কনস্ট্যান্টাইনের ইস্টবেঙ্গলকে নিয়ে আশাবাদী বাইচুং


কলকাতায় এসেই ইস্টবেঙ্গল ক্লাবে ঘুরে গেলেন বাইচুং ভুটিয়া। কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনের সঙ্গে দেখা করলেন তিনি।

ইস্টবেঙ্গলে বাইচুং

Image Credit source: Facebook

কলকাতা: কলকাতায় আসলেই সময় পেলে ইস্টবেঙ্গল ক্লাবে ঢুঁ মেরে যান বাইচুং ভুটিয়া। ক্লাব ফুটবলে লাল-হলুদ জার্সিতে পাহাড়ি বিছের অবদান প্রচুর। ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থকদেরও খুব কাছে রয়েছেন বাইচুং ভুটিয়া। তিনি এবারে ফেডারেশন নির্বাচনে প্রেসিডেন্ট পদে মনোনয়ন জমা দিয়েছেন। অন্ধ্রপ্রদেশ থেকে নির্বাচনে লড়ছেন বাইচুং (Baichung Bhutia)। তাঁকে সমর্থন করেছে রাজস্থান ফুটবল সংস্থা। পাহাড়ি বিছের প্রতিদ্বন্দ্বী কল্যাণ চৌবে। গুজরাত ফুটবল সংস্থা থেকে প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন কল্যাণ। ২ তারিখ ফেডারেশনের নির্বাচন। কলকাতায় এসেই ইস্টবেঙ্গল ক্লাবে ঘুরে গেলেন বাইচুং ভুটিয়া। কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনের সঙ্গে দেখা করলেন তিনি। অনুশীলন চলাকালীন বেশ কিছুক্ষণ কথাও বলেন স্টিফেনের সঙ্গে। ক্লাবের সংগ্রহশালাও ঘুরে দেখেন তিনি। ক্লাবের নবনির্মিত আর্কাইভে ফটোসেশন করেন রিজার্ভ আর মূল দলের ফুটবলাররাও।

স্টিফেন কনস্ট্যান্টাইনের কোচিংয়ে দীর্ঘ সময় জাতীয় দলের জার্সিতে খেলেছেন বাইচুং ভুটিয়া। সেই সময় জাতীয় দলের অধিনায়কও ছিলেন পাহাড়ি বিছে। ডার্বি হারের পর প্রাক্তন কোচের সঙ্গে দেখা করে অনেক কথা বললেন বাইচুং। পাহাড়ি বিছে আশাবাদী লাল-হলুদ দল নিয়ে। তিনি বলেন, ‘এই দলে অনেক ভালো মানের ফুটবলাররা আছে। সবে মাত্র অনুশীলন শুরু হয়েছে। এখনই যে ফল হাতেনাতে পাওয়া যাবে; তা নয়। এর জন্য অপেক্ষা করতে হবে। সমর্থকদের ধৈর্য্য ধরতে হবে। এ বছরই যে আইএসএল, কলকাতা লিগ, ডুরান্ড, আইএফএ শিল্ড সব খেতাব জিতবে ইস্টবেঙ্গল তা কখনও সম্ভব নয়।’ বড় ম্যাচ সম্পর্কে বাইচুং বলেন, ‘দুটো দলই প্রস্তুত হওয়ার যথার্থ সময় পায়নি। অনেক জলদি বড় ম্যাচ খেলা হয়েছে। এই ডার্বিটা আমাকে হতাশই করেছে।’ কোচ স্টিফেন কনস্ট্যান্টান সম্পর্কে প্রাক্তন ছাত্র বলেন, ‘কনস্ট্যান্টাইন এর আগে ভারতীয় ফুটবলে সাফল্য এনে দিয়েছে। ওর কোচিংয়েই ১৭১ থেকে ক্রমতালিকায় একশোর মধ্যে চলে আসে ভারত। অনেক ফুটবলার তুলে এনেছে কনস্ট্যান্টাইন। আশা করি, ক্লাব ফুটবলেও সাফল্য পাবে। ইস্টবেঙ্গলেও অনেক নতুন ফুটবলার তুলে আনবে কনস্ট্যান্টাইন।’

শনিবার কিশোর ভারতীতে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ডুরান্ডের শেষ ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। শেষ আটে ওঠার আশা নেই বললেই চলে। কার্ড সমস্যায় মুম্বই ম্যাচে নেই ইভান গঞ্জালেজ। এ দিকে ইস্টবেঙ্গল অনুশীলনে যোগ দিলেন সেম্বই হাওকিপ। সোমবারই তাঁকে সই করায় লাল-হলুদ। চোটের কারণে আলাদাই অনুশীলন করলেন ভিপি সুহের, অঙ্কিত মুখোপাধ্যায় আর নাওরেম মহেশ।

Leave a Reply