‘চাকদা এক্সপ্রেস’… কামিং সুন, লিডসে অনুশীলন অনুষ্কার


Chakda ‘Xpress: ভারতের মহিলা দলের তারকা ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিকে অভিনয় করছেন বলিউড সুপারস্টার অনুষ্কা শর্মা। এই খবর সকলেরই জানা। সদ্য ইন্সটাগ্রামে ‘চাকদা এক্সপ্রেস’-এর তৈরির একখানা ঝলক তুলে ধরেছেন বিরাটপত্নী অনুষ্কা। নেটফ্লিক্সে শীঘ্রই মুক্তি পাবে ঝুলনের বায়োপিক।


Aug 29, 2022 | 4:59 PM

| Edited By: Sanghamitra Chakraborty

Aug 29, 2022 | 4:59 PM




ভারতের মহিলা দলের তারকা ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিকে অভিনয় করছেন বলিউড সুপারস্টার অনুষ্কা শর্মা। এই খবর সকলেরই জানা। সদ্য ইন্সটাগ্রামে 'চাকদা এক্সপ্রেস'-এর (Chakda 'Xpress) তৈরির একখানা ঝলক তুলে ধরেছেন বিরাটপত্নী অনুষ্কা। নেটফ্লিক্সে শীঘ্রই মুক্তি পাবে ঝুলনের বায়োপিক। (ছবি-অনুষ্কা শর্মা ইন্সটাগ্রাম)

ভারতের মহিলা দলের তারকা ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিকে অভিনয় করছেন বলিউড সুপারস্টার অনুষ্কা শর্মা। এই খবর সকলেরই জানা। সদ্য ইন্সটাগ্রামে ‘চাকদা এক্সপ্রেস’-এর (Chakda ‘Xpress) তৈরির একখানা ঝলক তুলে ধরেছেন বিরাটপত্নী অনুষ্কা। নেটফ্লিক্সে শীঘ্রই মুক্তি পাবে ঝুলনের বায়োপিক। (ছবি-অনুষ্কা শর্মা ইন্সটাগ্রাম)

বাংলার তারকা ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক পরিচালনা করছেন প্রসিত রায়। ইন্সটাগ্রামে অনুষ্কা যে ভিডিও শেয়ার করেছেন, সেখানে প্রসিত এই সিনেমাটি নিয়ে কিছু তথ্য তুলে ধরেছেন। (ছবি-অনুষ্কা শর্মা ইন্সটাগ্রাম)

বাংলার তারকা ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক পরিচালনা করছেন প্রসিত রায়। ইন্সটাগ্রামে অনুষ্কা যে ভিডিও শেয়ার করেছেন, সেখানে প্রসিত এই সিনেমাটি নিয়ে কিছু তথ্য তুলে ধরেছেন। (ছবি-অনুষ্কা শর্মা ইন্সটাগ্রাম)

ঝুলনের বায়োপিক প্রসঙ্গে প্রসিত বলেন, "চাকদা এক্সপ্রেস হলেন ঝুলন গোস্বামী। ছোট্ট শহর চাকদহ থেকে ঝুলনের বিশ্বকাপের ফাইনালের সফর তুলে ধরা হয়েছে। ঝুলনের মতো এনার্জিটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ঝুলনের গল্পের সঙ্গে যতটা সৎ থাকা যায়, আমরা সেটার চেষ্টা করেছি।" (ছবি-অনুষ্কা শর্মা ইন্সটাগ্রাম)

ঝুলনের বায়োপিক প্রসঙ্গে প্রসিত বলেন, “চাকদা এক্সপ্রেস হলেন ঝুলন গোস্বামী। ছোট্ট শহর চাকদহ থেকে ঝুলনের বিশ্বকাপের ফাইনালের সফর তুলে ধরা হয়েছে। ঝুলনের মতো এনার্জিটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ঝুলনের গল্পের সঙ্গে যতটা সৎ থাকা যায়, আমরা সেটার চেষ্টা করেছি।” (ছবি-অনুষ্কা শর্মা ইন্সটাগ্রাম)

অনুষ্কার শেয়ার করা ইন্সটা ভিডিওতে দেখা গিয়েছে, চাকদা এক্সপ্রেসের সেটে অনুষ্কার সঙ্গে দেখা করতে এসেছেন ঝুলন। নিঃসন্দেহে বলা যায়, চাকদা এক্সপ্রেসের কাছ থেকে বিরাটপত্নী এই বায়োপিকের জন্য তাঁর হাবভাব, খেলার টেকনিকের মতো নানা প্রয়োজনীয় বিষয়ের টিপস নিয়েছেন। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে এই সিনেমাটির জন্য কড়া ট্রেনিংয়ের মধ্যে রয়েছেন অনুষ্কা। লিডসে অনুশীলন করছেন তিনি। (ছবি-অনুষ্কা শর্মা ইন্সটাগ্রাম)

অনুষ্কার শেয়ার করা ইন্সটা ভিডিওতে দেখা গিয়েছে, চাকদা এক্সপ্রেসের সেটে অনুষ্কার সঙ্গে দেখা করতে এসেছেন ঝুলন। নিঃসন্দেহে বলা যায়, চাকদা এক্সপ্রেসের কাছ থেকে বিরাটপত্নী এই বায়োপিকের জন্য তাঁর হাবভাব, খেলার টেকনিকের মতো নানা প্রয়োজনীয় বিষয়ের টিপস নিয়েছেন। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে এই সিনেমাটির জন্য কড়া ট্রেনিংয়ের মধ্যে রয়েছেন অনুষ্কা। লিডসে অনুশীলন করছেন তিনি। (ছবি-অনুষ্কা শর্মা ইন্সটাগ্রাম)

অনুষ্কা জানান, এই সিনেমাটির স্ক্রিপ্ট প্রথম বার পড়েই তিনি ঠিক করে ফেলেছিলেন, এই সিনেমাতে অভিনয় করবেনই। চাকদা এক্সপ্রেস সিনেমাটিতে তুলে ধরা হবে, ঝুলনের ক্রিকেট সফর। নানা চড়াই-উতরাই পেরিয়ে কীভাবে মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে সেরা উইকেটশিকারীর তকমা পেয়েছেন ঝুলন, সেই ঝলকই থাকবে এই বায়োপিকে। (ছবি-অনুষ্কা শর্মা ইন্সটাগ্রাম)

অনুষ্কা জানান, এই সিনেমাটির স্ক্রিপ্ট প্রথম বার পড়েই তিনি ঠিক করে ফেলেছিলেন, এই সিনেমাতে অভিনয় করবেনই। চাকদা এক্সপ্রেস সিনেমাটিতে তুলে ধরা হবে, ঝুলনের ক্রিকেট সফর। নানা চড়াই-উতরাই পেরিয়ে কীভাবে মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে সেরা উইকেটশিকারীর তকমা পেয়েছেন ঝুলন, সেই ঝলকই থাকবে এই বায়োপিকে। (ছবি-অনুষ্কা শর্মা ইন্সটাগ্রাম)






Most Read Stories


Leave a Reply