Mohun Bagan: মোহনবাগানসহ বেশ কিছু ক্লাবেরই বকেয়া রয়েছে। গত সপ্তাহে আইএফএ সচিব আর কোষাধ্যক্ষ নিজেদের মধ্যে এ নিয়ে আলোচনাও করেন। স্পনসর সমস্যায় ভুগছে আইএফএ।
Image Credit source: OWN Photograph
কলকাতা: ‘হাতে টাকা, পায়ে বল’। কার্যত এমন দাবিই ছিল মোহনবাগানের (Mohun Bagan)। আইএফএর (IFA) কাছে প্রায় ৬০ লাখ টাকা পাওনা রয়েছে মোহনবাগানের। প্রায় ৫ বছর ধরে এই টাকা বকেয়া মোহনবাগানের। সচিব পাল্টে গেলেও প্রাপ্য টাকা আসেনি। নতুন সচিব অনির্বাণ দত্তের কাছেও সেই এক দাবি তোলে মোহনবাগান। পাওনা বুঝে নিতে ক্লাব সচিব দেবাশিস দত্ত এ বার কার্যত কড়া হাতেই ময়দানে নামেন। বকেয়া ইস্যুতে আইএফএর সঙ্গে এতদিন চিঠি চালাচালি হলেও এ বার সামনাসামনি বৈঠকে মোহনবাগান-আইএফএ। গত সপ্তাহেই ডেডলাইন দেয় মোহনবাগান। ৩১ তারিখের মধ্যে আইএফএ কোনও পদক্ষেপ না নিলে কলকাতা লিগ (CFL) না খেলার হুঁশিয়ারি দেয় মোহনবাগান। বুধবার দুপুরে মোহনবাগান ক্লাবে এ ব্যাপারে কথা বলতে আসেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত।
মোহনবাগানসহ বেশ কিছু ক্লাবেরই বকেয়া রয়েছে। গত সপ্তাহে আইএফএ সচিব আর কোষাধ্যক্ষ নিজেদের মধ্যে এ নিয়ে আলোচনাও করেন। স্পনসর সমস্যায় ভুগছে আইএফএ। মোহনবাগান সচিবের সঙ্গে ঘণ্টাখানেক বৈঠক করেন আইএফএ সচিব। মোহনবাগান ক্লাবের ফুটবল সচিব স্বপন বন্দ্যোপাধ্যায় এবং এটিকে মোহনবাগানের অন্যতম কর্তা বিনয় চোপড়া ছিলেন ওই বৈঠকে। দীর্ঘ আলোচনায় মোহনবাগানের কলকাতা লিগ খেলার জটিলতা কিছুটা হলেও কাটল। মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন, ‘আমাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বেশ পজিটিভ কথাবার্তা হয়েছে দুই তরফে। আমরা বলেছি, আইএফএর থেকে সহযোগিতা পেলে কলকাতা লিগ খেলতে প্রস্তুত। আইএফএ সচিবও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। টাকার অঙ্কটা প্রকাশ্যে বলব না। দুই তরফই আলোচনার মাধ্যমে একটা জায়গায় পৌঁছেছি। আইএফএ সচিব অফিসিয়ালদের সঙ্গে আলোচনার পর ৫ সেপ্টেম্বরের মধ্যে আমাদের প্রতিক্রিয়া জানাবেন।’ কলকাতা লিগ খেলার জটিলতা তাহলে কি অনেকটাই কাটল? বাগান সচিবের উত্তর, ‘কাপ আর ঠোঁটের ফারাক রয়েছে এখন।’
আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, ‘আমরা একটা প্রস্তাব দিয়েছি। মোহনবাগান ক্লাবও আরেকটা প্রস্তাব দিয়েছে। আমরা খুব কাছাকাছি আসতে পেরেছি। আইএফএর কর্তাদের সঙ্গে বৈঠকের পরই আমি জানাতে পারব এখন বকেয়ার কতটা মেটাতে পারব।’
ধাপে ধাপে মোহনবাগানের বকেয়া মেটাবে আইএফএ। যদিও কি ভাবে মেটানো হবে তা এখনও চূড়ান্ত হয়নি। ডুরান্ডে রাজস্থান-নেভি ম্যাচের পর মোহনবাগানের ভাগ্য নির্ধারিত হবে। এএফসি কাপের ম্যাচ আছে ৭ সেপ্টেম্বর। সেখানে জিতলে আবার খেলা সবুজ মেরুনের। অক্টোবরের ৬ তারিখ থেকে শুরু আইএসএল। মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন, ‘আশা করছি, ফুটবলের বিজ্ঞান মেনেই কলকাতা লিগের সূচি তৈরি করবে আইএফএ।’