Premier League: হালান্ডের হ্য়াটট্রিকে ম্যান সিটির বড় জয়


ইপিএলে নটিংহ্যাম ফরেস্টকে হাফডজন গোল দিল ম্যাঞ্চেস্টার সিটি। প্রিমিয়ার লিগে এই নিয়ে পরপর দুই ম্যাচে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন ম্যান সিটির তারকা আর্লিং হালান্ড। নটিংহ্যামের বিরুদ্ধে হালান্ডের হ্যাটট্রিকের পাশাপাশি জোড়া গোল করেন জুলিয়ান আলভারেজ। অপর একটি গোল জোয়াও ক্যান্সেলোর।


Sep 01, 2022 | 12:52 PM

| Edited By: Sanghamitra Chakraborty

Sep 01, 2022 | 12:52 PM




ইপিএলে (EPL) নটিংহ্যাম ফরেস্টকে হাফডজন গোল দিল ম্যাঞ্চেস্টার সিটি। প্রিমিয়ার লিগে এই নিয়ে পরপর দুই ম্যাচে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন ম্যান সিটির তারকা আর্লিং হালান্ড। নটিংহ্যামের বিরুদ্ধে হালান্ডের হ্যাটট্রিকের পাশাপাশি জোড়া গোল করেন জুলিয়ান আলভারেজ। অপর একটি গোল জোয়াও ক্যান্সেলোর। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

ইপিএলে (EPL) নটিংহ্যাম ফরেস্টকে হাফডজন গোল দিল ম্যাঞ্চেস্টার সিটি। প্রিমিয়ার লিগে এই নিয়ে পরপর দুই ম্যাচে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন ম্যান সিটির তারকা আর্লিং হালান্ড। নটিংহ্যামের বিরুদ্ধে হালান্ডের হ্যাটট্রিকের পাশাপাশি জোড়া গোল করেন জুলিয়ান আলভারেজ। অপর একটি গোল জোয়াও ক্যান্সেলোর। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

Premier League: হালান্ডের হ্য়াটট্রিকে ম্যান সিটির বড় জয়






Most Read Stories


Leave a Reply