্রথম সোনা জিতেছিলেন শুটার অভিনব বিন্দ্রা। (ছবি : টুইটার)

অলিম্পিকের মঞ্চে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে এটিই ভারতের প্রথম সোনা। ব্যক্তিগত ইভেন্টে দেশের হয়ে প্রথম সোনা জিতেছিলেন শুটার অভিনব বিন্দ্রা। (ছবি : টুইটার)






Most Read Stories


Leave a Reply