Virat Kohli: বিরাটের জন্য ৪টে সেশন তৈরি করেছেন প্যাডি আপটন। প্রতিটা সেশনে ৪৫ মিনিটের ক্লাস। ব্যাটিং টেকনিক কিংবা শট বাছাইয়ের ভুল নিয়ে কোনও আলোচনা করছেন না প্যাডি। প্রতিটা সেশনে বিরাটের মানসিক নিয়েই আলোচনা করছেন বেশি।
Image Credit source: TWITTER
দুবাই : মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০১১ ওয়ান ডে বিশ্বকাপ জিতেছে ভারত। কোচ ছিলেন গ্যারি কার্স্টেন। ভারতের জয়ের নেপথ্যে ছিলেন আরও একজন। প্যাডি আপটন। ক্রিকেটারদের মানসিকভাবে চাপমুক্ত রাখতে সাহায্য় করেছেন প্যাডি আপটন (Paddy Upton)। এবার অস্ট্রেলিয়ার মাটিতে টি ২০ বিশ্বকাপ। তার কয়েক মাস আগে আরও একবার প্যাডি আপটনকে নিয়োগ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ওয়েস্ট ইন্ডিজ সফরেও দলের সঙ্গে ছিলেন। এশিয়া কাপেও রয়েছেন। ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলির কথায় বারবার উঠে এসেছে মানসিক স্বাস্থ্যের বিষয়। কোভিড পরবর্তী সময় থেকে মানসিক স্বাস্থ্য (Mental Health) নিয়ে ক্রীড়া বিশ্বে অনেকেই মুখ খুলেছেন। অনেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নিয়ে ফিরেছেন। ইংল্যান্ড সফরের পর বিশ্রাম দেওয়া হয়েছিল বিরাট কোহলিকে (Virat Kohli)।
গত তিন বছর শতরানের ইনিংস নেই বিরাট কোহলির। সব ফরম্যাটেই রানের খরা চলছে। আন্তর্জাতিক মঞ্চে বিরাট কোহলি নিজের যে মানদন্ড তৈরি করেছেন, সেই পারফরম্যান্সের ধারে কাছেও নেই। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ৩৪ বলে ৩৫ রানের ইনিংস খেলেছেন বিরাট। ফর্মে ফেরার ইঙ্গিত থাকলেও স্ট্রাইক রেট নিয়ে নতুন করে সমালোচনা হচ্ছে বিরাটকে নিয়ে। নেটে ঝড় তুললেও ম্যাচে তার ছাপ পড়ছে না। দীর্ঘ সময় ধরে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারা, লাগাতার সমালোচনা। বিরাট কোহলি মানসিকভাবেও বিধ্বস্ত। সামনেই বিশ্বকাপ। এশিয়া কাপ এবং ঘরের মাঠে সিরিজে বিরাট নিজের ছন্দে না ফিরলে সমালোচনা বাড়বে। মানসিকভাবে আরও বিধ্বস্ত হয়ে পড়বেন বিরাট। তেমন কিছু যাতে না হয়, বিরাটকে নিয়ে বিশেষ ক্লাস নিচ্ছেন প্যাডি আপটন। তাঁকে পুনরায় ভারতীয় দলে নিয়োগের নেপথ্যে রোহিত শর্মার হাত রয়েছে বলে সূত্রের খবর। মূলত বিরাটের পাশে দাঁড়াতেই এমন সিদ্ধান্ত।
সূত্রের খবর, বিরাটের জন্য ৪টে সেশন তৈরি করেছেন প্যাডি আপটন। প্রতিটা সেশনে ৪৫ মিনিটের ক্লাস। ব্যাটিং টেকনিক কিংবা শট বাছাইয়ের ভুল নিয়ে কোনও আলোচনা করছেন না প্যাডি। প্রতিটা সেশনে বিরাটের মানসিক নিয়েই আলোচনা করছেন বেশি। বিরাট সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, অনেক ক্ষেত্রেই তাঁর মনে হয়েছে ভালো ব্যাটিং করছেন, ইংল্যান্ডে সেটা মনে হয়নি। ইংল্যান্ড সফরের পর এক মাস ব্যাটে হাত দেননি বলেও জানিয়েছেন বিরাট। ক্রিকেটের প্রতি ভালোবাসা কি কমছে বিরাটের? সেটাই ফেরানোর চেষ্টা করছেন মেন্টাল ট্রেনিং কোচ প্যাডি আপটন। বিরাটের জন্য বিশেষ একটি ভিডিও তৈরি করেছেন প্যাডি। সেটিতে মূলত কোহলির সেরা কিছু ইনিংসের ক্লিপিংস রয়েছে। প্রতিটা সেশনেই বিরাটকে তাঁর সেরা মুহূর্তগুলো তুলে ধরছেন। বিরাটের আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করছেন প্য়াডি। সাফল্য আসবে কী না, সময় বলবে।