কমনওয়েলথে পদকজয়ী কুস্তিগিরের স্বামীর অস্বাভাবিক মৃত্যু


হঠাৎ করেই শোকের ছায়া পূজার পরিবারে। হরিয়ানার কুস্তিগিরের স্বামী অজয় নন্দালের রহস্যজনক মৃত্যু হয়েছে।

কমনওয়েলথে পদকজয়ী কুস্তিগিরের স্বামীর অস্বাভাবিক মৃত্যু

Image Credit source: Twitter

হরিয়ানা: বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে (Birmingham Commonwealth Games) মহিলাদের কুস্তিতে ব্রোঞ্জ পেয়েছিলেন ভারতীয় কুস্তিগির পূজা সিহাগ (Pooja Sihag)। হঠাৎ করেই শোকের ছায়া পূজার পরিবারে। হরিয়ানার কুস্তিগিরের স্বামী অজয় নন্দালের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার স্বামীকে হারিয়েছেন পূজা। ভারতীয় কুস্তিগিরের স্বামীর রহস্যজনক মৃত্যু হয়েছে। অজয়ের বাবা ছেলের মৃত্যুর জন্য তাঁর এক বন্ধু রবির বিরুদ্ধে খুনের অভিযোগ করেছেন। অজয়ের বাবার দাবি, রবিই নাকি মাত্রাতিরিক্ত মাদক (Drug) সেবনে বাধ্য করিয়েছিলেন তাঁর ছেলেকে। ইতিমধ্যেই অজয়ের মৃত্যুর তদন্ত শুরু করেছে হরিয়ানা পুলিশ। অজয়ের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট হাতে পেলে জানা যাবে, অজয়ের মৃত্যুর আসল কারণ।

রোহতকের ডেপুটি পুলিশ সুপার মহেশ কুমার জানিয়েছেন, শনিবার অজয় নন্দালের দেহ পাওয়া গিয়েছিল৷ তাঁর বাবা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছেন। তাঁর দেহ ময়নাতদন্তের জন্যও পাঠানো হয়েছে। তবে, অজয় নন্দালের বাবা তাঁর এক বন্ধু রবির বিরুদ্ধে অভিযোগ এনেছেন। অজয়ের বাবা পুলিশকে জানিয়েছেন, অজয় নন্দালকে তার বন্ধু রবিই মাদক সেবন করিয়েছেন। তার ফলেই অজয়ের মৃত্যু হয়েছে। এই ঘটনাটি ঘটেছে, মহারানি কিশোরী জাট কন্যা মহাবিদ্যালয়ের সামনে।

উল্লেখ্য, বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে মহিলাদের ৭৬ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে অস্ট্রেলিয়ার নাওমি ডি ব্রুইনের বিরুদ্ধে জিতে ব্রোঞ্জ অর্জন করেন পূজা। ২০২১ সালের নভেম্বরে অজয়-পূজার বিয়ে হয়েছিল।



Leave a Reply