Gautam Adani: আম্বানি নয়, বিশ্বের ধনীতম স্পোর্টস টিমের মালিক এখন আদানি


আমেরিকার এনবিএ লিগের টিমের মালিক স্টিভ ব্যালমারকেও পিছনে ফেলেছে আদানি গ্রুপ।

Image Credit source: Twitter

কলকাতা: ভারতের সেরা ধনীদের তালিকায় আগেই ছিলেন। এবার বিশ্বের সেরা ধনকুবেরের তালিকায় ঢুকে পড়লেন বিজনেস কনগ্লোমারেট আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি (Goutam Adani) । ব্লুমবার্গ বিলিয়েনিয়ার্স ইনডেক্স (Bloomberg Billionaires Index) অনুযায়ী ফ্রান্সের বার্নার্ড আর্নল্টকে পিছনে ফেলে বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি এখন গৌতম আদানি। একইসঙ্গে ধনীতম স্পোর্টস টিমের মালিকও। আমেরিকার এনবিএ লিগের টিমের মালিক স্টিভ ব্যালমারকেও পিছনে ফেলেছে আদানি গ্রুপ। রকেট গতিতে যখন আদানির উত্থান তখন স্বদেশী বিজনেস টাইকুন, মুম্বই ইন্ডিয়ান্সের মালিক মুকেশ আম্বানি নেমে গিয়েছেন ১১তম স্থানে। প্রথম তিনে এলন মাস্ক ও জেফ বেজোসের সঙ্গে থাকা ৬০ বছরের গৌতম আদানি সম্পত্তির পরিমাণ ১৩৭.৪ বিলিয়ন ডলার। রিলায়েন্সের প্রধান মুকেশ আম্বানির (Mukesh Ambani) বর্তমান সম্পত্তির পরিমাণ ৯১.৯ বিলিয়ন ডলার।

রিলায়েন্স ইন্ড্রাস্ট্রি ও টাটা গ্রুপের পর আদানি গ্রুপ হল ভারতের তৃতীয় বিজনেস কনগ্লোমারেট। জ্বালানি, বন্দর, লজিস্টিক, খনি, এবং সম্পদ, গ্যাস, প্রতিরক্ষা, মহাকাশ এবং বিমানবন্দরে বিস্তৃত ব্যবসা তাদের। এছাড়াও ক্রীড়াক্ষেত্রেও ভাগ্য পরীক্ষা করেছে আদানি গ্রুপ। তাদের স্পোর্টস ইনভেস্টমেন্টগুলি হল-

  • প্রো কবাডি লিগের টিম গুজরাত জায়ান্টস।
  • রয়েছে খো খো লিগের টিম।
  • সংযুক্ত আরব আমিরশাহির টি-২০ লিগে ফ্র্যাঞ্চাইজি কিনেছে আদানি গ্রুপ।
  • সম্প্রতি লেজেন্ডস ক্রিকেট লিগে দল কিনেছে আদানি গ্রুপ।

আম্বানিরা যা এতদিন করতে পারেনি তা আদানি করে দেখিয়েছে। এই প্রথম ব্লুমবার্গ বিলিয়েনিয়ার ইন্ডেক্সের শীর্ষ তিনে প্রবেশ এশিয়া মহাদেশের কোনও মানুষের।

Leave a Reply