গ্রুপ সেরা হওয়ার ম্যাচে মহমেডান-বেঙ্গালুরু এফসি


Durand Cup 2022: ডুরান্ড কাপে গ্রুপ এ থেকে নকআউট নিশ্চিত করেছে বেঙ্গালুরু এফসি ও মহমেডান স্পোর্টিং। আজ মুখোমুখি এই দুই দল। যে দল জিতবে গ্রুপ সেরা হয়েই নক আউটে যাবে।


Sep 02, 2022 | 8:30 AM

| Edited By: Dipankar Ghoshal

Sep 02, 2022 | 8:30 AM




ডুরান্ড কাপে আজ মুখোমুখি মহমেডান স্পোর্টিং ও বেঙ্গালুরু এফসি। গ্রুপ এ থেকে দুটি দলই নকআউটে জায়গা করে নিয়েছে। (ছবি : ফেসবুক)

ডুরান্ড কাপে আজ মুখোমুখি মহমেডান স্পোর্টিং ও বেঙ্গালুরু এফসি। গ্রুপ এ থেকে দুটি দলই নকআউটে জায়গা করে নিয়েছে। (ছবি : ফেসবুক)

মহমেডান স্পোর্টিং কোচও চাইবেন মার্কাস জোসেফকে ছাড়া দল কেমন খেলে সেটা পরখ করে নিতে। তেমনই ছন্দ ধরে রাখাতেও নজর থাকবে দুই কোচেরই। (ছবি : ফেসবুক)

মহমেডান স্পোর্টিং কোচও চাইবেন মার্কাস জোসেফকে ছাড়া দল কেমন খেলে সেটা পরখ করে নিতে। তেমনই ছন্দ ধরে রাখাতেও নজর থাকবে দুই কোচেরই। (ছবি : ফেসবুক)

গ্রুপের শেষ ম্যাচে দু দলের কম্বিনেশন নিয়েই ধোঁয়াশা থাকছে। নক আউটের আগে ফুটবলারদের চোটমুক্ত রাখার দিকেই নজর থাকবে দুই কোচের। (ছবি : ফেসবুক)

গ্রুপের শেষ ম্যাচে দু দলের কম্বিনেশন নিয়েই ধোঁয়াশা থাকছে। নক আউটের আগে ফুটবলারদের চোটমুক্ত রাখার দিকেই নজর থাকবে দুই কোচের। (ছবি : ফেসবুক)

দুই কোচই শুরু থেকে তারকা ফুটবলারদের নাও খেলাতে পারে। বেঙ্গালুরু এফসি চাইবে সুনীল ছেত্রী, রয় কৃষ্ণাকে ফিট রাখতে। (ছবি : ফেসবুক)

দুই কোচই শুরু থেকে তারকা ফুটবলারদের নাও খেলাতে পারে। বেঙ্গালুরু এফসি চাইবে সুনীল ছেত্রী, রয় কৃষ্ণাকে ফিট রাখতে। (ছবি : ফেসবুক)

আজকের ম্যাচে যে জিতবে, গ্রুপ সেরা হয়েই নকআউটে যাবে। সে ক্ষেত্রে নকআউটে শক্তিশালী দল এড়ানোর সুযোগ থাকবে। (ছবি : ফেসবুক)

আজকের ম্যাচে যে জিতবে, গ্রুপ সেরা হয়েই নকআউটে যাবে। সে ক্ষেত্রে নকআউটে শক্তিশালী দল এড়ানোর সুযোগ থাকবে। (ছবি : ফেসবুক)






Most Read Stories


Leave a Reply