Asia Cup 2022: পাকিস্তানের ব্যাটিংয়েও ক্ষুব্ধ শোয়েব। তুলোধনা করেছেন মহম্মদ রিজওয়ানকে। ৪৩ রান করলেও স্ট্রাইকরেট কম। শোয়েব আখতার ক্ষুব্ধ অধিনায়ক বাবরের উপরও।
Image Credit source: PTI
করাচি : এশিয়া কাপে (Asia Cup 2022) মধুর বদলা নিয়েছে ভারত। গত টি ২০ বিশ্বকাপে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরেছিল ভারত। সেই ক্ষত কিছুটা হলেও মিটল এশিয়া কাপে। রবিবার দু-দলই এবারের এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল। শেষ অবধি ভারত (India vs Pakistan) জেতে ৫ উইকেটে। ১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ওভারে জয় ভারতের। পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের (Shoaib Akhtar) অবশ্য অন্য দাবি। ভারতীয় দল ম্যাচ হারার প্রবল চেষ্টা করেছিল! তার বলার কারণ অবশ্য অন্য। ভারত-পাকিস্তান ম্যাচ শেষে মতামত দিয়েছেন শোয়েব। সে খানেই তিনি বলছেন এমন কথা। ভারত-পাকিস্তান দু’দলের পারফরম্যান্সকেই আতসকাঁচে ফেলেছেন শোয়েব।
পারফরম্যান্সে হতাশ শোয়েব। নিজের ইউটিউব চ্যানেলে প্রাক্তন পাক পেসার বলেন, ‘দু-দলই নিজেদের সাধ্যমতো ম্যাচটা হারার চেষ্টা করেছে। ভারত প্রায় সফলও হয়েছিল তাদের চেষ্টায়। ভারতীয় দল ম্যাচ হারার লক্ষ্যে সাফল্য পেতেই পারত, যদি না শেষ ওভারে হার্দিক দলকে জেতাত।’ ভুবনেশ্বর কুমারের নেতৃত্বাধীন ভারতীয় বোলিং আক্রমণের বিরুদ্ধে মাত্র ১৪৭ রানে অলআউট পাকিস্তান। গত টি ২০ বিশ্বকাপে ১০ উইকেটে জিতেছিল তারা। ভুবি ৪ উইকেট নেন। হার্দিক পান্ডিয়া নিয়েছেন ৩ উইকেট। ব্যাট হাতে ১৭ বলে অপরাজিত ৩৩ রান। হার্দিক ছাড়া ম্যাচের সেরা কাউকে ভাবাই যায় না। শেষ ওভারে মাত্র ৭ রান প্রয়োজন ছিল। তাতেও খেই হারিয়েছিল ভারত। চতুর্থ বলে ছয় মেরে ম্যাচ জেতান হার্দিক।
পাকিস্তানের ব্যাটিংয়েও ক্ষুব্ধ শোয়েব। তুলোধনা করেছেন মহম্মদ রিজওয়ানকে। ৪৩ রান করলেও স্ট্রাইকরেট কম। শোয়েব বলছেন, ‘রিজওয়ানের বল খেলার সংখ্যা এবং রান প্রায় সমান। এরপর আর কী হবে? প্রথম ৬ ওভারের মধ্যে ১৯টি ডট বল। এত ডট বল থাকলে পরে তো সমস্যা বাড়বেই।’ পাকিস্তান অধিনায়ক বাবর আজম এবং উইকেটকিপার মহম্মদ রিজওয়ান ওপেন করেন। বাবরের ইনিংস দীর্ঘস্থায়ী হয়নি। ভারতের পেস আক্রমণ পার্টনারশিপই গড়তে দেয়নি পাকিস্তানকে। পাওয়ার প্লে-তে দারুণ শুরু ভুবি এবং বাঁ হাতি তরুণ পেসার অর্শদীপ সিংয়ের। শর্ট বল থিয়োরি দারুণ কাজ করেছে। শোয়েব আখতার ক্ষুব্ধ অধিনায়ক বাবরের উপরও। বলছেন, ‘এর আগেও বহুবার বলেছি, বাবরের ওপেন করা উচিত নয়। বরং তিনে নেমে শেষ অবধি ইনিংস অ্যাঙ্কর করুক।’