জাদেজার পর অনিশ্চিত আভেশ খানও! পাকিস্তানের বিরুদ্ধে কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ?


Published by: Subhajit Mandal |    Posted: September 4, 2022 10:40 am|    Updated: September 4, 2022 10:40 am

স্টাফ রিপোর্টার: রবীন্দ্র জাদেজা, এশিয়া কাপ ছেড়ে দিন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও (T-20 World Cup) সম্ভবত নেই। আভেশ খান, ভাইরাল জ্বরে ভুগছেন। রবিবাসরীয় পাক যুদ্ধে তাঁকে পাওয়ার সম্ভাবনা প্রায় নেই। ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় আশা ছেড়ে দিয়েছেন।

নাসিম শাহ বনাম বিরাট কোহলি আছে। হ্যারিস রউফ বনাম রোহিত শর্মা (Rohit Sharma) আছে। ভুবনেশ্বর কুমার বনাম বাবর আজম আছে। সর্বোপরি ভারত বনাম পাকিস্তান আছে। কিন্তু সম্প্রীতি, সুপার ফোরের যুদ্ধের ওম ভুলে যেন অনেক বেশি করে আছে একরাশ চিন্তা আর চাপ চাপ আতঙ্ক! ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় যত না বেশি আগ্রহী সুপার ফোরের ভারত-পাকের রেজাল্ট নিয়ে, তার চেয়ে দৃশ্যত তাঁকে অনেক বেশি চিন্তিত দেখাল টিমের চোট-আঘাত নিয়ে।

[আরও পড়ুন: অবশেষে উপরাষ্ট্রপতি ধনকড়ের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছে তৃণমূল! তুঙ্গে জল্পনা]

এখন প্রশ্ন হল, এই চোটআঘাতে জর্জরিত ভারতীয় দলের প্রথম একাদশ কেমন হতে পারে? জাদেজার (Ravindra Jadeja) জায়গায় কে আসবেন? আভেশ না খেললে কম্বিনেশন বদলাতে বাধ্য হবে ভারত। কারণ ১৫ সদস্যের দলে আর কোনও পেসার নেই। তাছাড়া আভেশের পরিবর্ত হিসাবে কারও নামও ঘোষণা করা হয়নি। তাহলে কম্বিনেশন বদল ছাড়া উপায় নেই। সেক্ষেত্রে রাহুল-রোহিত-কোহলি, সূর্যকুমারের পর ব্যাট করতে আসতে পারেন ঋষভ পন্থ (Rishabh Pant)। কারণ জাদেজার অনুপস্থিতির অর্থ ব্যাটিং বিভাগে আর কোনও বাঁহাতি থাকবে না। ছ’য়ে খেলবেন হার্দিক। সাতে দীনেশ কার্তিক বা দীপক হুডার মধ্যে একজন খেলবেন। দুই পেসার হিসাবে খেলবেন ভুবনেশ্বর কুমার এবং অর্শদীপ সিং। যুজবেন্দ্র চাহালের সঙ্গে দ্বিতীয় স্পিনার হিসাবেও খেলতে পারেন অশ্বিন বা অক্ষর প্যাটেল।

[আরও পড়ুন: ‘প্রকাশ্যে বিজেপি করুন, ভোট দিন AAP-কে’, গুজরাট দখলে গেরুয়া কর্মীদের প্রস্তাব কেজরির]

খাতায় কলমে পাকিস্তানের তুলনায় ভারতীয় বোলিং বিভাগ দুর্বল বলে মনে হলেও কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) তা মানতে নারাজ। তিনি বলছেন, হয়তো আমাদের বোলিং বিভাগ ওদের মতো চমকপ্রদ নয়। নিয়মিত ঘণ্টায় ১৪৬-১৪৭ কিলোমিটার গতিতে বল করার কেউ নেই। কিন্তু আমাদেরও তেমন বোলার আছে, যারা কাজের কাজটা করে দিতে পারে।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে



Leave a Reply