Tennis: উইম্বলডন জিতে ফেডেরারকে ছাপিয়ে গিয়েছেন নোভাক জকোভিচ। এ বছর দু’টি গ্র্যান্ড স্লাম জিতেছেন রাফায়েল নাদাল। মেজর সংখ্যায় শীর্ষে নাদাল (২২)।
Image Credit source: TWITTER
কলকাতা : টেনিস ফলো করেন? তাহলে একটা সহজ প্রশ্ন। রাফায়েল নাদাল (Rafael Nadal), রজার ফেডেরার (Roger Federer), নোভাক জকোভিচের (Novak Djokovic) মধ্যে সর্বকালের সেরা কে? সহজ মনে হলেও এক্কেবারেই সহজ নয়। ক্লাস, ধারাবাহিকতা, গ্র্যান্ড স্লাম সংখ্যা। সব দিক বিচার করে আদৌ কি একজনকে বেছে নেওয়া সম্ভব? প্রশ্নটাকে আর সহজ বলা যায় না। এই প্রশ্নের সঠিক উত্তর পেতে হয়তো আরও কয়েকটা বছর সময় লাগবে।
একটা পরিসংখ্যান। ২০১৮ সালের কথা। বিশ্বের প্রাক্তন এক নম্বর রজার ফেডারের গ্র্যান্ড স্লাম সংখ্যা তখন ২০। অস্ট্রেলিয়ান ওপেনে কেরিয়ারের ২০ তম গ্র্যান্ড স্লাম জিতেছিলেন কিংবদন্তি রজার ফেডেরার। স্প্যানিশ তারকা রাফায়েল নাদালের গ্র্যান্ড স্লাম সংখ্যা সে সময় ১৭। আর সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ জিতেছিলেন ১৪ টি গ্র্যান্ড স্লাম। ফেডেরার ছাড়া আর কাউকেই সর্বকালের সেরার তালিকায় রাখার প্রশ্নও ওঠেনি। ২০২০-র পরিস্থিতি পুরোপুরি পাল্টে গিয়েছে। কোভিডের কারণে বেশ কিছু প্রতিযোগিতা বাতিল হয়। ফরাসি ওপেনের সূচি পরিবর্তন হয়। ফাইনালে নোভাক জকোভিচকে হারান লাল সুড়কির রাজা রাফায়েল নাদাল। কেরিয়ারের ২০ তম গ্র্যান্ড স্লাম জেতেন। সে সময় ফেডেরারকে ছাপিয়ে সর্বকালের সেরা হওয়ার পথে রাফা। এরপর ২০২১ সাল। চারটির মধ্যে তিনটি গ্র্যান্ড স্লাম জয় নোভাক জকোভিচের। সংখ্যায় ছুঁয়ে ফেলেন ফেডেরার, নাদালকে।
এই ত্রয়ীর মধ্যে আলাদা করে সর্বকালের সেরা কাকে বেছে নেওয়া যায়? উত্তর এখনও পাওয়া যায়নি। ফেডেরারে গ্র্যান্ড স্লাম সংখ্যা একই রয়েছে। নোভাক জকোভিচ এ বছর অস্ট্রেলিয়ান ওপেন, যুক্তরাষ্ট্র ওপেনে অংশ নিতে পারেননি। কোভিড টিকা না নেওয়ায়। উইম্বলডন জিতে ফেডেরারকে ছাপিয়ে গিয়েছেন নোভাক জকোভিচ। এ বছর দু’টি গ্র্যান্ড স্লাম জিতেছেন রাফায়েল নাদাল। মেজর সংখ্যায় শীর্ষে নাদাল (২২)। এর পর নোভাক (২১) এবং ফেডেরার (২০)। এই ত্রয়ীর মধ্যে সর্বকালের সেরা কাকে, কীভাবে বেছে নেওয়া যায়?