সূর্যকুমার যাদবের নাম স্কাই হল কীভাবে, জানেন?


সূর্যকুমার যাদব… ভারতীয় দলের মিডল অর্ডারের সফল ব্যাটার তিনি। মাঠের চারিদিকেই তাঁর ব্যাট থেকে শট দেখা যায়। যার ফলে তাঁকে ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’ বলা হয়। একইসঙ্গে তিনি স্কাই নামেও পরিচিত। হঠাৎ সূর্যকুমার কীভাবে স্কাই হলেন? জানেন কী?


Sep 01, 2022 | 7:33 PM

| Edited By: Sanghamitra Chakraborty

Sep 01, 2022 | 7:33 PM




সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), ভারতীয় দলের মিডল অর্ডারের সফল ব্যাটার তিনি। মাঠের চারিদিকেই তাঁর ব্যাট থেকে শট দেখা যায়। যার ফলে তাঁকে 'মিস্টার ৩৬০ ডিগ্রি' বলা হয়। একইসঙ্গে তিনি স্কাই নামেও পরিচিত। হঠাৎ সূর্যকুমার কীভাবে স্কাই হলেন? জানেন কী? (ছবি-টুইটার)

সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), ভারতীয় দলের মিডল অর্ডারের সফল ব্যাটার তিনি। মাঠের চারিদিকেই তাঁর ব্যাট থেকে শট দেখা যায়। যার ফলে তাঁকে ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’ বলা হয়। একইসঙ্গে তিনি স্কাই নামেও পরিচিত। হঠাৎ সূর্যকুমার কীভাবে স্কাই হলেন? জানেন কী? (ছবি-টুইটার)

২০১৪ সালে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতেন সূর্যকুমার যাদব। সেই দলের অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীর। কেকেআর অধিনায়কই সূর্যকুমারের স্কাই নামকরণ করেন। (ছবি-টুইটার)

২০১৪ সালে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতেন সূর্যকুমার যাদব। সেই দলের অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীর। কেকেআর অধিনায়কই সূর্যকুমারের স্কাই নামকরণ করেন। (ছবি-টুইটার)

বর্তমানে এশিয়া কাপে ব্যস্ত সূর্যকুমার যাদব। হংকংয়ের বিরুদ্ধে ম্যাচের পর তিনি জানান, তাঁর স্কাই নামটি কে দিয়েছেন। সেই নামের পিছনের অর্থই বা কী। (ছবি-টুইটার)

বর্তমানে এশিয়া কাপে ব্যস্ত সূর্যকুমার যাদব। হংকংয়ের বিরুদ্ধে ম্যাচের পর তিনি জানান, তাঁর স্কাই নামটি কে দিয়েছেন। সেই নামের পিছনের অর্থই বা কী। (ছবি-টুইটার)

সূর্যকুমার জানান, ২০১৪ সালে তিনি যখন কলকাতা নাইট রাইডার্সে খেলতেন, সেই সময় গৌতম গম্ভীর তাঁকে স্কাই বলে ডেকেছিলেন। একবার নয়, বেশ কয়েকবার কেকেআর অধিনায়ক সূর্যকুমার যাদবকে স্কাই বলে ডাকতে থাকেন। (ছবি-টুইটার)

সূর্যকুমার জানান, ২০১৪ সালে তিনি যখন কলকাতা নাইট রাইডার্সে খেলতেন, সেই সময় গৌতম গম্ভীর তাঁকে স্কাই বলে ডেকেছিলেন। একবার নয়, বেশ কয়েকবার কেকেআর অধিনায়ক সূর্যকুমার যাদবকে স্কাই বলে ডাকতে থাকেন। (ছবি-টুইটার)

গৌতির ডাকে শুরুতে সাড়া দেননি সূর্যকুমার। পরে তিনি গৌতির দিকে যখন তাকান, তিনি জানান, সূর্যকুমারকেই তিনি ডাকছেন। এবং তাঁর নামের আদ্যক্ষর থেকেই দেখা যাচ্ছে স্কাই (SKY) এসেছে। ব্যস তার পর থেকে ক্রিকেটবিশ্বে স্কাই নিজের ছাপ রাখা শুরু করেন। (ছবি-টুইটার)

গৌতির ডাকে শুরুতে সাড়া দেননি সূর্যকুমার। পরে তিনি গৌতির দিকে যখন তাকান, তিনি জানান, সূর্যকুমারকেই তিনি ডাকছেন। এবং তাঁর নামের আদ্যক্ষর থেকেই দেখা যাচ্ছে স্কাই (SKY) এসেছে। ব্যস তার পর থেকে ক্রিকেটবিশ্বে স্কাই নিজের ছাপ রাখা শুরু করেন। (ছবি-টুইটার)






Most Read Stories


Leave a Reply