Asia Cup 2022: আফগানিস্তানের উইকেটরক্ষক ব্যাটার রহমতুল্লা গুরবাজের বিধ্বংসী ইনিংস কাজে এল না।
Image Credit source: TWITTER
শারজা : এশিয়া কাপের (Asia Cup 2022) সুপার ফোরে প্রথম ম্যাচেই হাড্ডাহাড্ডি লড়াই। প্রথম দল হিসেবে সুপার ফোর নিশ্চিত করেছিল আফগানিস্তান (Afghanistan)। সুপার ফোরে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে অনবদ্য জয় শ্রীলঙ্কার। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বড় রান তাড়া করে জিতেছিল শ্রীলঙ্কা (Sri Lanka)। এশিয়া কাপে টানা ছয় ম্যাচ হারের পর প্রথম জয়ের স্বাদ পেয়েছিল। বাংলাদেশের পর এবার আফগানিস্তান। রান তাড়া করে জয় শ্রীলঙ্কার। শারজায় ১৭৬ রানের লক্ষ্য পেরোল ৪ উইকেট এবং ৫ বল হাতে রেখেই। আফগানিস্তানের উইকেটরক্ষক ব্যাটার রহমতুল্লা গুরবাজের বিধ্বংসী ইনিংস কাজে এল না। সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে কাল, রবিবার ভারত-পাকিস্তান মহারণ। ম্যাচটি হবে দুবাইতে।
টসে জিতে রান তাড়ার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা। বিধ্বংসী ব্যাটিং শুরু করেন আফগানিস্তানের দুই ওপেনার হজরতুল্লা জাজাই এবং রহমতুল্লা গুরবাজ। বিশেষ করে বলতে হয় গুরবাজের কথা। জাজাইকে ফিরিয়ে আফগান শিবিরে প্রথম ধাক্কা দেন দিলশান মধুশঙ্কা। গুরবাজকে আটকানো যায়নি। ইব্রাহিম জাদরানের সঙ্গে ৬৪ বলে ৯৩ রান যোগ করেন গুরবাজ। দুই ওভারের ব্যবধানে এই দুই ব্যাটার ফিরতেই চাপে পড়ে আফগানিস্তান। স্লগ ওভারে অনবদ্য বোলিং শ্রীলঙ্কার। রহমতুল্লা গুরবাজ ৪৫ বলে ৮৪ রান করেন। ৪টি বাউন্ডারি এবং আধডজন ওভার বাউন্ডারি। ইব্রাহিম জাদরান ৪০ রান করলেও মূলত ইনিংস অ্যাঙ্কর করেন। ৩৮ বলে এই রান করেন ইব্রাহিম। ১৫ ওভারে ১৩৮-১ থেকে ২০ ওভারে ১৭৫-৬ আফগানিস্তান। লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারঙ্গা উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ২৩ রান দেন।
বিস্তারিত আসছে…