IPL 2023: গত আইপিএলের সময়ই বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি নিশ্চিত করেন, পরবর্তী আইপিএলেও খেলবেন। চেন্নাইয়ের হোম গ্রাউন্ডে খেলেই বিদায় জানাতে চান ধোনি। এমন ভাবনার কথা জানালেও, অবসর প্রসঙ্গ পরিষ্কার করেননি।
Image Credit source: TWITTER
নয়াদিল্লি : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2023) পরের মরসুমে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক কে! গত মরসুমে নেতৃত্ব ছেড়েছিলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। তাঁর কথাতেই রবীন্দ্র জাডেজাকে অধিনায়ক করা হয়। আইপিএলে চেন্নাইয়ের (CSK) শুরু একেবারেই ভালো হয়নি। জাডেজার পারফরম্যান্সও তলানিতে ছিল। নেতৃত্বের চাপ নিতে পারেননি। মহেন্দ্র সিং ধোনিকেই নেতৃত্ব ফিরিয়ে দেন জাডেজা। চোটের জন্য জাডেজা আইপিএলের মাঝপথেই ছিটকে যান। খারাপ শুরু থেকে ঘুরে দাঁড়াতে পারেনি চেন্নাই। গ্রুপ পর্বেই ছিটকে যায় চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনি কি পরবর্তী মরসুমেও খেলবেন? নেতৃত্বই বা কে দেবেন! এমন প্রশ্ন আসা স্বাভাবিক।
বয়স শুধুই সংখ্যা মাত্র। পরবর্তী আইপিএলে ধোনির ৪২ হতে চলেছে। ফিটনেস এখনও ঈর্ষণীয়। পরবর্তী আইপিএলে ধোনিই নেতৃত্ব দেবেন, নিশ্চিত করলেন চেন্নাই সুপার কিংসের মুখ্য কার্যনির্বাহি আধিকারিক কাশী বিশ্বনাথন। ধোনির নেতৃত্বে চার বার আইপিএল জিতেছে চেন্নাই সুপার কিংস। তাদের সিইও বলেন, ‘পরবর্তী আইপিএলেও ধোনিই চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দেবেন।’ ২০০৮ সালে আইপিএলের শুরু হয়। তখন থেকেই সিএসকের নেতৃত্বে মহেন্দ্র সিং ধোনি। মাঝে দু’বছর নির্বাসিত ছিল চেন্নাই। গত মরসুমে আইপিএল শুরুর মাত্র ২ দিন আগে নেতৃত্বের ব্যাটন জাডেজার হাতে তুলে দিয়েছিলেন ধোনি। কয়েক ম্যাচ পর থেকে ফের ধোনিকেই নেতৃত্ব দিতে হয়।
গত আইপিএলের সময়ই বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি নিশ্চিত করেন, পরবর্তী আইপিএলেও খেলবেন। চেন্নাইয়ের হোম গ্রাউন্ডে খেলেই বিদায় জানাতে চান ধোনি। এমন ভাবনার কথা জানালেও, অবসর প্রসঙ্গ পরিষ্কার করেননি। কোভিডের জন্য গত আইপিএলও বায়ো-বাবলে হয়েছিল। ফলে চেন্নাই সমর্থকদের সামনে দীর্ঘ সময় খেলার সুযোগ পাননি ধোনি। এটিকেই কারণ হিসেবে বলেছিলেন এমএসডি। বলেছিলেন, ‘পরবর্তী আইপিএলেও খেলতে চাই। কারণটা খুব সহজ। চেন্নাইয়ে না খেলে এবং সমর্থকদের কৃতজ্ঞতা না জানানোটা ভালো হবে না।’ ধোনির নেতৃত্বে চার বার আইপিএলের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগ খেতাবও দু-বার জিতেছে চেন্নাই সুপার কিংস। গত মরসুমের হতাশাজনক পারফরম্যান্স ভুলে পরবর্তী আইপিএলে ভালো পারফর্ম করাই লক্ষ্য সিএসকের।