ফ্লাশিং মিডোয় দ্যুতি ছড়াবেন যে সুন্দরীরা…


২০২১ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন হয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন গ্রেট ব্রিটেনের অষ্টাদশী টেনিস প্লেয়ার এমা রাডুকানু। ফের একবার শুরু হল ফ্লাশিং মিডোয় টেনিসের মেগা শো। এ বারের ইউএস ওপেনে (US Open 2022) সেরেনা উইলিয়ামস থেকে সিমোনা হালেপের দিকে যেমন নজর থাকবে, তেমনই নজর রাখতে হবে অষ্টাদশী এমা-লায়লা-লিন্ডাদের দিকেও।


Aug 30, 2022 | 7:45 AM

| Edited By: Sanghamitra Chakraborty

Aug 30, 2022 | 7:45 AM




২০২১ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন হয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন গ্রেট ব্রিটেনের অষ্টাদশী টেনিস প্লেয়ার এমা রাডুকানু। ফের একবার শুরু হল ফ্লাশিং মিডোয় টেনিসের মেগা শো। এ বারের ইউএস ওপেনে (US Open 2022) সেরেনা উইলিয়ামস থেকে সিমোনা হালেপের দিকে যেমন নজর থাকবে, তেমনই নজর রাখতে হবে অষ্টাদশী এমা-লায়লা-লিন্ডাদের দিকেও।

২০২১ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন হয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন গ্রেট ব্রিটেনের অষ্টাদশী টেনিস প্লেয়ার এমা রাডুকানু। ফের একবার শুরু হল ফ্লাশিং মিডোয় টেনিসের মেগা শো। এ বারের ইউএস ওপেনে (US Open 2022) সেরেনা উইলিয়ামস থেকে সিমোনা হালেপের দিকে যেমন নজর থাকবে, তেমনই নজর রাখতে হবে অষ্টাদশী এমা-লায়লা-লিন্ডাদের দিকেও।

সেরেনা উইলিয়ামস - সামনের মাসেই ৪১ এ পা দেবেন টেনিসের রানি সেরেনা উইলিয়ামস (Serena Williams)। এ বারের ইউএস ওপেনেই শেষ বার তাঁকে ব়্যাকেট হাতে দেখা যাবে, তেমনই ইঙ্গিত দিয়েছিলেন তিনি। বয়স ৪০ পেরিয়ে গেলেও সেরেনার গ্ল্যামার কমেনি।

সেরেনা উইলিয়ামস – সামনের মাসেই ৪১ এ পা দেবেন টেনিসের রানি সেরেনা উইলিয়ামস (Serena Williams)। এ বারের ইউএস ওপেনেই শেষ বার তাঁকে ব়্যাকেট হাতে দেখা যাবে, তেমনই ইঙ্গিত দিয়েছিলেন তিনি। বয়স ৪০ পেরিয়ে গেলেও সেরেনার গ্ল্যামার কমেনি।

সিমোনা হালেপ - রোমানিয়ান টেনিস সুন্দরী সিমোনা হালেপ (Simona Halep) এ বারের ইউএস ওপেনের সপ্তম বাছাই। দিনকয়েক আগেই কানাডা মাস্টার্সে জিতেছিলেন সিমোনা। বছর ৩০ এর সুন্দরী সিমোনার দিকেও এ বার ফ্লাশিং মিডোয় নজর থাকবে।

সিমোনা হালেপ – রোমানিয়ান টেনিস সুন্দরী সিমোনা হালেপ (Simona Halep) এ বারের ইউএস ওপেনের সপ্তম বাছাই। দিনকয়েক আগেই কানাডা মাস্টার্সে জিতেছিলেন সিমোনা। বছর ৩০ এর সুন্দরী সিমোনার দিকেও এ বার ফ্লাশিং মিডোয় নজর থাকবে।

এমা রাডুকানু - গত বারের ইউএস ওপেনে মহিলাদের সিঙ্গলসের চ্যাম্পিয়ন এমা রাডুকানু (Emma Raducanu)। এ বারও যে তিনি কোনও অঘটন ঘটাবেন না কে বলতে পারে? সুন্দরী এমা দ্বিতীয় ইউএস ওপেন ট্রফির জন্য ঝাঁপাবেন। তিনি চলতি বছরের শেষ গ্র্যান্ড স্লামের ১১ নম্বর বাছাই।

এমা রাডুকানু – গত বারের ইউএস ওপেনে মহিলাদের সিঙ্গলসের চ্যাম্পিয়ন এমা রাডুকানু (Emma Raducanu)। এ বারও যে তিনি কোনও অঘটন ঘটাবেন না কে বলতে পারে? সুন্দরী এমা দ্বিতীয় ইউএস ওপেন ট্রফির জন্য ঝাঁপাবেন। তিনি চলতি বছরের শেষ গ্র্যান্ড স্লামের ১১ নম্বর বাছাই।

এলিনা রিবাকিনা - রাশিয়ান বংশোদ্ভূত এলিনা রিবাকিনা (Elena Rybakina) চলতি বছরে উইম্বলডনে মহিলাদের সিঙ্গলসের চ্যাম্পিয়ন। ঘাসের কোর্টে বছরের তৃতীয় গ্র্যান্ড স্লাম ফাইনালে তিউনিশিয়ার অনস জাবেউরকে হারানা এলিনা। মাত্র ২৩ বছর বয়সে উইম্বলডন খেতাব জিতেছেন তিনি। এ বার তাঁর সামনে বছরের শেষ গ্র্যান্ড স্লাম জেতার সুযোগ রয়েছে।

এলিনা রিবাকিনা – রাশিয়ান বংশোদ্ভূত এলিনা রিবাকিনা (Elena Rybakina) চলতি বছরে উইম্বলডনে মহিলাদের সিঙ্গলসের চ্যাম্পিয়ন। ঘাসের কোর্টে বছরের তৃতীয় গ্র্যান্ড স্লাম ফাইনালে তিউনিশিয়ার অনস জাবেউরকে হারানা এলিনা। মাত্র ২৩ বছর বয়সে উইম্বলডন খেতাব জিতেছেন তিনি। এ বার তাঁর সামনে বছরের শেষ গ্র্যান্ড স্লাম জেতার সুযোগ রয়েছে।

লিন্ডা নস্কোভা - ২০২১ সালে ইউএস ওপেন জিতে টেনিস বিশ্বকে চমকে দিয়েছিলেন এক অষ্টাদশী। এ বারও বছরের শেষ গ্র্যান্ড স্লামে চমক দেখাতে হাজির থাকছে বছর ১৭-র লিন্ডা নস্কোভা (Linda Noskova)। চেক টেনিস প্লেয়ার লিন্ডা ইউএস ওপেনে প্রথম ম্যাচে নামবেন নিজের দেশের প্লেয়ার মারিয়া বুস্কোভার বিরুদ্ধে।

লিন্ডা নস্কোভা – ২০২১ সালে ইউএস ওপেন জিতে টেনিস বিশ্বকে চমকে দিয়েছিলেন এক অষ্টাদশী। এ বারও বছরের শেষ গ্র্যান্ড স্লামে চমক দেখাতে হাজির থাকছে বছর ১৭-র লিন্ডা নস্কোভা (Linda Noskova)। চেক টেনিস প্লেয়ার লিন্ডা ইউএস ওপেনে প্রথম ম্যাচে নামবেন নিজের দেশের প্লেয়ার মারিয়া বুস্কোভার বিরুদ্ধে।

লায়লা ফার্নান্ডেজ - গত বারের ইউএস ওপেনে গ্রেট ব্রিটেনের এমা রাডুকানুর কাছে হেরে গিয়েছিলেন কানাডার লায়লা ফার্নান্ডেজ (Leylah Fernandez)। খেতাবের খুব সামনে এসেও তা ছুঁতে পারেননি লায়লা। এ বারের ইউএস ওপেনের ১৪তম বাছাই লায়লা।

লায়লা ফার্নান্ডেজ – গত বারের ইউএস ওপেনে গ্রেট ব্রিটেনের এমা রাডুকানুর কাছে হেরে গিয়েছিলেন কানাডার লায়লা ফার্নান্ডেজ (Leylah Fernandez)। খেতাবের খুব সামনে এসেও তা ছুঁতে পারেননি লায়লা। এ বারের ইউএস ওপেনের ১৪তম বাছাই লায়লা।






Most Read Stories


Leave a Reply