‘আমরাও ১৪৭ রানে অলআউট করেছি’, কেন এমন বললেন রাহুল দ্রাবিড়?


Asia Cup 2022: ‘এখানে খুব বেশি পরীক্ষার পথে হাঁটছি না। চোট আঘাত না থাকলে পরবর্তী ম্যাচেও সেরা একাদশ নামানোয় নজর থাকবে। এখানে কোনও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ভাবনা থাকছে না।’

Image Credit source: TWITTER

দুবাই : এক সপ্তাহের ব্যবধানে ফের ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ। তার আগে রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) ছিটকে যাওয়া বড় ধাক্কা। একদিকে সমস্যা। ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) বাকিদের কাছে সুযোগ হিসেবেও দেখছেন। একটি ভারসাম্যের স্কোয়াড বেছে নিতে চাইছেন দ্রাবিড়। জাডেজার মতো কোনও চোটের ঘটনা না হলে, অযথা একাদশে পরিবর্তন করবেন না, পরিষ্কার করে দিলেন রাহুল দ্রাবিড়। গত রবিবার পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ উইকেটের জয়ে এশিয়া কাপ অভিযান শুরু করে ভারত। আরও একটা ভারত-পাকিস্তান ম্যাচের আগে ভারতীয় দলের হেড কোচের সামনে বোলিংয়ের তুলনা করা হয়। পাকিস্তানের বোলিং লাইন আপ তুলনা মূলক শক্তিশালী, এমনটাই বলা হয় দ্রাবিড়কে। উত্তরে দ্রাবিড়ও মনে করিয়ে দিলেন গত ম্যাচের পারফরম্যান্স।

ভারত-পাকিস্তান, কোন দলের বোলিং বেশি শক্তিশালী? রাহুল দ্রাবিড় পাল্টা মনে করিয়ে দিলেন, ‘পাকিস্তান ভালো বোলিং করছে। কিন্তু এটাও ভুললে চলবে না, ওদের ১৪৭ রানে অলআউট করেছি আমরা। বাইরে থেকে অনেকের মনে হতে পারে ওদের কেউ ১৪৫ কিমিতে বোলিং করছে। ১৪৫ এ বল করছি না ১৩৫, ১২৫ এ, সুইং করছে কী না, সেটার উপর বোলিং বিশ্লেষণ হয় না। ফলের উপর নির্ভর করে। পাকিস্তানের বোলিংকে সম্মান জানাই। আমি আমার দলের বোলিং লাইন আপ নিয়ে আত্মবিশ্বাসী। এই বোলিং লাইন আপ রেজাল্ট দিয়েছে। আবেশ গরমে কিছুটা কাহিল হয়ে পড়েছে। আশা করছি, কালকের ম্যাচে খেলতে পারবে।’

জাডেজা প্রসঙ্গে কোচ রাহুল দ্রাবিড় বলেন, ‘এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছে। মেডিক্যাল টিম দেখছে ওকে। বিশ্বকাপ এখনও অনেক দেরী। এখনই ও ছিটকে গিয়েছে ভাবছি না। চোট খেলার অংশ। দেখা যাক কী হয়। রিহ্যাবের উপর অনেকটা নির্ভর করছে। আমি এটাও মনে করছি না ও বিশ্বকাপে নেই, আবার এও বলছি না, ও বিশ্বকাপে খেলবে। আগে পরিষ্কার ধারণা নিই, তারপর ভাববো।’

বুমরা নেই। জাডেজাও এশিয়া কাপ থেকে ছিটকে গেল। বিশ্বকাপের প্রস্তুতিতে কতটা কতটা প্রভাব ফেলছে। দ্রাবিড় বলেন, ‘আমাদের কাছে এশিয়া কাপ গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। বিশ্বকাপের প্রস্তুতি সারবো। চোট সমস্যা শুধুমাত্র আমাদেরই নয়। অনেক দলেই রয়েছে। এর মধ্যে বাকিদের দেখে নেওয়ারও সুযোগ থাকছে। বুমরা, হর্ষল, জাডেজা কত তাড়াতাড়ি ফেরে, দেখা যাক। এর মধ্যে ব্যাক-আপও প্রস্তুত রাখছি আমরা। চোটের জন্য কিছু প্লেয়ারকে না পাওয়া যেমন সমস্যা, তেমনই বাকিদের দেখে নেওয়ারাও সুযোগ।’

অফস্পিনারদের ভূমিকা। ‘আমাদের দলে বিশ্বের অন্যতম সেরা অফস্পিনার রয়েছে। হংকংয়ের অফস্পিনারের (এহসান খান) বোলিংও ভালো লেগেছে। ইনিংসের শুরুতে বোলিং করেছে, তেমনই স্লগ ওভারেও। এখন সব দল অফস্পিনার খেলায় না। রিস্ট স্পিনারদের উপর বেশি ভরসা করা হয়। টি ২০ ফরম্যাটে ওরা গুরুত্বপূর্ণ ভূমিকাও নেয়। অশ্বিন বিশ্বের অন্য়তম সেরা অফস্পিনার। চোট সমস্যা না হলে এই টুর্নামেন্টে সেরা একাদশই নামাবো। এখানে খুব বেশি পরীক্ষার পথে হাঁটছি না। চোট আঘাত না থাকলে পরবর্তী চার ম্যাচেও সেরা একাদশ নামানোয় নজর থাকবে। এখানে কোনও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ভাবনা থাকছে না।’

Leave a Reply