নৌ সেনাকে হারিয়েই এএফসির ভাবনায় ঢুকে পড়লেন ফেরান্দো


ATK Mohun Bagan: পোগবা, ম্যাকহিউকে রিজার্ভ বেঞ্চে রাখলেও তাঁদের মাঠে নামাননি ফেরান্দো। ৭ তারিখ এএফসি কাপের ম্যাচ। তার জন্যই কি এই পরিকল্পনা?

Image Credit source: TWITTER

কলকাতা: বড় ম্যাচ জেতার পর নৌ সেনার বিরুদ্ধে দাপুটে জয় এটিকে মোহনবাগানের (ATK Mohunbagan)। ২-০ গোলে নেভিকে হারিয়ে ডুরান্ডের শেষ আটের দৌড়ে ভেসে রইল সবুজ-মেরুন। সোমবার নেভিকে রাজস্থান হারালেই শেষ হয়ে যাবে মোহনবাগানের আশা। কলকাতার অপর প্রধান ইস্টবেঙ্গল এ দিন ছিটকে গেল ডুরান্ড কাপ (Durand Cup) থেকে। শনিবার মুম্বইয়ের বিরুদ্ধে লাল-হলুদের ম্যাচ নিয়মরক্ষার হয়ে দাঁড়াল। নৌ সেনার বিরুদ্ধে বিদেশিহীন দল সাজিয়েছিলেন ফেরান্দো (Juan Ferrando)। বড় ম্যাচের দল থেকে প্রথম একাদশে আটটি পরিবর্তন আনেন। খেলেননি লিস্টন কোলাসোও। ফারদিন আলি মোল্লা, রিকি সাবংরা অবশ্য হতাশ করেননি সবুজ-মেরুন কোচকে। ফেরান্দোর রিজার্ভ বেঞ্চ বরঞ্চ বেশ ভালো ফুটবল উপহার দিল। দ্বিতীয়ার্ধে ফারদিন, রিকির শট ক্রসপিসে না লাগলে ফলাফল বাড়তেই পারত।

ভারতীয় ব্রিগেডকে নামিয়েই হাসিমুখে মাঠ ছাড়লেন বাগান কোচ। ফারদিন, রিকি, অভিষেক সূর্যবংশী, রবি বাহাদুর রানা, এঞ্জসন সিংরা খেললেন ম্যাচে। দ্বিতীয়ার্ধে বিশাল কাইথকে তুলে আর্শ আনোয়ারকে তিন কাঠির তলায় খেলালেন বাগান কোচ। পোগবা, ম্যাকহিউকে রিজার্ভ বেঞ্চে রাখলেও তাঁদের মাঠে নামাননি ফেরান্দো। ৭ তারিখ এএফসি কাপের ম্যাচ। তার জন্যই কি এই পরিকল্পনা? ফেরান্দোর উত্তর, ‘আমার দলের প্রত্যেক ফুটবলারই গুরুত্বপূর্ণ। ওদেরকে দেখে নেওয়াই ছিল আসল উদ্দেশ্য।’ ফারদিন, রিকিদের খেলা প্রসঙ্গে বাগান কোচ বলেন, ‘ফারদিন আগের চেয়ে উন্নতি করেছে। তবে আরও উন্নতি প্রয়োজন। রিকি দ্বিতীয়ার্ধে নেমে বেশ মালো ফুটবল খেলল।’

রাজস্থান-নৌ সেনা ম্যাচের দিকে তাকিয়ে থাকা ছাড়া কোনও উপায় নেই মোহনবাগানের। ফেরান্দো অবশ্য বলছেন, ‘সেটা তো ঠিকই। তবে এখন আমার লক্ষ্য এএফসি কাপ। ৭ তারিখ কুয়ালা লামপুর এফসির বিরুদ্ধে ম্যাচ। ওই ম্যাচই এখন মাথায় ঘুরছে। বৃহস্পতিবার থেকেই তার পরিকল্পনা শুরু করে দেব।’ বুধবার মোহনবাগান-আইএফএর বৈঠকের পর কলকাতা লিগে সবুজ-মেরুনের খেলার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। নৌ সেনার বিরুদ্ধে রিজার্ভ বেঞ্চের ফুটবলাররা যা পারফর্ম করলেন, তাতে কলকাতা লিগ খেললেও হয়তো সমস্যায় পড়তে হবে না বাগান কোচকে।

Leave a Reply