১৬ সেপ্টেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে ইন্ডিয়া মহারাজা এবং ওয়ার্ল্ড জায়ান্টদের মধ্যে একটি বিশেষ ম্যাচ খেলা হবে। যেখান থেকে সংগ্রহিত অর্থ লাগানো হবে সামাজিক কাজে।
Image Credit source: Twitter
কলকাতা: লেজেন্ডস লিগ ক্রিকেট (Legends League Cricket) এবং বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব (Kapil Dev) শিশুকন্যাদের শিক্ষার উন্নতির লক্ষ্যে একত্রিত হয়েছেন। ১০ দলের দেশের ক্রিকেটের জগতের মহীরূহরা মহৎ উদ্দেশ্যে তহবিল সংগ্রহের জন্য একটি ম্যাচ খেলবে। আগামী ১৬ সেপ্টেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে ইন্ডিয়া মহারাজা এবং ওয়ার্ল্ড জায়ান্টদের মধ্যে একটি বিশেষ ম্যাচ খেলা হবে। যেখান থেকে সংগ্রহিত অর্থ লাগানো হবে সামাজিক কাজে।
খুশি হল একটি এনজিও যা ২০০৩ সালে প্রতিষ্ঠা করেছিলেন ক্রিকেট আইকন কপিল দেব। তরুণ ভারতীয়দের মানসম্পন্ন শিক্ষা এবং সামগ্রিক শিক্ষা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল এই এনজিওটি। লেজেন্ডস লিগ ক্রিকেটের সঙ্গে হাত মিলিয়ে কপিল দেব বলেন, “এনজিও খুশি এবং এই উদ্যোগ আমাদের সকলের। আমরা দেশের শিশুকন্যদের জন্য অনেক কিছু করতে চাই। অনেক কিংবদন্তি ক্রিকেটারা এমন একটি মহৎ উদ্দেশ্যে খেলতে এগিয়ে আসছে দেখে আমি উত্তেজনা বোধ করছি।”
তিনি আরও বলেন, “আমি মনে করি, দেশের শিশুকন্য়াদের জন্য আমাদের একত্র হওয়া প্রয়োজন। আশা করি আমরা সবাই তা করব। আমরা ইতিমধ্যেই ১২ টি রাজ্যে ৪৬ হাজার শিশুর পড়াশোনায় সাহায্য করে তাদের জীবন বদলে দেওয়ার কাজ করছি। এই কাজে অনেক দূর এগিয়েছি। যা হয়েছে তার থেকে আরও অনেক কিছু বেশি হওয়া প্রয়োজন।” মনে করেন কপিল। ওই বিশেষ ম্যাচ থেকে প্রাপ্ত অর্থ এনজিওর কাছে হস্তান্তর করা হবে। লেজেন্ডস লিগ ক্রিকেটের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বিবেক খুশালানি বলেছেন, “লেজেন্ডস লিগ ক্রিকেট মেয়েদের শিক্ষার জন্য নিজেদের সমর্থন ঘোষণা করতে পেরে অত্যন্ত আনন্দবোধ করছে। এই আর্থিক সহায়তা নিশ্চিতরূপে শিশুকন্যাদের সামগ্রিক বিকাশে সাহায্য করবে।”