পাকিস্তানের বিরুদ্ধে কেরিয়ারের সেরা পারফরম্যান্স ভুবির


Bhuvneshwar Kumar: ডেবিউয়ের এক দশক পর আজ পাকিস্তানের বিরুদ্ধে কেরিয়ারের সেরা পারফরম্যান্স ভুবির।

Asia Cup 2022: পাকিস্তানের বিরুদ্ধে কেরিয়ারের সেরা পারফরম্যান্স ভুবির

Image Credit source: Twitter

দুবাই: রবিরাতে মরুশহরে ভারত-পাক (IND vs PAK) মহারণ। দীর্ঘদিন ধরে যে ম্যাচ ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল ক্রিকেটপ্রেমীদের মধ্যে, অবশেষে আজ সেই দিন। এশিয়া কাপ শুরু হয়েছে গতকাল। কোথাও গিয়ে মনে হচ্ছে, আজই শুরু হল এই টুর্নামেন্ট। মরুশহরে রবিবারের হাইটেম্পো ম্যাচে টসে জিতে শুরুতে বাবর আজমদের ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক রোহিত শর্মা। ভুবনেশ্বর-হার্দিকদের দাপটে ১৪৭ রানে গুটিয়ে গিয়েছে পাকিস্তান। ২০১২ সালের ২৫ ডিসেম্বর পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে অভিষেক হয়েছিল ভুবনেশ্বর কুমারের (Bhuvneshwar Kumar)। ডেবিউয়ের এক দশক পর আজ পাকিস্তানের বিরুদ্ধে কেরিয়ারের সেরা পারফরম্যান্স ভুবির। চোটের জন্য একটা সময় প্রায় এক বছর ভারতীয় দলের বাইরে ছিলেন ভুবি। সেই ভুবনেশ্বরই মেন ইন ব্লুকে আজকের ম্যাচে বোলিংয়ে নেতৃত্ব দিলেন। আর দায়িত্বটা বেশ ভালোভাবেই সামলালেন।

পাকিস্তানের বিরুদ্ধে আজ ৪ ওভার বল করে ২৬ রান খরচ করেছেন ভুবনেশ্বর। নিয়েছেন ৪টি উইকেট। ইকোনমি ৬.৫০। ভুবির ঝুলিতে আজ রয়েছে, পাক অধিনায়ক বাবর আজমের পাশাপাশি, গ্রিন আর্মির ইউটিলিটি প্লেয়ার শাদাব খানের উইকেট রয়েছে ভুবির দখলে। এ ছাড়া আসিফ আলি ও নাসিম শাহর উইকেটও পেয়েছেন ভুবনেশ্বর। ইনিংস ব্রেকে সম্প্রচারকারী চ্যানেলে ভুবনেশ্বর বলেন, “প্রথম বল করার আগে ভেবেছিলাম সুইং হবে। সুইং ছিল না, কিন্তু একটু বাউন্স ছিল। আমরা জানতাম যে আমাদের উইকেট টু উইকেটে বল করতে হবে। তাই শর্ট বোলিং করার পরিকল্পনা ছিল। যখন শর্ট বল করি, তার মধ্যে কিছু বল পিছলে যায়, আবার কিছু বল ধীর স্থির আসে। সত্যি বলতে কী ১৪৭ রান মানে আমরা এই পিচে ১০-১৫ রান বেশি দিয়েছি।”

ভারতের ইনিংসের শুরুটা কেমন হবে? এই প্রসঙ্গে ভুবি বলেন, “আমি মনে করি আমরা প্রথম ছয় ওভারে ভালো ব্যাট করতে পারব। নতুন বলে এই উইকেটে খেলা কঠিন। পিচে কোনও সুইং নেই, তবে কিছুটা বাউন্স আছে। তাই আমাদের এটার সঙ্গে সুন্দরভাবে মোকাবেলা করতে হবে।”

উল্লেখ্য, টসে হেরে শুরুতে ব্যাটিং করে বাবর আজমের দল তোলে ১৪৭ রান। পাকিস্তানের হয়ে সর্বাধিক রান করেন মহম্মদ রিজওয়ান (৪৩)। দ্বিতীয় সর্বাধিক রান ইফতিকার আহমেদ (২৮)। গত বছরের কুড়ি-বিশের বিশ্বকাপে পাকিস্তানের কাছে হারের বদলা এশিয়া কাপে নিতে হলে আজ রোহিতদের তুলতে হবে ১৪৮ রান।



Leave a Reply