ডুরান্ডে আজ মরণ-বাঁচন ম্যাচ মোহনবাগানের, হুগোর অনুপস্থিতি ভাবাচ্ছে ফেরান্দোকে


স্টাফ রিপোর্টার: সদ্য ডার্বি জিতেছেন। এমন মধুর জয়ের পর কোথায় খুশিতে উৎফুল্ল থাকবেন, তা নয় উলটে চিন্তায় ডুবে মোহনবাগানের স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দো। চিন্তার কারণ ডুরান্ড কাপের (Durand Cup) কোয়ার্টার ফাইনালে ওঠার সাপ লুডোর অঙ্ক।

ডার্বি জিতে সাময়িক স্বস্তি এসেছে বটে, কিন্তু বুধবার ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে ম্যাচ মোহনবাগানের (Mohun Bagan) কার্যত ‘ডু অর ডাই’ পরিস্থিতি। ডুরান্ডের শেষ আটে জায়গা পাকা করতে গেলে নেভির বিরুদ্ধে জিততেই হবে জনি কাউকোদের। শুধু তাই নয়, তাকিয়ে থাকতে হবে রাজস্থান ইউনাইটেডের পয়েন্ট নষ্টের দিকেও। এই জটিল অঙ্কের হিসেব নিকেশ ফেরান্দোর চিন্তা আরও বাড়িয়েছে নেভি ম্যাচে দলের আক্রমণভাগের মুখ হুগো বুমোসের না থাকা। কার্ড সমস্যায় খেলতে পারবেন না হুগো।

[আরও পড়ুন: ফেডারেশনের নির্বাচন হোক রাজনৈতিক প্রভাবমুক্ত, চাইছেন বাইচুং]

তাহলে নেভির বিরুদ্ধে আপফ্রন্টে লিস্টন কোলাসোর সঙ্গী কে? ফেরান্দোর হাতে অপশন হিসেবে রয়েছেন মনবীর সিং (Manveer Singh), কিয়ান নাসিরি, ফারদিন আলি মোল্লার মতো প্লেয়ার। তবে যিনি হলে সবচেয়ে খুশি হত সবুজ-মেরুন জনতা সেই অজি অ্যাটাকার দিমিত্রি পেত্রাতোস মঙ্গলবারই পা রাখলেন শহরে। দুপুরে সপরিবারে কলকাতায় এসে বিকেলে ক্লাবের মাঠে দলের অনুশীলন দেখতে হাজির হন অজি তারকা। সতীর্থদের সঙ্গে আলাপ পর্ব সারেন। কথা বলেন স্বদেশীয় ব্রেন্ডন হামিল, কোচ ফেরান্দোর সঙ্গেও।

[আরও পড়ুন: এশিয়া কাপে হংকংয়ের মুখোমুখি ভারত, বিরাট-রাহুলের রানে ফেরার সেরা মঞ্চ আজ]

দিমিত্রির আগমনের মধ্যেও ফেরান্দোর ভাবনায় বুধবারের নেভি (Indian Navy) ম্যাচ। তিনি বলেন, “৪৮ ঘণ্টার মধ্যে আবার একটা ম্যাচ খেলতে হবে। এমন আর্দ্রতার মধ্যে এত কম সময়ের ব্যবধানে খেলাটা খুব সমস্যার। তবে আমার হাতে ২৫ জন প্লেয়ার আছে, তারা দলকে সাহায্য করতে প্রস্তুত। কাউকো, পোগবা, লিস্টনের মতো কিয়ান, ফারদিন, আর্শ, অভিষেকও সমান গুরুত্বপূর্ণ। এই ম্যাচ থেকে আমাদের তিন পয়েন্ট পেতেই হবে। তাহলেই শেষ আটের অঙ্ক নিয়ে ভাবার সুযোগ থাকবে।” পাশাপাশি পিন্টু মাহাতো, ব্রিটোদের নেভি দলকেও গুরুত্ব দিচ্ছেন সবুজ-মেরুন হেডস্যর। ডার্বি জিতলেও দলের খেলায় মন ভরেনি সমর্থকদের। সেটা বুঝতে পেরেছেন ফেরান্দো। তাই বলেছেন, ‘‘ডার্বি জিতলেও দল তৈরির কাজ এখনও বাকি। তা চলবে। প্রতিদিন আরও উন্নতি না করলে সাফল্য ধরে রাখা কঠিন।”

ডুরান্ড কাপ
মোহনবাগান – ইন্ডিয়ান নেভি
কিশোরভারতী
সন্ধে ৬টা

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে



Leave a Reply