মোহনবাগানকে চিঠি আইএফএর, তিন কিস্তিতে মেটাচ্ছে বকেয়া


IFA: এমনিতে স্পনসর সমস্যায় ভুগছে আইএফএ। আর্থিক সংকটের মধ্যেই দাঁড়িয়ে রয়েছে রাজ্য ফুটবল সংস্থা। ইস্টবেঙ্গল-মোহনবাগান ছাড়া বেশ কিছু ক্লাবও আইএফএ-র কাছ থেকে টাকা পায়।

Image Credit source: TWITTER

কলকাতা: বকেয়া ইস্যুতে মোহনবাগানকে (Mohun Bagan) চিঠি আইএফএ-র। প্রায় ৫ বছর ধরে আইএফএ-র কাছে ৬০ লাখ টাকার মতো বকেয়া রয়েছে মোহনবাগানের। বকেয়া ইস্যুতে আইএফএ (IFA) পদক্ষেপ না নিলে কলকাতা লিগ না খেলার হুঁশিয়ারি দিয়েছিল মোহনবাগান। এমনকি ৩১ অগস্ট ডেডলাইনও দিয়েছিল সবুজ-মেরুন। গত বুধবার মোহনবাগান ক্লাবে গিয়ে সচিব দেবাশিস দত্ত আর ফুটবল সচিব স্বপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। এটিকে মোহনবাগানের অন্যতম কর্তা বিনয় চোপড়াও ছিলেন সেই বৈঠকে। আইএফএ-র সঙ্গে বৈঠকের পর কলকাতা লিগে (Kolkata Football) মোহনবাগানের খেলা প্রসঙ্গে ক্লাব সচিব দেবাশিস দত্ত জানিয়েছিলেন, সেটা এখন শুধু কাপ আর ঠোঁটের দূরত্বে আছে। দীর্ঘ আলোচনার পর দুই পক্ষই একটা জায়গায় মিলিত হয়।

সোমবার আইএফএ-র কর্তাদের সঙ্গে বৈঠকের পর মোহনবাগান ক্লাবকে চিঠি পাঠান সচিব অনির্বাণ দত্ত। ৩ টে কিস্তিতে মোহনবাগানের টাকা মেটাবে আইএফএ। প্রথম কিস্তিতে দু’ভাগে বকেয়া দেবে বাংলার ফুটবল সংস্থা। বকেয়ার বেশিরভাগটাই চেকের মাধ্যমে পেমেন্ট করে দেবে আইএফএ। মঙ্গলবারই সেই চেক আইএফএ অফিসে গিয়ে নিতে পারেন মোহনবাগান কর্তারা। কলকাতা লিগ চলাকালীন প্রথম কিস্তির বাকি টাকা দেবে আইএফএ। ২০২৩-র জানুয়ারি আর মে মাসে দুটো কিস্তিতে মোহনবাগানের বকেয়া মেটাবে রাজ্য ফুটবল সংস্থা।

এমনিতে স্পনসর সমস্যায় ভুগছে আইএফএ। আর্থিক সংকটের মধ্যেই দাঁড়িয়ে রয়েছে রাজ্য ফুটবল সংস্থা। ইস্টবেঙ্গল-মোহনবাগান ছাড়া বেশ কিছু ক্লাবও আইএফএ-র কাছ থেকে টাকা পায়। কলকাতা লিগে সুপার সিক্স থেকে খেলবে তিন প্রধান। ইস্টবেঙ্গল, মহমেডান খেললেও মোহনবাগানের খেলা নিয়ে এখনও সবুজ সংকেত আসেনি। ডুরান্ড কাপ থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছে সবুজ-মেরুন। বুধবার এএফসি কাপের ইন্টারজোনাল সেমিফাইনাল খেলবে মোহনবাগান। আইএফএ-র চিঠি পাওয়ার পর কলকাতা লিগ নিয়ে সবুজ-মেরুনের অবস্থান কোথায় দাঁড়ায় সেটাই এখন দেখার।

Leave a Reply