হংকংয়ের কোটিপতি ক্রিকেটারকে নিয়ে নানা তথ্য


এশিয়া কাপে আজ ভারতের প্রতিপক্ষ হংকং। কাগজে কলমে ভারতের থেকে অনেকটাই পিছিয়ে হংকং। আলাদা করে নজর কাড়তে পারেন অলরাউন্ডার কিঞ্চিৎ শাহ। জন্ম ভারতে। আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার শুরু ২০১৪ সালে।


Aug 31, 2022 | 7:30 AM

| Edited By: Dipankar Ghoshal

Aug 31, 2022 | 7:30 AM




 কিঞ্চিৎ শাহ (Kinchit Shah)। হংকংয়ের এই ক্রিকেটারের জন্ম মুম্বইতে (Mumbai)। পরিবার হংকং পাড়ি দেয়, কিঞ্চিৎয়ের বয়স তখন সবে তিন মাস। (ছবি : টুইটার)

কিঞ্চিৎ শাহ (Kinchit Shah)। হংকংয়ের এই ক্রিকেটারের জন্ম মুম্বইতে (Mumbai)। পরিবার হংকং পাড়ি দেয়, কিঞ্চিৎয়ের বয়স তখন সবে তিন মাস। (ছবি : টুইটার)

 কিঞ্চিৎয়ের বাবা দেবাং শাহ হীরের ব্যবসায়ী। মুম্বই, হংকং, নিউ ইয়র্কেও ব্যবসা রয়েছে। হংকং (Hongkong) টি ২০ লিগে দল কিনেছেন দেবাং শাহ। সেই টিমে খেলেছেন ড্যারেন সামির মতো তারকা ক্রিকেটার। (ছবি : টুইটার)

কিঞ্চিৎয়ের বাবা দেবাং শাহ হীরের ব্যবসায়ী। মুম্বই, হংকং, নিউ ইয়র্কেও ব্যবসা রয়েছে। হংকং (Hongkong) টি ২০ লিগে দল কিনেছেন দেবাং শাহ। সেই টিমে খেলেছেন ড্যারেন সামির মতো তারকা ক্রিকেটার। (ছবি : টুইটার)

কোটিপতি পরিবারের ক্রিকেটার কিঞ্চিৎ শাহর পারফরম্যান্স নজর কাড়া। ব্যাটিং, বোলিংয়ের পাশাপাশি উইকেটরক্ষণও পারেন কিঞ্চিৎ। হংকং জাতীয় দলের সহ অধিনায়কও তিনি। (ছবি : টুইটার)

কোটিপতি পরিবারের ক্রিকেটার কিঞ্চিৎ শাহর পারফরম্যান্স নজর কাড়া। ব্যাটিং, বোলিংয়ের পাশাপাশি উইকেটরক্ষণও পারেন কিঞ্চিৎ। হংকং জাতীয় দলের সহ অধিনায়কও তিনি। (ছবি : টুইটার)

আন্তর্জাতিক টি ২০ তে ৪৩ ম্যাচে ৬৩৩ রান করেছেন। তিনটি অর্ধশতরান করেছেন। স্ট্রাইক রেট ১০৭। (ছবি : টুইটার)

আন্তর্জাতিক টি ২০ তে ৪৩ ম্যাচে ৬৩৩ রান করেছেন। তিনটি অর্ধশতরান করেছেন। স্ট্রাইক রেট ১০৭। (ছবি : টুইটার)

টি ২০ তে উইকেট নিয়েছেন ১১ টি। গত এশিয়া কাপে (ওয়ান ডে ফরম্যাট) ভারতের (India vs Hongkong) বিরুদ্ধে অনবদ্য পারফর্ম করেছিলেন কিঞ্চিৎ। (ছবি : টুইটার)

টি ২০ তে উইকেট নিয়েছেন ১১ টি। গত এশিয়া কাপে (ওয়ান ডে ফরম্যাট) ভারতের (India vs Hongkong) বিরুদ্ধে অনবদ্য পারফর্ম করেছিলেন কিঞ্চিৎ। (ছবি : টুইটার)






Most Read Stories


Leave a Reply