প্রথম রাউন্ডেই বিদায় হালেপের, জিতে শুরু মেদভেদেভের


US Open 2022:২০১৭’র পর এই প্রথম কোনও গ্র্যান্ড স্লাম ইভেন্টে স্ট্রেট সেটে জিতলেন মারে। নিউ ইয়র্কের প্রচণ্ড গরমে কাহিল হয়ে পড়ছেন। ম্যাচ শেষে আরও বলেন, ‘প্রচণ্ড গরম এবং শুস্ক আবহাওয়া। প্রথম ধাপ পেরিয়ে ভালো লাগছে।’

মরিয়া চেষ্টা হালেপের, জয়ের উচ্ছ্বাসে তরুণী ডারিয়া স্নিগুর।

Image Credit source: TWITTER

নিউ ইয়র্ক : শুরু হয়েছে বছরের শেষ গ্র্যান্ড স্লাম। যুক্তরাষ্ট্র ওপেন (US Open 2022)। নোভাক জকোভিচের মতো তারকা নেই। পুরুষদের সিঙ্গলসে নজর থাকবে রাফায়েল নাদাল (Rafael Nadal), দানিল মেদভেদেভ (Danil Medvedev) এবং অ্যান্ডি মারের দিকে। প্রথম দিনই কোর্টে নেমেছিলেন দানিল মেদভেদেভ, অ্যান্ডি মারে। জয় দিয়েই অভিযান শুরু করলেন মেদভেদেভ এবং মারে। মেয়েদের সিঙ্গলসে ইন্দ্রপতন। প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন সপ্তম বাছাই সিমোনা হালেপ। পুরুষদের সিঙ্গলসে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। এ বছর দুটি গ্র্যান্ড স্লাম জিতেছেন রাফা। বুধবার প্রথম রাউন্ডের ম্য়াচে নামবেন নাদাল।

দানিল মেদভেদেভ : প্রত্যাশামতোই ভালো শুরু রাশিয়ান তারতা দানিল মেদভেদেভের। প্রতিযোগিতার শীর্ষ বাছাই তিনি। প্রথম রাউন্ডে স্ট্রেট সেটে হারালেন স্টেফান কোজলোভকে। ১০টি এস মারেন মেদভেদেভ। ম্যাচের ফল ৬-২, ৬-৪, ৬-০।

সিমোনা হালেপ : বিশ্বের প্রাক্তন এক নম্বর সিমোনা হালেপের প্রথম রাউন্ডেই বিদায়। কোয়ালিফায়ার থেকে মূল পর্বে আসা ইউক্রেণের ডারিয়া স্নিগুরের কাছে হার। প্রতিযোগিতার সপ্তম বাছাই হালেপ। হারলেন বিশ্ব ক্রমতালিকায় ১২৪ নম্বরে থাকা ডারিয়ার কাছে। দুটি গ্র্যান্ড স্লাম জয়ী হালেপকে ৬-২, ০-৬, ৬-৪ ব্যবধানে হারালেন ডারিয়া।

অ্যান্ডি মারে : যুক্তরাষ্ট্র ওপেনে ভালো শুরু ব্রিটিশ টেনিস তারকা অ্যান্ডি মারের। আর্জেন্টিনার ফ্রান্সিসকো সেরুন্দোলাকে ৭-৫, ৬-৩, ৬-৩ ব্যবধানে হারালেন মারে। স্ট্রেট সেটে জিতলেও অনেকটা লড়াই করতে হয়েছে মারেকে। ম্যাচ শেষে বলেছেন, ‘মনে হল পাঁচ সেটের ম্যাচ জিতলাম।’ ২০১৭’র পর এই প্রথম কোনও গ্র্যান্ড স্লাম ইভেন্টে স্ট্রেট সেটে জিতলেন মারে। নিউ ইয়র্কের প্রচণ্ড গরমে কাহিল হয়ে পড়ছেন। ম্যাচ শেষে আরও বলেন, ‘প্রচণ্ড গরম এবং শুস্ক আবহাওয়া। প্রথম ধাপ পেরিয়ে ভালো লাগছে।’

কোকো গফ : ঘরের মাঠে সহজেই দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন মার্কিন তরুণী কোকো গফ। যুক্তরাষ্ট্র ওপেনে এটি তাঁর প্রথম জয়। ১ ঘণ্টা ২০ মিনিটের লড়াইয়ে স্ট্রেটে হারালেন ফ্রান্সের লিওলিয়া জিনজিনকে। এ বছর ফরাসি ওপেনের ফাইনালে উঠেছিলেন কোকো। প্রথম গ্র্যান্ড স্লামের খোঁজে শুরুটা ভালো হল। জিতলেন ৬-২, ৬-৩’এ।

Leave a Reply