Asia Cup 2022, India vs Pakistan: হংকংয়ের বিরুদ্ধে বিশ্রাম দেওয়া হয়েছিল পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে। তিনি একাদশে ফিরবেন। জাডেজার জায়গায় কে? একাদশে অটোমেটিক চয়েস হতে পারেন অক্ষর।
Image Credit source: TWITTER
দুবাই : রবীন্দ্র জাডেজার একটা বাক্য খুবই তাৎপর্য। এশিয়া কাপে (Asia Cup 2022) নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছিল ভারত। গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন চার নম্বরে নামা রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) এবং আর এক অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ম্যাচের পর হার্দিক-জাডেজার সাক্ষাৎকারের একটি ভিডিও পোস্ট করেছিল বিসিসিআই। জাডেজা একটা অংশে মন্তব্য করেছিলেন- ভারতীয় ব্যাটিং সাধারণত টপ থ্রি-র জন্যই পরিচিত, মিডল অর্ডারের উপর দায়িত্ব আসায় এবং প্রত্যাশা পূরণ করতে পারায় উচ্ছ্বসিত ছিলেন জাডেজা। পাকিস্তান (India vs Pakistan) ম্যাচের আগে জাডেজার ছিটকে যাওয়া ভারতীয় শিবিরে বড় ধাক্কা। ব্যাটিং-বোলিংয়ের পাশাপাশি তাঁর ফিল্ডিং ভারতীয় শিবিরে বিরাট পার্থক্য গড়ে দেয়। হংকংয়ের বিরুদ্ধেও একটি রান আউট করেন জাডেজা। পরিবর্তে স্কোয়াডে যোগ করা হয়েছে অক্ষর প্যাটেলকে। কম্বিনেশন কী হবে, তা নিয়ে নানা ধোঁয়াশা রয়েছে।
হংকংয়ের বিরুদ্ধে বিশ্রাম দেওয়া হয়েছিল পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে। তিনি একাদশে ফিরবেন। জাডেজার জায়গায় কে? একাদশে অটোমেটিক চয়েস হতে পারেন অক্ষর। তবে দুবাইতে দলে যোগ দেওয়ার পর সেভাবে অনুশীলনের সুযোগও পাননি অক্ষর। তাঁকে না পাওয়া গেলে কম্বিনেশন কী হতে পারে? একজন বাঁ হাতি ব্যাটার খেলানোর জন্য ঋষভ পন্থকে একাদশে রাখা হলে টপ অর্ডারে কাউকে বাদ দিতে হবে। এ বছর অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপ। রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে প্রথম পছন্দ লোকেশ রাহুল। পাকিস্তান ম্যাচে রাহুলকে বসিয়ে রোহিতের সঙ্গে ওপেন করানো হলেও অবাক হওয়ার কিছু নেই। গত এক বছরে ভারতীয় দলে অধিনায়ক, সহ অধিনায়ক বদলের মতো পরীক্ষা হয়েছে নানা ওপেনিং কম্বিনেশন নিয়েও। ওয়েস্ট ইন্ডিজ সফরে সূর্যকুমার যাদবও ওপেন করেছেন। রবিবার রোহিত-ঋষভ ওপেন করলে এবং অক্ষরকে না পাওয়া গেলে একাদশে ঢুকতে পারেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর অভিজ্ঞতা যে কোনও দলের কাছে সম্পদ। সে ক্ষেত্রে অবশ্য বোলিংয়ে বৈচিত্র কমবে। আইপিএলে ব্যাট হাতেও নজর কেড়েছেন।
আরেকটা সম্ভাবনাও ঘোরাফেরা করছে। দীপক হুডা। মিডল অর্ডার, টপ অর্ডার, দুই পজিশনেই ব্যাট করতে পারেন। আয়ারল্যান্ড সফরে প্রথম টি ২০ তে ওপেন করেছিলেন। দ্বিতীয় ম্যাচে তিনে ব্যাট করে ভারতের চতুর্থ ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি ২০ তে শতরান করেছিলেন। রোহিতের সঙ্গে দীপক হুডা ওপেন করলে একটা বোলিং বিকল্পও বাড়বে। টি ২০ বিশ্বকাপের আগে পরীক্ষা নিরীক্ষা চলবে। এমনকি এশিয়া কাপেও পরীক্ষার কথা বলেছেন অধিনায়ক রোহিত শর্মা। শেষ অবধি কোন অঙ্ক মিলবে, নজর ভারত-পাকিস্তান ম্যাচেই।